নয়াদিল্লি, 23 ডিসেম্বর: আজ সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করবেন মনসুখ মাণ্ডব্য (Dr Mansukh Mandaviya will Hold a virtual Meeting) ৷ বিকেল তিনটের সময় এই বৈঠকে বাড়তে থাকা করোনা (Covid-19) সংক্রমণ ও তার প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷ স্বাস্থ্যমন্ত্রকের একটি সূত্র এই উচ্চ পর্যায়ের বৈঠকের কথা জানিয়েছে ৷ এর আগে গতকালই করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ।
কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের থেকে দেশের সামগ্রিক করোনা চিত্র কেমন সেটা জেনেছেন তিনি ৷ পাশাপাশি বিভিন্ন বিমানবন্দরে বিদেশ থেকে আসা বিমানে নজরদারি চালাতে নির্দেশও দিয়েছেন । তবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবন থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যের করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় । সংক্রমণ বাড়লে সরকার ব্যবস্থা নেবে।" তার আগে যে গঙ্গাসাগর মেলা এবং পার্কস্ট্রিটে বড়দিন আর নতুন বছরের উৎসব হবে সেকথাও জানিয়ে দেন মমতা ।
জানা গিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নজরদারি ও সতর্কতা বাড়ানোর উপর জোর দিয়েছেন ৷ সেই সঙ্গে করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে নির্দেশ দিয়েছেন ৷ প্রসঙ্গত, গত কয়েকদিনে চিন-সহ বিশ্বের কয়েকটি দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে আগাম সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে এই উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ ওই বৈঠকে দেশে করোনা সংক্রমণের হার কত এবং পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত করা এবং সেই সংক্রান্ত সামগ্রী প্রস্তুত রাখার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বিমানবন্দরগুলিকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
সেই সঙ্গে দেশে টিকাকরণ পরিস্থিতি কী পর্যায়ে রয়েছে, তা নিয়েও আলোচনা হয় ৷ পাশাপাশি করোনার নতুন এই ভ্যারিয়েন্ট কতটা ভয়াবহ এবং জনস্বাস্থ্য এর প্রভাব কতটা পড়তে পারে, সেই বিষয়েও খোঁজ নেন নরেন্দ্র মোদি ৷ প্রসঙ্গত, বাড়তে থাকা করোনার সংক্রমণ নিয়ে গত কয়েকদিন বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ মূলত, যে রাজ্যগুলিতে সংক্রমণ বেড়েছে সেই সব রাজ্যে ৷