ওয়াশিংটন, 6 জুলাই: কোভিডের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউ কাটিয়ে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ৷ যদিও ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, তাও মৃত্যুর সংখ্যা বা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অনেকটাই কম ৷ তবে করোনা সংক্রমণ থেকে সেরে উঠলেও একেক জনের একেক রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যা কখনও কখনও দীর্ঘস্থায়ী ৷ সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হলে মস্তিষ্কের ভিতরে রক্ত সংবহন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ যার ফল স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী নিউরোলজিক্যাল বা স্নায়ুতন্ত্রের নানা লক্ষণ (Covid 19 Infection may damage blood vessels of Brain, says NINDS) ৷
ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোক (National Institute of Neurological Disorders and Stroke, NINDS) একটি গবেষণাপত্র প্রকাশ করে এ কথা জানিয়েছে ৷ ন'জন মানুষ কোভিড-19-এ সংক্রামিত হওয়ার পরে হঠাৎ মারা যান ৷ তাঁদের মস্তিষ্কে কী ধরনের পরিবর্তন হয়েছে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে এই গবেষণা সংস্থা ৷
আরও পড়ুন: খাদ্যনালীর সংক্রমণে মৃত্যু বুস্টার ডোজ নেওয়া করোনা আক্রান্ত রোগীর
ভাইরাস শরীরে প্রবেশ করলে তার সংক্রমণ রুখতে যে অ্যান্টিবডি-প্রোটিন এবং অন্য রাসায়নিক পদার্থ তৈরি হয়, তারা রক্ত সরবরাহকারী নালিপথগুলিকে বন্ধ করে দেয়, এতে প্রদাহ সৃষ্টি হয় ৷ তাতেই স্নায়ুতন্ত্র কাজকর্মের ব্যাঘাত ঘটে ৷ এর আগে একদল বিজ্ঞানী জানিয়েছিলেন, সংক্রামিত রোগীর মস্তিষ্কে সার্স-কোভ-2-এর খোঁজ পাওয়া যায়নি ৷ তাই এতে মস্তিষ্কের কোনও ক্ষতি হয় না ৷
তবে সার্স-কোভ-2 কী ভাবে মস্তিষ্কের ভিতরের অংশে ক্ষতি করে, তা বিশদে জানতে পারলে কোভিড-19 রোগীদের চিকিৎসা আরও উন্নত হতে পারে ৷ করোনা থেকে সুস্থ হওয়া বহু রোগীর শরীরে হয়তো নিউরোলজিক্যাল অর্থাৎ স্নায়ু সম্বন্ধীয় সমস্যা দেখা দিচ্ছে ৷ তাঁরা এর কারণ বুঝতে পারছেন না ৷ এই গবেষণা তাঁদের চিকিৎসায় সাহায্য করবে বলে মনে করছে গবেষণা সংস্থাটি ৷