ETV Bharat / bharat

উন্নত দেশের থেকে ভারত অনেক ভালো কোরোনা মোকাবিলা করেছে : হর্ষ বর্ধন - লক ডাউন

গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নেওয়া লক ডাউনের সিদ্ধান্তের সঙ্গে গিয়েছিল ৷ পরবর্তী সময়ে আনলক প্রসেসেও সব নিয়ম কানুন সক্রিয়ভাবে প্রয়োগ করা হয়েছে ৷ এরপর গোটা দেশের পরিস্থিতি বিচার করে দেখা গিয়েছে, বিশ্বের সব উন্নত দেশের থেকে ভারত অনেক ভালো কোরোনার সঙ্গে মোকাবিলা করেছে ৷

covid-19-india-performed-better-than-any-big-developed-country-harsh-vardhan
উন্নত দেশের থেকে ভারত অনেক ভালো কোরোনা মোকাবিলা করেছে : হর্ষ বর্ধন
author img

By

Published : Nov 9, 2020, 10:05 PM IST

দিল্লি, 9 নভেম্বর : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত বিশ্বের যে কোনও উন্নত দেশের থেকে ভালো কাজ করেছে ৷ সোমবার অন্ধ্রপ্রদেশ, অসম, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরালা, পঞ্জাব, রাজস্থান, তেলাঙ্গানা এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী ড. হর্ষ বর্ধন ৷ এনিয়ে তিনি বলেন, দেশের সবক’টি রাজ্য় একই পরিকল্পনায় একসঙ্গে কাজ করে চলেছে ৷ 10 মাসে ভারত অনেক ধরনের পরিস্থিতি দেখেছে ৷

এরপরেই তিনি বলেন, গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নেওয়া লকডাউনের সিদ্ধান্তের সঙ্গে গিয়েছিল ৷ পরবর্তী সময়ে আনলক প্রসেসেও সব নিয়ম কানুন সক্রিয়ভাবে প্রয়োগ করা হয়েছে ৷ এরপর গোটা দেশের পরিস্থিতি বিচার করে দেখা গিয়েছে, বিশ্বের সব উন্নত দেশের থেকে ভারত অনেক ভালো কোরোনার সঙ্গে মোকাবিলা করেছে ৷ স্বাস্থ্য়মন্ত্রী বলেন, ভারতের সুস্থতার হার বর্তমানে 92.56 শতাংশ ৷ এক থেকে দু’মাস আগেও ভারতে কোরোনা সংক্রমণ দিনে প্রায় 1 লাখ করে বাড়ছিল ৷ বর্তমানে সেই সক্রিয় কেসের সংখ্য়া ক্রমশ কমছে ৷ 5 লাখ সক্রিয় কেসের মধ্য়ে বেশির ভাগ এই মুহূর্তে সুস্থতার পথে রয়েছে বলে জানিয়েছেন হর্ষ বর্ধন ৷

নতুন বছরে ভারত তার প্রথম কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন হাতে পাবে বলে আশা প্রকাশ করেছেন ড. হর্ষ বর্ধন ৷ ভ্য়াকসিনটি হাতে পাওয়ার পর অন্তত 20 থেকে 30 কোটি মানুষকে তা দেওয়ার জন্য় ব্য়বস্থা করতে হবে ৷ শেষ 24 ঘণ্টায় 45 হাজার 903 জন COVID-19 পজ়িটিভ হয়েছেন ৷ শেষ 24 ঘণ্টায় ভারতে কোরোনায় মৃতের সংখ্য়া 409 ৷

দিল্লি, 9 নভেম্বর : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত বিশ্বের যে কোনও উন্নত দেশের থেকে ভালো কাজ করেছে ৷ সোমবার অন্ধ্রপ্রদেশ, অসম, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরালা, পঞ্জাব, রাজস্থান, তেলাঙ্গানা এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী ড. হর্ষ বর্ধন ৷ এনিয়ে তিনি বলেন, দেশের সবক’টি রাজ্য় একই পরিকল্পনায় একসঙ্গে কাজ করে চলেছে ৷ 10 মাসে ভারত অনেক ধরনের পরিস্থিতি দেখেছে ৷

এরপরেই তিনি বলেন, গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নেওয়া লকডাউনের সিদ্ধান্তের সঙ্গে গিয়েছিল ৷ পরবর্তী সময়ে আনলক প্রসেসেও সব নিয়ম কানুন সক্রিয়ভাবে প্রয়োগ করা হয়েছে ৷ এরপর গোটা দেশের পরিস্থিতি বিচার করে দেখা গিয়েছে, বিশ্বের সব উন্নত দেশের থেকে ভারত অনেক ভালো কোরোনার সঙ্গে মোকাবিলা করেছে ৷ স্বাস্থ্য়মন্ত্রী বলেন, ভারতের সুস্থতার হার বর্তমানে 92.56 শতাংশ ৷ এক থেকে দু’মাস আগেও ভারতে কোরোনা সংক্রমণ দিনে প্রায় 1 লাখ করে বাড়ছিল ৷ বর্তমানে সেই সক্রিয় কেসের সংখ্য়া ক্রমশ কমছে ৷ 5 লাখ সক্রিয় কেসের মধ্য়ে বেশির ভাগ এই মুহূর্তে সুস্থতার পথে রয়েছে বলে জানিয়েছেন হর্ষ বর্ধন ৷

নতুন বছরে ভারত তার প্রথম কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন হাতে পাবে বলে আশা প্রকাশ করেছেন ড. হর্ষ বর্ধন ৷ ভ্য়াকসিনটি হাতে পাওয়ার পর অন্তত 20 থেকে 30 কোটি মানুষকে তা দেওয়ার জন্য় ব্য়বস্থা করতে হবে ৷ শেষ 24 ঘণ্টায় 45 হাজার 903 জন COVID-19 পজ়িটিভ হয়েছেন ৷ শেষ 24 ঘণ্টায় ভারতে কোরোনায় মৃতের সংখ্য়া 409 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.