ETV Bharat / bharat

কোভিড-19-এর ফলে ঘণ্টা অনুযায়ী বেতনের সিদ্ধান্ত স্পাইসজেটের

প্যানডেমিকে যাত্রী সংখ্যা কমেছে, সরকারও যাত্রী পরিবহণ ক্ষমতায় বিধিনিষেধ আরোপ করেছে । দাম বেড়েছে টিকিটের ৷ তাই ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট (SpiceJet) কর্মীদের বেতনের ক্ষেত্রে কিছু পরিবর্তন করেছে ৷

ঘণ্টা অনুযায়ী বেতন পাবে স্পাইসজেটের কর্মীরা
ঘণ্টা অনুযায়ী বেতন পাবে স্পাইসজেটের কর্মীরা
author img

By

Published : Jun 1, 2021, 11:11 AM IST

নিউ দিল্লি, 1 জুন : কাজের সময় অনুযায়ী কর্মচারীদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল বিমান সংস্থা স্পাইসজেট (SpiceJet) ৷ দেশজুড়ে কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ের (Second Wave) ফলে এই সিদ্ধান্ত ৷

একটি মেলে সংস্থার এইচআর (HR) কর্মীদের জানিয়েছে, "হঠাৎ দেশজুড়ে কোভিড-19-এর ভয়াবহ সংক্রমণের ফলে যাত্রীর সংখ্যা কমে গিয়েছে ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিমানে যাত্রীবহন ক্ষমতা 80 শতাংশ থেকে 50 শতাংশে নামিয়ে এনেছে ৷ এতে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷"

আরও পড়ুন : 2020-21 অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী, বলছে NSO-র তথ্য

বিমান মন্ত্রক (Ministry of Civil Aviation) বিমানে যাতায়াতের ভাড়া 13-16 শতাংশ বাড়িয়ে বিমানে যাতায়াত আরও ব্যয়সাপেক্ষ করে দিয়েছে ৷ সেক্ষেত্রে কোম্পানি জানিয়ে দিয়েছে, "এবার থেকে কোম্পানি ঘণ্টা অনুযায়ী কর্মীদের মাইনে দেবে ৷ মে মাসের মাইনে 1 জুন পেলেও, তাতে কয়েকজন কর্মীর ক্ষেত্রে 35 শতাংশ পরিবর্তন হতে পারে ৷"

প্রাক-কোভিড সময়ের থেকে স্পাইসজেটে যাত্রীর পরিমাণ 10 শতাংশ কমে গিয়েছে ৷ আইসিআরএ (ICRA) একটি রিপোর্টে জানিয়েছে, চলতি আর্থিক বছরে ভারতে বিমান পরিষেবার মোট ক্ষতি প্রায় 21 হাজার কোটি টাকা ৷ আগামী 2023-এর আর্থিক বছরে এই ক্ষতিপূরণ করে স্বাভাবিক অবস্থায় ফিরতে 37 হাজার কোটি টাকার জোগান দরকার ৷

নিউ দিল্লি, 1 জুন : কাজের সময় অনুযায়ী কর্মচারীদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল বিমান সংস্থা স্পাইসজেট (SpiceJet) ৷ দেশজুড়ে কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ের (Second Wave) ফলে এই সিদ্ধান্ত ৷

একটি মেলে সংস্থার এইচআর (HR) কর্মীদের জানিয়েছে, "হঠাৎ দেশজুড়ে কোভিড-19-এর ভয়াবহ সংক্রমণের ফলে যাত্রীর সংখ্যা কমে গিয়েছে ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিমানে যাত্রীবহন ক্ষমতা 80 শতাংশ থেকে 50 শতাংশে নামিয়ে এনেছে ৷ এতে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷"

আরও পড়ুন : 2020-21 অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী, বলছে NSO-র তথ্য

বিমান মন্ত্রক (Ministry of Civil Aviation) বিমানে যাতায়াতের ভাড়া 13-16 শতাংশ বাড়িয়ে বিমানে যাতায়াত আরও ব্যয়সাপেক্ষ করে দিয়েছে ৷ সেক্ষেত্রে কোম্পানি জানিয়ে দিয়েছে, "এবার থেকে কোম্পানি ঘণ্টা অনুযায়ী কর্মীদের মাইনে দেবে ৷ মে মাসের মাইনে 1 জুন পেলেও, তাতে কয়েকজন কর্মীর ক্ষেত্রে 35 শতাংশ পরিবর্তন হতে পারে ৷"

প্রাক-কোভিড সময়ের থেকে স্পাইসজেটে যাত্রীর পরিমাণ 10 শতাংশ কমে গিয়েছে ৷ আইসিআরএ (ICRA) একটি রিপোর্টে জানিয়েছে, চলতি আর্থিক বছরে ভারতে বিমান পরিষেবার মোট ক্ষতি প্রায় 21 হাজার কোটি টাকা ৷ আগামী 2023-এর আর্থিক বছরে এই ক্ষতিপূরণ করে স্বাভাবিক অবস্থায় ফিরতে 37 হাজার কোটি টাকার জোগান দরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.