ETV Bharat / bharat

দিল্লিতে করোনায় আক্রান্ত তিনশোর বেশি পুলিশকর্মী - কোভিড-19

করোনার থাবায় কাবু রাজধানীর পুলিশ ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লির 300-রও বেশি পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 15 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷

COVID-19 hits Delhi Police as more than 300 cops infected with deadly virus
করোনায় আক্রান্ত দিল্লি পুলিশের 300-রও বেশি আধিকারিক
author img

By

Published : Apr 16, 2021, 5:54 PM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল : দিল্লি পুলিশের 300-রও বেশি আধিকারিক করোনা আক্রান্ত ৷ যাঁদের মধ্যে 15 জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে ৷ গোটা ঘটনায় চিন্তা বেড়েছে রাজধানীর পুলিশ প্রশাসনের ৷

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করছে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার ৷ তারপরও বাগে আসছে না কোভিড ভাইরাস ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নাইট কার্ফু ঘোষণা করেছেন ৷ সংক্রমণ রুখতে বন্ধ রাখা হচ্ছে শপিং মল, জিম, স্পা এবং অডিটোরিয়াম ৷ রাজ্য প্রশাসনের আশা, এর ফলে হয়তো সংক্রমণের শৃঙ্খলকে ভেঙে ফেলা সম্ভব হবে ৷

আরও পড়ুন : দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

যদিও, এত কিছুর পরও দাপাদাপি কমছে না করোনার ৷ দিল্লি তো বটেই, গোটা দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যেই নয়া রেকর্ড গড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ শুক্রবার দেশে নতুন করে 2 লাখ 17 হাজার 353 জন করোনা রোগীর খোঁজ মিলেছে ৷ স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, এই মুহূর্তে গোটা ভারতে সক্রিয়া কোভিড রোগীর সংখ্যা 15 লাখেরও বেশি ৷

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেই অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 1 কোটি 40 লাখ মানুষ ৷ সুস্থ হয়ে উঠেছেন 93 হাজার 528 জন আক্রান্ত ৷

নয়াদিল্লি, 16 এপ্রিল : দিল্লি পুলিশের 300-রও বেশি আধিকারিক করোনা আক্রান্ত ৷ যাঁদের মধ্যে 15 জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে ৷ গোটা ঘটনায় চিন্তা বেড়েছে রাজধানীর পুলিশ প্রশাসনের ৷

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করছে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার ৷ তারপরও বাগে আসছে না কোভিড ভাইরাস ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নাইট কার্ফু ঘোষণা করেছেন ৷ সংক্রমণ রুখতে বন্ধ রাখা হচ্ছে শপিং মল, জিম, স্পা এবং অডিটোরিয়াম ৷ রাজ্য প্রশাসনের আশা, এর ফলে হয়তো সংক্রমণের শৃঙ্খলকে ভেঙে ফেলা সম্ভব হবে ৷

আরও পড়ুন : দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

যদিও, এত কিছুর পরও দাপাদাপি কমছে না করোনার ৷ দিল্লি তো বটেই, গোটা দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যেই নয়া রেকর্ড গড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ শুক্রবার দেশে নতুন করে 2 লাখ 17 হাজার 353 জন করোনা রোগীর খোঁজ মিলেছে ৷ স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, এই মুহূর্তে গোটা ভারতে সক্রিয়া কোভিড রোগীর সংখ্যা 15 লাখেরও বেশি ৷

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেই অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 1 কোটি 40 লাখ মানুষ ৷ সুস্থ হয়ে উঠেছেন 93 হাজার 528 জন আক্রান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.