নয়াদিল্লি, 29 মার্চ : পদ্মভূষণে সম্মানিত হলেন ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর ডি কৃষ্ণা ইল্লা (Bharat Biotech Managing Director conferred with Padma Bhushan) ও জয়েন্ট এমডি সুচিত্রা ইল্লা (Suchitra Ella received the Padma Bhushan) ৷ সোমবার তাঁদের হাতে পদ্ম-সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) ৷ ওষুধের জগতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের এই সম্মান দেওয়া হয়েছে ৷ ভারত বায়োটেক হায়দরাবাদের একটি সংস্থা ৷ তারা কোভ্যাকসিন তৈরি করেছে ৷ যা ভারতে তৈরি হওয়া একমাত্র করোনার প্রতিষেধক ৷
ভারতের অন্যতম নাগরিক সম্মান হল এই পদ্ম-পুরস্কার ৷ মোট তিনটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয় ৷ পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ ৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পদ্ম-সম্মান দেওয়া হয় ৷ পদ্ম পুরস্কারের সর্বোচ্চ সম্মান হল পদ্মবিভূষণ, তার পরই আসে পদ্মভূষণ ও শেষে আসে পদ্মশ্রী৷ প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে এই পুরস্কার ঘোষণা করা হয় ৷
প্রতিবছর মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সকলকে সম্মানিত করেন রাষ্ট্রপতি ৷ আর উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী-সহ ভারত সরকারের অন্য মন্ত্রী ও বিশেষ অতিথিরা ৷ এবার দুই দফায় এই পুরস্কার দেওয়া হয়েছে ৷ সোমবার রাষ্ট্রপতি ভবনে পুরস্কার দেওয়ার সময় প্রথামাফিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)-সহ তাঁর সরকারের অন্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন ৷
সোমবার ভারত বায়োটেকেরে এমডি ও জয়েন্ট এমডি ছাড়াও নীরজ চোপড়া, ভিক্টর বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন পদ্ম সম্মানে সম্মানিত হন ৷