ETV Bharat / bharat

Couple Face Boycott in Karnataka: ভিনজাতে বিয়ে করায় দম্পতিকে 6 লক্ষ টাকা জরিমানা ও বয়কট !

ভিনজাতে বিয়ে ৷ 5 বছর পর জানতে পেরে পরিবার-সহ দম্পতিকে বয়কট (Couple Face Boycott in Karnataka) ও 6 লক্ষ টাকা জরিমানা করার অভিযোগ উঠল গ্রামের মোড়লদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোলেগালে ৷

Couple Face Boycott in Karnataka ETV BHARAT
Couple Face Boycott in Karnataka
author img

By

Published : Mar 6, 2023, 9:11 PM IST

কর্ণাটক, 6 মার্চ: কর্ণাটকের কোলেগালের কুনাগাল্লি গ্রামে এক দম্পতিকে 6 লক্ষ টাকার জরিমানা করলেন গ্রামবাসীরা (Couple Fine Rs 6 Lakh for Inter-Caste Marriage) ৷ কারণ, তাঁরা ভিন্ন জাতে বিয়ে করেছেন এবং অভিযোগ ওই দম্পতিকে বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা ৷ পুলিশ জানিয়েছে ওই দম্পতি 5 বছর আগে বিয়ে করে কুনাগাল্লি গ্রামে থাকছিলেন ৷ সম্প্রতি তাঁদের ভিনজাতের বিয়ে খবর গ্রামবাসীরা পেয়েছেন ৷ আর তার জেরে দম্পতিকে বয়কট শুধু নয় ৷ তাঁদের উপর 6 লক্ষ টাকা জরিমানা করেছে বলে অভিযোগ ৷

অভিযোগ বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে দম্পতিকে নানাভাবে হেনস্তা করা হচ্ছিল ৷ তা সহ্য করতে না-পেরে গত 1 মার্চ কোলেগাল থানায় অভিযোগ দায়ের করেছেন দম্পতি ৷ জানা গিয়েছে, উপ্পারা শেট্টি কমিউনিটির যুবক তফসিলি জাতির ওই যুবতীকে 5 বছর আগে বিয়ে করেছিলেন ৷ তিনি মান্ডেয়া জেলার বাসিন্দা ৷ এমনকি তাঁদের বিয়েতে দুই পরিবারের তরফেও কোনও আপত্তি জানানো হয়নি ৷ দুই পরিবারের সম্মতিতে সাব-রেজিস্ট্রারের অফিসে তাঁরা বিয়ে করেছিলেন ৷

কিন্তু, সম্প্রতি ওই মহিলা তাঁর প্রতিবেশীকে জানান তিনি দলিত সম্প্রদায়ের মেয়ে ৷ এরপরেই বিষয়টি গ্রামের মোড়লদের কান পর্যন্ত পৌঁছয় ৷ গত 23 ফেব্রুয়ারি গ্রামের মোড়লরা একটি বৈঠক করেন ৷ অভিযোগ, ওই দম্পতির বাবা-মা’কে ডেকে পাঠান মোড়লরা ৷ আর দু’পক্ষকে 1 মার্চের মধ্যে 3 লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয় ৷ কিন্তু, পুলিশে অভিযোগ করার পরেও কোনও সুরাহা হয়নি ৷ বরং দম্পতি পুলিশে অভিযোগ জানিয়েছেন, শুনে জরিমানা 6 লক্ষ টাকা করে দেওয়া হয় ৷

আরও পড়ুন: আবারও নীতি পুলিশের ছায়া ম্যাঙ্গালুরুতে, যুগলকে 'হেনস্থা' বজরং দলের

এখানেই শেষ নয় ৷ অভিযোগ এরপর পুরো পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে ৷ আর ঘোষণা করা হয়েছে, তাঁদের রেশন, সবজি, দুধ, জল-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী গ্রামের কোনও দোকান-বাজার থেকে বিক্রি করা যাবে না ৷ এই ঘটনায় মোট 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ সরকারের তরফে সমাজ কল্যাণ দফতরের আধিকারিকরা গ্রামে গিয়েছেন পরিদর্শনের জন্য ৷ তাঁর গ্রামবাসী এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করবেন ৷ ওই দম্পতি এবং তাঁদের পরিবারের সদস্যদের সুবিচারের আশ্বাস দিয়েছে সমাজ কল্যাণ দফতর ৷

কর্ণাটক, 6 মার্চ: কর্ণাটকের কোলেগালের কুনাগাল্লি গ্রামে এক দম্পতিকে 6 লক্ষ টাকার জরিমানা করলেন গ্রামবাসীরা (Couple Fine Rs 6 Lakh for Inter-Caste Marriage) ৷ কারণ, তাঁরা ভিন্ন জাতে বিয়ে করেছেন এবং অভিযোগ ওই দম্পতিকে বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা ৷ পুলিশ জানিয়েছে ওই দম্পতি 5 বছর আগে বিয়ে করে কুনাগাল্লি গ্রামে থাকছিলেন ৷ সম্প্রতি তাঁদের ভিনজাতের বিয়ে খবর গ্রামবাসীরা পেয়েছেন ৷ আর তার জেরে দম্পতিকে বয়কট শুধু নয় ৷ তাঁদের উপর 6 লক্ষ টাকা জরিমানা করেছে বলে অভিযোগ ৷

অভিযোগ বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে দম্পতিকে নানাভাবে হেনস্তা করা হচ্ছিল ৷ তা সহ্য করতে না-পেরে গত 1 মার্চ কোলেগাল থানায় অভিযোগ দায়ের করেছেন দম্পতি ৷ জানা গিয়েছে, উপ্পারা শেট্টি কমিউনিটির যুবক তফসিলি জাতির ওই যুবতীকে 5 বছর আগে বিয়ে করেছিলেন ৷ তিনি মান্ডেয়া জেলার বাসিন্দা ৷ এমনকি তাঁদের বিয়েতে দুই পরিবারের তরফেও কোনও আপত্তি জানানো হয়নি ৷ দুই পরিবারের সম্মতিতে সাব-রেজিস্ট্রারের অফিসে তাঁরা বিয়ে করেছিলেন ৷

কিন্তু, সম্প্রতি ওই মহিলা তাঁর প্রতিবেশীকে জানান তিনি দলিত সম্প্রদায়ের মেয়ে ৷ এরপরেই বিষয়টি গ্রামের মোড়লদের কান পর্যন্ত পৌঁছয় ৷ গত 23 ফেব্রুয়ারি গ্রামের মোড়লরা একটি বৈঠক করেন ৷ অভিযোগ, ওই দম্পতির বাবা-মা’কে ডেকে পাঠান মোড়লরা ৷ আর দু’পক্ষকে 1 মার্চের মধ্যে 3 লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয় ৷ কিন্তু, পুলিশে অভিযোগ করার পরেও কোনও সুরাহা হয়নি ৷ বরং দম্পতি পুলিশে অভিযোগ জানিয়েছেন, শুনে জরিমানা 6 লক্ষ টাকা করে দেওয়া হয় ৷

আরও পড়ুন: আবারও নীতি পুলিশের ছায়া ম্যাঙ্গালুরুতে, যুগলকে 'হেনস্থা' বজরং দলের

এখানেই শেষ নয় ৷ অভিযোগ এরপর পুরো পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে ৷ আর ঘোষণা করা হয়েছে, তাঁদের রেশন, সবজি, দুধ, জল-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী গ্রামের কোনও দোকান-বাজার থেকে বিক্রি করা যাবে না ৷ এই ঘটনায় মোট 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ সরকারের তরফে সমাজ কল্যাণ দফতরের আধিকারিকরা গ্রামে গিয়েছেন পরিদর্শনের জন্য ৷ তাঁর গ্রামবাসী এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করবেন ৷ ওই দম্পতি এবং তাঁদের পরিবারের সদস্যদের সুবিচারের আশ্বাস দিয়েছে সমাজ কল্যাণ দফতর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.