ETV Bharat / bharat

Tomatoes Loaded Truck Steal: ট্রাক ভরতি টমেটো চুরি ও বিক্রির অভিযোগে গ্রেফতার দম্পতি

Couple Steal A Tomatoes Loaded Truck: ট্রাক ভরতি টমেটো চুরি করার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার এক দম্পতি ৷ জানা গিয়েছে চেন্নাইয়ে নিয়ে গিয়ে চুরি করা টমেটোগুলি বিক্রি করে দিয়েছেন তাঁরা ৷ পুলিশ তাঁদের গ্রেফতার করেছে ৷

Tomatoes Loaded Truck Steal in Bangalore ETV BHARAT
Tomatoes Loaded Truck Steal in Bangalore
author img

By

Published : Jul 22, 2023, 9:03 PM IST

বেঙ্গালুরু, 22 জুলাই: বাজারে এখন টমেটোর দাম শুনলে মধ্যবিত্তের পিলে চমকে যাওয়ার জোগাড় ৷ এই অবস্থায় ট্রাক ভরতি টমেটো দেখে লোভ সামলাতে পারেননি ৷ তাই ট্রাক সমেত সেগুলি চুরি করেছিলেন এক দম্পতি ৷ এমনকি বাজারে সেগুলি বিক্রিও করে দিয়েছেন ৷ কিন্তু, শেষরক্ষা হল না ৷ ট্রাক ও টমেটো চুরির অভিযোগে গ্রেফতার করা হল তাঁদের ৷ গত গত 8 জুলাই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরএমসি ইয়ার্ড এলাকায় ৷ পুলিশ জানতে পেরেছে ঘটনায় আরও তিনজন জড়িত রয়েছে ৷ প্রায় 250 কেজির বেশি টমেটো চেন্নাই নিয়ে গিয়ে বিক্রি করেছে তাঁরা ৷ ধৃতেরা চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বাকি 3 অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, গত 8 জুলাই কর্ণাটকের হিরিয়ুর এলাকার এক কৃষক 250 কেজি টমেটো একটি ছোট ট্রাকে করে কোলারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন ৷ রাস্তায় আরএমসি ইয়ার্ড এলাকায় ভাস্কর এবং তাঁর স্ত্রী সিন্ধুজা ওই কৃষকের টমেটো ভরতি ট্রাক আটকান ৷ দম্পতি অভিযোগ করেন ট্রাকটি তাঁদের গাড়িতে ধাক্কা মেরেছে এবং সেটির ক্ষতি হয়েছে ৷ এই অভিযোগে কৃষক এবং ট্রাক চালকের সঙ্গে বচসায় জড়ান তাঁরা ৷ বচসা চলাকালীন দম্পতি দেখেন ট্রাকে একাধিক ক্রেট রাখা ও তার মধ্যে টমেটো রয়েছে ৷

এর পরেই তাঁরা ট্রাকের ওই টমেটোগুলি চুরি করার পরিকল্পনা করেন ৷ অভিযোগ সেই পরিকল্পনা মতো ট্রাক চালক এবং কৃষককে চিক্কাজালা এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেন তাঁরা ৷ এই কাজে তাঁদের সাহায্য করেন রাখি, কুমার এবং মহেশ নামে তিনজন ৷ তবে, এই তিনজন ঘটনার পর থেকেই পলাতক ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কয়েকজন ট্রাক ভরতি টমেটো নিয়ে চেন্নাই চলে যান এবং বাকিরা গাড়িতে করে চম্পট দেন ৷ এর পর চেন্নাইয়ে গিয়ে টমেটো বিক্রি করে ট্রাকটির নম্বর প্লেট খুলে পরিত্যক্ত অবস্থায় রেখে দেয় তাঁরা ৷

আরও পড়ুন: মূল্যবৃদ্ধির বাজারে চলন্ত ট্রাক থেকে ছুড়ে টমেটো বিলি! ভাইরাল ফুটেজ

কিন্তু, ট্রাকের নম্বর প্লেট খোলা এবং তার আগে 8 জুলাই চালক ও কৃষককে মারধরের ঘটনা সিসিটিভি-তে ধরা পড়ে যায় ৷ আর সেখানেই ফেঁসে যান অভিযুক্তরা ৷ পাশাপাশি ট্রাক চালক এবং ওই কৃষক পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আগে থেকেই অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিল ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত দম্পতি ভাস্কর এবং তাঁর স্ত্রী সিন্ধুজাকে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

বেঙ্গালুরু, 22 জুলাই: বাজারে এখন টমেটোর দাম শুনলে মধ্যবিত্তের পিলে চমকে যাওয়ার জোগাড় ৷ এই অবস্থায় ট্রাক ভরতি টমেটো দেখে লোভ সামলাতে পারেননি ৷ তাই ট্রাক সমেত সেগুলি চুরি করেছিলেন এক দম্পতি ৷ এমনকি বাজারে সেগুলি বিক্রিও করে দিয়েছেন ৷ কিন্তু, শেষরক্ষা হল না ৷ ট্রাক ও টমেটো চুরির অভিযোগে গ্রেফতার করা হল তাঁদের ৷ গত গত 8 জুলাই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরএমসি ইয়ার্ড এলাকায় ৷ পুলিশ জানতে পেরেছে ঘটনায় আরও তিনজন জড়িত রয়েছে ৷ প্রায় 250 কেজির বেশি টমেটো চেন্নাই নিয়ে গিয়ে বিক্রি করেছে তাঁরা ৷ ধৃতেরা চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বাকি 3 অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, গত 8 জুলাই কর্ণাটকের হিরিয়ুর এলাকার এক কৃষক 250 কেজি টমেটো একটি ছোট ট্রাকে করে কোলারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন ৷ রাস্তায় আরএমসি ইয়ার্ড এলাকায় ভাস্কর এবং তাঁর স্ত্রী সিন্ধুজা ওই কৃষকের টমেটো ভরতি ট্রাক আটকান ৷ দম্পতি অভিযোগ করেন ট্রাকটি তাঁদের গাড়িতে ধাক্কা মেরেছে এবং সেটির ক্ষতি হয়েছে ৷ এই অভিযোগে কৃষক এবং ট্রাক চালকের সঙ্গে বচসায় জড়ান তাঁরা ৷ বচসা চলাকালীন দম্পতি দেখেন ট্রাকে একাধিক ক্রেট রাখা ও তার মধ্যে টমেটো রয়েছে ৷

এর পরেই তাঁরা ট্রাকের ওই টমেটোগুলি চুরি করার পরিকল্পনা করেন ৷ অভিযোগ সেই পরিকল্পনা মতো ট্রাক চালক এবং কৃষককে চিক্কাজালা এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেন তাঁরা ৷ এই কাজে তাঁদের সাহায্য করেন রাখি, কুমার এবং মহেশ নামে তিনজন ৷ তবে, এই তিনজন ঘটনার পর থেকেই পলাতক ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কয়েকজন ট্রাক ভরতি টমেটো নিয়ে চেন্নাই চলে যান এবং বাকিরা গাড়িতে করে চম্পট দেন ৷ এর পর চেন্নাইয়ে গিয়ে টমেটো বিক্রি করে ট্রাকটির নম্বর প্লেট খুলে পরিত্যক্ত অবস্থায় রেখে দেয় তাঁরা ৷

আরও পড়ুন: মূল্যবৃদ্ধির বাজারে চলন্ত ট্রাক থেকে ছুড়ে টমেটো বিলি! ভাইরাল ফুটেজ

কিন্তু, ট্রাকের নম্বর প্লেট খোলা এবং তার আগে 8 জুলাই চালক ও কৃষককে মারধরের ঘটনা সিসিটিভি-তে ধরা পড়ে যায় ৷ আর সেখানেই ফেঁসে যান অভিযুক্তরা ৷ পাশাপাশি ট্রাক চালক এবং ওই কৃষক পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আগে থেকেই অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিল ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত দম্পতি ভাস্কর এবং তাঁর স্ত্রী সিন্ধুজাকে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.