ETV Bharat / bharat

Kharge at INDIA Meet: 'কেন্দ্রের স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু', ইন্ডিয়ার বৈঠকে দাবি খাড়গের

Mallikarjun Kharge at INDIA bloc meet in Mumbai: কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিখার্জুন খাড়গে শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে বলেন, বিরোধী জোটের শক্তি কেন্দ্রের বিজেপি সরকারকে নার্ভাস করে দিয়েছে ।এই স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু হয়েছে বলে দাবি করেন খাড়গে ৷

Mallikarjun Kharge at INDIA bloc meet
ইন্ডিয়ার বৈঠকে মল্লিখার্জুন খাড়গে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 2:31 PM IST

মুম্বই, 1 সেপ্টেম্বর: কেন্দ্রের স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ শুক্রবার এমনই দাবি করলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর কথায়, কেন্দ্রের শাসকদল যতই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, জনতা আর আর বিশ্বাসঘাতকতার শিকার হবে না ৷ 'এক দেশ, এক ভোট'-এর সম্ভাবনা অন্বেষণ করার জন্য কেন্দ্রীয় সরকার যখন কমিটি গঠন করেছে, তারই প্রেক্ষাপটে শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে এ কথা বলেন খাড়গে ৷

কেন্দ্রীয় সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের নেতৃত্বে 'এক জাতি, এক ভোট'-কে বাস্তবায়িত করতে একটি কমিটি গঠন করেছে ৷ যার ফলে লোকসভা নির্বাচন এগিয়ে আসার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ যাতে বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের সঙ্গেই লোকসভা নির্বাচন হতে পারে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে এনডিএ-র বিরুদ্ধে একটি রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া ৷ ইন্ডিয়া জোট নেতাদের বৈঠকের একটি গ্রুপ ফটো ট্যাগ করে একটি পোস্টে খাড়গে বলেন,

"জুড়েগা ভারত, জিতেগা ভারত । আমরা প্রগতিশীল, ঐক্যবদ্ধ, কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য জোটবদ্ধ ।" 'এক জাতি, এক ভোট' কমিটি গঠনের কথা সরাসরি উল্লেখ না করলেও তাঁর ইঙ্গিত যে সে দিকেই তা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রস নেতা ৷

তিনি বলেন, "শাসকেরা যতই জনগণকে বিচ্যুত এবং বিভ্রান্ত করুক না কেন, ভারতের নাগরিকদের সঙ্গে আর বিশ্বাসঘাতকতা করতে পারবে না । 140 কোটি ভারতীয় পরিবর্তনের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে । এই স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু হয়েছে ৷"

  • The success of both our meetings, first in Patna and second in Bengaluru, can be measured by the fact that the Prime Minister in his subsequent speeches has not just attacked INDIA but has also compared the name of our beloved country with a terrorist organisation and a symbol… pic.twitter.com/mlTr7dVJtX

    — Mallikarjun Kharge (@kharge) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'ইন্ডিয়া' দেশের ভালোর জন্য লড়ছে, মুম্বই থেকে বার্তা মমতার

শুক্রবার সূত্রগুলি বলেছে যে, কোবিন্দ এই প্রক্রিয়া কতটা সম্ভব এবং প্রক্রিয়াটি কীভাবে করা যেতে পারে, তা অন্বেষণ করবেন ৷ তিনি দেখবেন যে, কীভাবে দেশে একইসঙ্গে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচন করা যায় ৷ যেমনটি 1967 সাল পর্যন্ত ছিল । তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পরামর্শ করতে পারেন বলে আশা করা হচ্ছে । 18 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার একদিন পরেই সরকারের এই সিদ্ধান্ত সামনে এল ৷

2014 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একযোগে নির্বাচনের ধারণার হয়ে জোরালো সওয়াল করে আসছেন ৷ এ দিন ইন্ডিয়ার বৈঠকে ভাষণ দেওয়ার সময় খাড়গে বলেন যে, "বিরোধী জোটের শক্তি কেন্দ্রের বিজেপি সরকারকে 'নার্ভাস' করে তুলছে । আমাদের শক্তি সরকারকে 'নার্ভাস' করে তুলেছে বলেই তারা সংসদে মূল বিলগুলিকে আরও বুলডোজ করছে, আমাদের সাংসদদের সাসপেন্ড করছে ৷"

মুম্বই, 1 সেপ্টেম্বর: কেন্দ্রের স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ শুক্রবার এমনই দাবি করলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর কথায়, কেন্দ্রের শাসকদল যতই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, জনতা আর আর বিশ্বাসঘাতকতার শিকার হবে না ৷ 'এক দেশ, এক ভোট'-এর সম্ভাবনা অন্বেষণ করার জন্য কেন্দ্রীয় সরকার যখন কমিটি গঠন করেছে, তারই প্রেক্ষাপটে শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে এ কথা বলেন খাড়গে ৷

কেন্দ্রীয় সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের নেতৃত্বে 'এক জাতি, এক ভোট'-কে বাস্তবায়িত করতে একটি কমিটি গঠন করেছে ৷ যার ফলে লোকসভা নির্বাচন এগিয়ে আসার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ যাতে বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের সঙ্গেই লোকসভা নির্বাচন হতে পারে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে এনডিএ-র বিরুদ্ধে একটি রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া ৷ ইন্ডিয়া জোট নেতাদের বৈঠকের একটি গ্রুপ ফটো ট্যাগ করে একটি পোস্টে খাড়গে বলেন,

"জুড়েগা ভারত, জিতেগা ভারত । আমরা প্রগতিশীল, ঐক্যবদ্ধ, কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য জোটবদ্ধ ।" 'এক জাতি, এক ভোট' কমিটি গঠনের কথা সরাসরি উল্লেখ না করলেও তাঁর ইঙ্গিত যে সে দিকেই তা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রস নেতা ৷

তিনি বলেন, "শাসকেরা যতই জনগণকে বিচ্যুত এবং বিভ্রান্ত করুক না কেন, ভারতের নাগরিকদের সঙ্গে আর বিশ্বাসঘাতকতা করতে পারবে না । 140 কোটি ভারতীয় পরিবর্তনের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে । এই স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু হয়েছে ৷"

  • The success of both our meetings, first in Patna and second in Bengaluru, can be measured by the fact that the Prime Minister in his subsequent speeches has not just attacked INDIA but has also compared the name of our beloved country with a terrorist organisation and a symbol… pic.twitter.com/mlTr7dVJtX

    — Mallikarjun Kharge (@kharge) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'ইন্ডিয়া' দেশের ভালোর জন্য লড়ছে, মুম্বই থেকে বার্তা মমতার

শুক্রবার সূত্রগুলি বলেছে যে, কোবিন্দ এই প্রক্রিয়া কতটা সম্ভব এবং প্রক্রিয়াটি কীভাবে করা যেতে পারে, তা অন্বেষণ করবেন ৷ তিনি দেখবেন যে, কীভাবে দেশে একইসঙ্গে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচন করা যায় ৷ যেমনটি 1967 সাল পর্যন্ত ছিল । তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পরামর্শ করতে পারেন বলে আশা করা হচ্ছে । 18 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার একদিন পরেই সরকারের এই সিদ্ধান্ত সামনে এল ৷

2014 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একযোগে নির্বাচনের ধারণার হয়ে জোরালো সওয়াল করে আসছেন ৷ এ দিন ইন্ডিয়ার বৈঠকে ভাষণ দেওয়ার সময় খাড়গে বলেন যে, "বিরোধী জোটের শক্তি কেন্দ্রের বিজেপি সরকারকে 'নার্ভাস' করে তুলছে । আমাদের শক্তি সরকারকে 'নার্ভাস' করে তুলেছে বলেই তারা সংসদে মূল বিলগুলিকে আরও বুলডোজ করছে, আমাদের সাংসদদের সাসপেন্ড করছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.