মুম্বই, 12 এপ্রিল: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে যখন দেশজুড়ে মানুষের কপালের চিন্তার ভাঁজ ফেলেছে, তখনই সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে ধরা পড়ল এক অসাধু চক্র ৷ তুলোর পরিবর্তে ব্যবহৃত মাস্ক দিয়ে তোষক তৈরি হচ্ছে একটি কারখানায় ৷ জলগাঁও জেলায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ পুলিশ ওই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ উদ্ধার করা হয়েছে রাশি রাশি ব্যবহৃত মাস্ক ৷
অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রকান্ত গাওয়ালি জানিয়েছেন, "মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের কুশুম্বা গ্রামের কারখানায় হানা দিয়েছিল পুলিশ ৷ তারা দেখতে পায়, একটি ম্যাট্রেসের ভেতরে ঠাসা রয়েছে ব্যবহৃত মাস্ক ৷ কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷"
আরও পড়ুন: ব্রিটেন থেকে আসা নতুন প্রজাতিই সংক্রমণ বাড়াচ্ছে দিল্লিতে
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিপুল ব্যবহৃত মাস্ক কোভিড নিয়ম মেনে জ্বালিয়ে দিয়েছে পুলিশ ৷ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে দেশজুড়ে বেড়ে গিয়েছে মাস্ক তৈরি ৷ দেশের বর্জ্য ব্যবস্থাপনাকেও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এই অতিমারী ৷ করোনার কারণে 2020 সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত 1800 টন কোভিড সংক্রান্ত বর্জ্য তৈরি হয়েছে ৷ এর মধ্যে ব্যবহৃত মাস্ক, গ্লাভস-সহ অন্য়ান্য জিনিসপত্রও রয়েছে ৷