নিউ দিল্লি, 17 এপ্রিল: শেষমেশ রেমডেসিভির ইনজেকশনের দাম কমাল দেশের সাতটি প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানি ৷ দেশের প্যানডেমিক পরিস্থিতিতে ভ্যাকসিন আর অক্সিজেন সিলিন্ডারের অভাবের সঙ্গে মিলছিল না করোনা সংক্রামিত রোগীর জন্য অবশ্য প্রয়োজনীয় এই ইনজেকশন ৷
কেন্দ্রীয় সরকার রেমডেসিভির ইনজেকশনের উৎপাদন আর সরবরাহ বৃদ্ধি, সঙ্গে মূল্য হ্রাস নিয়ে এই ইনজেকশন উৎপাদনকারী আর অংশীদারি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে ৷ তারপরই এই পদক্ষেপ ৷
আরও পড়ুন: বাংলা পরিবর্তনে ব্যস্ত মোদি, তাই রাজ্যে অক্সিজেন-সঙ্কটে তাঁকে পাশে পেলেন না উদ্ধব ?
দেশের গুরুত্বপূর্ণ সংস্থা ক্যাডিলা হেল্থকেয়ার লিমিটেডের আরইএমডিএসি-র 100 মিলিগ্রাম/ভায়াল-এর দাম ছিল 2,800 টাকা, যা কমে হল 899 ৷ সিনজেন ইন্টারন্যাশনাল লিমিটেড-এর রেমউইন-এর দাম 3950 টাকা থেকে 2450 টাকা হল ৷ ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস লিমিটেডের আরইডিওয়াইএক্স এখন পাওয়া যাবে 2700 টাকায় ৷ তেমনই সিপলার সিআইপিআরইএমআই দাম করেছে 3000 টাকা, মায়লান ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের ডিইএসআরইএম মিলবে 3400 টাকা দিলেই ৷ জুবিল্যান্ট জেনেরিক্স লিমিটেডের জেইউবিআই-আর-এর দাম 3400 টাকা আর হেটেরো হেল্থকেয়ার লিমিটেডের সিওভিআইএফওআর-এর দাম কমে হয়েছে 3,490 টাকা ৷
কোভিড-19-এর চিকিৎসায় বিশেষত প্রাপ্তবয়স্ক সঙ্কটাপন্ন রোগীদের ক্ষেত্রে একটি মূল অ্যান্টি-ভাইরাল ড্রাগ ৷
কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মানডাভিয়া একটি টুইটে কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে প্যানডেমিক সামলাতে এই ইনজেকশনের দাম কমানোর জন্য এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে ধন্যবাদ জানিয়েছেন ৷ টুইটে তিনি বলেন, "সরকারের হস্তক্ষেপে #রেমডেসিভির ইনজেকশনের দাম কমল!"