ETV Bharat / bharat

সামান্য কমে দেশে দৈনিক করোনা সংক্রমণ 3.9 লাখ, মৃত আরও 3689 - ভারতে করোনা

দেশে দিন দিন ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি ৷ আজ সংক্রমণ গতকালের থেকে কিছুটা কম হলেও তা চার লাখ ছুঁইছুঁই ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 3,92,488 জন ৷ প্রাণ গিয়েছে আরও 3689 জনের ৷

corona in india
ভয়াবহ করোনা পরিস্থিতি
author img

By

Published : May 2, 2021, 9:26 AM IST

Updated : May 2, 2021, 10:01 AM IST

নয়াদিল্লি, 2 মে: দেশে দিন দিন ভয়ংকর হচ্ছে করোনা পরিস্থিতি ৷ গতকালই দেশে প্রথমবার দৈনিক সংক্রমণ 4 লাখ পেরিয়ে যায় ৷ আজ সংক্রমণ কিছুটা কমলেও তা চার লাখের কাছাকাছিই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3.92 লাখ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 3689 জনের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3,92,488 জন ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 1,95,57,457 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 3689 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,15,542 ৷

দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 33,49,644 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,59,92,271 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 15,68,16,031 জনের ৷ করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র ৷ তারপরেই রয়েছে কেরালা, কর্নাটক ও উত্তরপ্রদেশ ৷

আরও পড়ুন: অবহেলার চূড়ান্ত, 10 ঘণ্টারও বেশি সময় হাসপাতালের বেডে পড়ে করোনায় মৃতের দেহ

এ দিকে, আজ করোনা পরিস্থিতি পর্যালোচনায় ফের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে অক্সিজেন ও টিকার সরবরাহের বিষয়টি খতিয়ে দেখবেন তিনি ৷

নয়াদিল্লি, 2 মে: দেশে দিন দিন ভয়ংকর হচ্ছে করোনা পরিস্থিতি ৷ গতকালই দেশে প্রথমবার দৈনিক সংক্রমণ 4 লাখ পেরিয়ে যায় ৷ আজ সংক্রমণ কিছুটা কমলেও তা চার লাখের কাছাকাছিই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3.92 লাখ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 3689 জনের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3,92,488 জন ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 1,95,57,457 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 3689 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,15,542 ৷

দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 33,49,644 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,59,92,271 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 15,68,16,031 জনের ৷ করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র ৷ তারপরেই রয়েছে কেরালা, কর্নাটক ও উত্তরপ্রদেশ ৷

আরও পড়ুন: অবহেলার চূড়ান্ত, 10 ঘণ্টারও বেশি সময় হাসপাতালের বেডে পড়ে করোনায় মৃতের দেহ

এ দিকে, আজ করোনা পরিস্থিতি পর্যালোচনায় ফের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে অক্সিজেন ও টিকার সরবরাহের বিষয়টি খতিয়ে দেখবেন তিনি ৷

Last Updated : May 2, 2021, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.