ETV Bharat / bharat

Sentence of Imprisonment: তেলাঙ্গানায় নাবালিকার যৌন নির্যাতন মামলায় দোষীকে 20 বছরের কারাদণ্ড - পকসো আদালত

নাবালিকার যৌন নির্যাতনের মামলায় দোষীকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ তেলাঙ্গানার পকসো আদালতের (20 Years of Imprisonment Under POCSO Act) ৷ 2016 সালের ওই ঘটনায় বৃহস্পতিবার রায় দিয়েছে আদালত ৷

Convict Sentenced to 20 Years of Imprisonment in Minor Sexual Abuse Case
Convict Sentenced to 20 Years of Imprisonment in Minor Sexual Abuse Case
author img

By

Published : Nov 25, 2022, 10:23 AM IST

হায়দরাবাদ, 25 নভেম্বর: তেলাঙ্গানার মঞ্চালে নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় দোষীকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ পকসো আদালত (20 Years of Imprisonment Under POCSO Act) ৷ বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে বিশেষ আদালতের বিচারক অভিযুক্ত দুসারি রাজুকে দোষী সাব্যস্ত করেন এবং 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন ৷ প্রসঙ্গত, 2016 সালের 5 ফেব্রুয়ারি দায়ের হওয়া এই মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে আদালত ৷

5 ফেব্রুয়ারি এক ব্যক্তি মঞ্চাল পুলিশ স্টেশনে দুসারি রাজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগে বলা হয়, দুসারি রাজু তাঁর 4 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করেছেন ৷ অভিযোগে উল্লেখ করা হয়, কয়েকদিন আগে টাকা দেওয়ার নাম করে ওই শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় দুসারি রাজু ৷ সেখানেই শিশুর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ । সেই ঘটনার পর 4 ফেব্রুয়ারি দুসারি রাজু আবারও ওই শিশুটিকে টাকা দেওয়ার নাম করে নিজের কাছে ডাকেন ৷ তখন শিশুটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং মায়ের কাছে পুরো ঘটনা জানায় ৷

আরও পড়ুন: অস্বাভাবিক যৌন সম্পর্কের পর বন্ধুর 1 বছরের ছেলেকে খুন, ফাঁসির সাজা অভিযুক্তকে

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে 2016 সালের 5 ফেব্রুয়ারি মঞ্চাল থানায় একটি মামলা রুজু করা হয় ৷ মঞ্চাল থানার এক সাব-ইন্সপেক্টর পুরো মামলার তদন্ত করেন এবং তথ্য প্রমাণ জোগাড় করেন ৷ ঘটনায় অভিযুক্ত দুসারি রাজুকে গ্রেফতার করা হয় ৷ পরবর্তী সময়ে তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত ৷ পুলিশ ওই মামলায় চার্জশিট দাখিল করলে শুনানি শুরু হয় ৷ বৃহস্পতিবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে এলবি নগর পকসো আদালত ৷ দোষী সাব্যস্তকে 20 বছরের কারাদণ্ডের পাশাপাশি 20 হাজার টাকার জরিমানা করা হয়েছে ৷

হায়দরাবাদ, 25 নভেম্বর: তেলাঙ্গানার মঞ্চালে নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় দোষীকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ পকসো আদালত (20 Years of Imprisonment Under POCSO Act) ৷ বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে বিশেষ আদালতের বিচারক অভিযুক্ত দুসারি রাজুকে দোষী সাব্যস্ত করেন এবং 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন ৷ প্রসঙ্গত, 2016 সালের 5 ফেব্রুয়ারি দায়ের হওয়া এই মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে আদালত ৷

5 ফেব্রুয়ারি এক ব্যক্তি মঞ্চাল পুলিশ স্টেশনে দুসারি রাজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগে বলা হয়, দুসারি রাজু তাঁর 4 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করেছেন ৷ অভিযোগে উল্লেখ করা হয়, কয়েকদিন আগে টাকা দেওয়ার নাম করে ওই শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় দুসারি রাজু ৷ সেখানেই শিশুর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ । সেই ঘটনার পর 4 ফেব্রুয়ারি দুসারি রাজু আবারও ওই শিশুটিকে টাকা দেওয়ার নাম করে নিজের কাছে ডাকেন ৷ তখন শিশুটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং মায়ের কাছে পুরো ঘটনা জানায় ৷

আরও পড়ুন: অস্বাভাবিক যৌন সম্পর্কের পর বন্ধুর 1 বছরের ছেলেকে খুন, ফাঁসির সাজা অভিযুক্তকে

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে 2016 সালের 5 ফেব্রুয়ারি মঞ্চাল থানায় একটি মামলা রুজু করা হয় ৷ মঞ্চাল থানার এক সাব-ইন্সপেক্টর পুরো মামলার তদন্ত করেন এবং তথ্য প্রমাণ জোগাড় করেন ৷ ঘটনায় অভিযুক্ত দুসারি রাজুকে গ্রেফতার করা হয় ৷ পরবর্তী সময়ে তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত ৷ পুলিশ ওই মামলায় চার্জশিট দাখিল করলে শুনানি শুরু হয় ৷ বৃহস্পতিবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে এলবি নগর পকসো আদালত ৷ দোষী সাব্যস্তকে 20 বছরের কারাদণ্ডের পাশাপাশি 20 হাজার টাকার জরিমানা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.