ETV Bharat / bharat

Delhi liquor policy case: আবগারি মামলায় আপ'কে অভিযুক্ত করতে চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডি-সিবিআইয়ের - আম আদমি পার্টি

সিবিআই এবং ইডি-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চের সামনে যে নথি জমা দিয়েছেন, তাতে স্পষ্ট যে বেঞ্চের নির্দেশ রয়েছে এজেন্সিগুলি আপ-কে অভিযুক্ত করার বিষয়ে বিবেচনা করছে ৷ দুটি কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্ত করা মামলায় আপ-এর বিরুদ্ধে আলাদা চার্জ থাকবে কি না, সুপ্রিম কোর্ট এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেলকে মঙ্গলবার সেই বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলেছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 8:29 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: আম আদমি পার্টি (আপ)-কে দিল্লির আবগারি নীতি মামলায় অভিযুক্ত করার কথা ভাবছে সিবিআই এবং ইডি ৷ সোমবার সুপ্রিম কোর্টে সেই মর্মে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের বক্তব্যও জানিয়েছে ৷ এদিন সিবিআই এবং ইডি-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চের সামনে যে নথি জমা দিয়েছেন, তাতে স্পষ্ট যে বেঞ্চের নির্দেশ রয়েছে এজেন্সিগুলি আপ'কে অভিযুক্ত করার বিষয়ে বিবেচনা করছে ৷ একই সঙ্গে, মানি লন্ডারিং প্রিভেনশন আইনের 70 ধারা-এর উপর আইনি বিধানও চালু করতে চাইছে ইডি।

দু'টি কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্ত করা মামলায় আপ-এর বিরুদ্ধে আলাদা চার্জ থাকবে কি না, সুপ্রিম কোর্ট অতিরিক্ত সলিসিটর জেনারেলকে মঙ্গলবার সেই বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলেছে ৷ বিচারপতি খান্না এদিন এমভি রাজুর উদ্দেশে বক্তব্য রাখার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন ৷ একই সঙ্গে, বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, “এটি ইডির মামলায় পৃথক বা একই অপরাধ হিসাবে গণ্য হবে ?" আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার এ বিষয়ে জবাব তলব করেছে আদালত।

দুর্নীতি মামলায় বেঞ্চ এদিন জানিয়েছে, এটি অবশ্যই পৃথক চার্জ হওয়া উচিত ৷ সেই সঙ্গে বিচারপতি প্রশ্ন করেন, "সিবিআই কি এক্ষেত্রে আলাদা চার্জ গঠন করবে?" যার উত্তরে অতিরিক্ত সলিসিটার জেনারেল জানান, চার্জ আলাদা হতে পারে, কিন্তু অপরাধ একই হবে। এর পালটা খানিক ভর্ৎসনার সুরেই বিচারপতি খান্না বলেন, "শুধু এই বিষয়েই তদন্ত করুন। কেন এখনও অভিযোগের ক্ষেত্রে কোনও সওয়াল শুরু হয়নি ? তা কবে হবে? আপনি কখন এই বিষয়ে সওয়াল করতে পারবেন সে সম্পর্কে আপনি নিজেই আত্মবিশ্বাসী নন।" এরপরই বেঞ্চ কার্যত স্পষ্ট করে দেয়, একবার চার্জশিট দাখিল করার পরে সওয়াল শুরু করতেই হবে।

এদিন বেঞ্চ রাজুকে প্রশ্ন করে, "ধরুন একজনকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছে, সেটা কি মানি লন্ডারিং?" যার উত্তরে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু বলেন, "হ্যাঁ।" এরপরই বিচারপতি খান্না বলেন, "না ৷" এরপর বিশদভাবে তিনি জানিয়েছেন, একটি নির্দিষ্ট সময়ে এই আইন তৈরি করা হয়েছে ৷ বিচারপতির কথায়, "ধরুন যে প্রজন্ম চলে গিয়েছে, সেই পর্যায়ে অপরাধ হয়নি ৷ এই অন্ধকার এলাকাটাই খুঁজে বের করতে হবে ৷"

অন্যদিকে, এজেন্সির তরফে অভিযোগ করা হয়েছে, আপ গোয়া বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করেছিল। শীর্ষ আদালতে এদিন আপ নেতা এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি ছিল ৷ সিবিআই এবং ইডি দিল্লিতে যে আবগারি নীতি মামলার তদন্ত করছে, সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালের ডেপুটিকে ৷ সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, মঙ্গলবারও এই মামলার শুনানি চলবে।

আরও পড়ুন: এবার অশ্বিনী বৈষ্ণবের কাছে সব সাংসদের অবস্থান ও লগইনের যাবতীয় তথ্য প্রকাশের আর্জি মহুয়ার

নয়াদিল্লি, 16 অক্টোবর: আম আদমি পার্টি (আপ)-কে দিল্লির আবগারি নীতি মামলায় অভিযুক্ত করার কথা ভাবছে সিবিআই এবং ইডি ৷ সোমবার সুপ্রিম কোর্টে সেই মর্মে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের বক্তব্যও জানিয়েছে ৷ এদিন সিবিআই এবং ইডি-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চের সামনে যে নথি জমা দিয়েছেন, তাতে স্পষ্ট যে বেঞ্চের নির্দেশ রয়েছে এজেন্সিগুলি আপ'কে অভিযুক্ত করার বিষয়ে বিবেচনা করছে ৷ একই সঙ্গে, মানি লন্ডারিং প্রিভেনশন আইনের 70 ধারা-এর উপর আইনি বিধানও চালু করতে চাইছে ইডি।

দু'টি কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্ত করা মামলায় আপ-এর বিরুদ্ধে আলাদা চার্জ থাকবে কি না, সুপ্রিম কোর্ট অতিরিক্ত সলিসিটর জেনারেলকে মঙ্গলবার সেই বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলেছে ৷ বিচারপতি খান্না এদিন এমভি রাজুর উদ্দেশে বক্তব্য রাখার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন ৷ একই সঙ্গে, বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, “এটি ইডির মামলায় পৃথক বা একই অপরাধ হিসাবে গণ্য হবে ?" আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার এ বিষয়ে জবাব তলব করেছে আদালত।

দুর্নীতি মামলায় বেঞ্চ এদিন জানিয়েছে, এটি অবশ্যই পৃথক চার্জ হওয়া উচিত ৷ সেই সঙ্গে বিচারপতি প্রশ্ন করেন, "সিবিআই কি এক্ষেত্রে আলাদা চার্জ গঠন করবে?" যার উত্তরে অতিরিক্ত সলিসিটার জেনারেল জানান, চার্জ আলাদা হতে পারে, কিন্তু অপরাধ একই হবে। এর পালটা খানিক ভর্ৎসনার সুরেই বিচারপতি খান্না বলেন, "শুধু এই বিষয়েই তদন্ত করুন। কেন এখনও অভিযোগের ক্ষেত্রে কোনও সওয়াল শুরু হয়নি ? তা কবে হবে? আপনি কখন এই বিষয়ে সওয়াল করতে পারবেন সে সম্পর্কে আপনি নিজেই আত্মবিশ্বাসী নন।" এরপরই বেঞ্চ কার্যত স্পষ্ট করে দেয়, একবার চার্জশিট দাখিল করার পরে সওয়াল শুরু করতেই হবে।

এদিন বেঞ্চ রাজুকে প্রশ্ন করে, "ধরুন একজনকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছে, সেটা কি মানি লন্ডারিং?" যার উত্তরে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু বলেন, "হ্যাঁ।" এরপরই বিচারপতি খান্না বলেন, "না ৷" এরপর বিশদভাবে তিনি জানিয়েছেন, একটি নির্দিষ্ট সময়ে এই আইন তৈরি করা হয়েছে ৷ বিচারপতির কথায়, "ধরুন যে প্রজন্ম চলে গিয়েছে, সেই পর্যায়ে অপরাধ হয়নি ৷ এই অন্ধকার এলাকাটাই খুঁজে বের করতে হবে ৷"

অন্যদিকে, এজেন্সির তরফে অভিযোগ করা হয়েছে, আপ গোয়া বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করেছিল। শীর্ষ আদালতে এদিন আপ নেতা এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি ছিল ৷ সিবিআই এবং ইডি দিল্লিতে যে আবগারি নীতি মামলার তদন্ত করছে, সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালের ডেপুটিকে ৷ সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, মঙ্গলবারও এই মামলার শুনানি চলবে।

আরও পড়ুন: এবার অশ্বিনী বৈষ্ণবের কাছে সব সাংসদের অবস্থান ও লগইনের যাবতীয় তথ্য প্রকাশের আর্জি মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.