নয়াদিল্লি, 21 মার্চ: মৃত্যুদণ্ড বাস্তবায়নে ফাঁসির বিকল্প (Alternative Method of Execution) কম বেদনাদায়ক কোনও পদ্ধতি রয়েছে কি না, তা নিয়ে কেন্দ্রকে আলোচনা এবং বিষয়টি পরীক্ষা-নীরিক্ষার জন্য তথ্য সংগ্রহ করতে বলল সুপ্রিম কোর্ট ৷ এ বিষয়ে শীর্ষ আদালত একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেও রাজি আছে বলে জানানো হয়েছে ৷
মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে, একটি দিক হতে পারে যে বিষয়টিকে বিজ্ঞান ও প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে দেখা । প্রযুক্তি ও বিজ্ঞানের আজকের জ্ঞানের ভিত্তিতে মানব মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য কোনও পদ্ধতি আছে কি না তা জানতে চান প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "আমাদের কাছে কি ভারতে বা বিদেশের এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত কোনও ডেটা আছে, যেখানে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে বিকল্প পদ্ধতি গ্রহণ করা হয়েছিল ?"
এই বেঞ্চের অপর সদস্য বিচারপতি পিএস নরসিংহ বলেছেন, "বিকল্প হিসেবে আমরা কি একটি কমিটি গঠন করব ?" এখনই কোনও নির্দেশ না দিয়ে এই নিয়ে চিন্তাভাবনার উপর জোর দেন তিনি ৷ এই নিয়ে পর্যালোচনার জন্য কমিটি গঠনেও আদালত রাজি আছে বলে তিনি জানান ৷
বলেন, দুটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকতে পারেন, যাঁরা সাজা কার্যকর করার বিষয়ে কাজ করছেন । শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞানের লোকও এই কমিটিতে রাখা যেতে পারে বলে জানান তিনি ৷ সে ক্ষেত্রে এইমসের দু-একজন ডাক্তার সেখানে থাকতে পারে বলে তাঁর মত ৷ সেই কমিটিতে দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরও রাখার প্রস্তাব দিয়েছেন তিনি ৷
মৃত্যুদণ্ড কার্যকর করার আরও মানবিক পদ্ধতি খুঁজে বের করতে কোনও গবেষণা করা হয়েছে কি না তা নিশ্চিত করার জন্য অ্যাটর্নি জেনারেল (এজি) আর ভেঙ্কটারামানিকে মে মাস পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্ট । তাঁকে প্রধান বিচারপতি বলেছেন, বিষয়টিকে দুটি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে ৷ এক, এমন কোনও বিকল্প পদ্ধতি আছে কি না, যা মানব মর্যাদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ । দুই, কোনও বিকল্প পদ্ধতি না থাকলেও, এই পদ্ধতি কি সন্তোষজনক যাতে তা বহাল রাখা যায় !"
বেঞ্চ আরও যোগ করেছে যে, প্রযুক্তির পরিবর্তন বা আরও ভালো বিজ্ঞানের প্রাপ্যতা ফাঁসি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য একটি ভিত্তি তৈরি করে ৷ তবে আদালতের অবশ্যই কিছু অন্তর্নিহিত ডেটা থাকতে হবে ।