ETV Bharat / bharat

ভারভারা রাওয়ের বয়স ও শারীরিক অবস্থা বিচার করা হোক, মত বোম্বে হাইকোর্টের - বোম্বে হাইকোর্ট

ভারভারা রাওয়ের স্ত্রী হেমলতা রাও স্বামীর শারীরিক অবস্থার কথা জানিয়ে মুম্বই হাইকোর্টে জামিনের আবেদন করেন ৷ সেই মামলার শুনানিতেই মহারাষ্ট্র সরকার ও এনআইএ-কে উল্লেখ করে আদালত বলে, ভারভারা রাওয়ের বয়স ও শরীরিক অবস্থার কথা একবার ভেবে দেখা হোক ৷

consider-raos-age-health-while-making-submissions-hc-to-nia
ভারভারা রাওয়ের বয়য় ও শারীরিক অবস্থা বিচার করা হোক, মত বোম্বে হাইকোর্টের
author img

By

Published : Jan 13, 2021, 6:46 PM IST

মুম্বই, 13 জ়ানুয়ারি : ভারভারা রাওয়ের বয়স ও শারীরিক অবস্থার কথা ভেবে কিছুটা নরম মনোভাব দেখাক এনআইএ ও মহারাষ্ট্র সরকার ৷ আজ সমাজকর্মী ভারভারা রাওয়ের জামিন সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই বলল বোম্বে হাইকোর্ট ৷ এলগার পরিষদ মাওবাদী যোগের অভিযোগে 2018 সালে ভারভারা রাওকে গ্রেপ্তার করে এনআইএ ৷ বর্তমানে তিনি মুম্বইয়ের নানাবতী হাসাপাতালে চিকিৎসাধীন ৷

ভারভারা রাওয়ের স্ত্রী হেমলতা রাও স্বামীর শারীরিক অবস্থার কথা জানিয়ে মুম্বই হাইকোর্টে জামিনের আবেদন করেন ৷ সেই মামলার শুনানিতেই মহারাষ্ট্র সরকার ও এনআইএ-কে উল্লেখ করে আদালত বলে, ভারভারা রাওয়ের বয়স ও শরীরিক অবস্থার কথা একবার ভেবে দেখা হোক ৷ এদিন আদালত তার বক্তব্য়ে জানায়, ‘‘আবেদনকারীর বয়স 88 বছর ৷ তাঁর বয়স ও শারীরিক অবস্থার কথা ভাবা হোক ৷ জামিনের আবেদনের সঙ্গে, তাঁর স্বাস্থ্য় সংক্রান্ত তথ্য়ও দেওয়া হোক ৷ আমরা সবাই মানুষ ৷’’

আরও পড়ুন : গো-হত্যা বিরোধী আইনে কর্নাটকে প্রথম গ্রেপ্তার

এর আগে গত বছর জুলাই মাসে কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ভারভারা রাওয়ের ৷ সেই সময় তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৷ সুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে, নবি মুম্বইয়ের তালোজা জেলে পাঠানো হয় ভারভারা রাওকে ৷ তার কয়েক মাসের মধ্য়ে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে ৷

মুম্বই, 13 জ়ানুয়ারি : ভারভারা রাওয়ের বয়স ও শারীরিক অবস্থার কথা ভেবে কিছুটা নরম মনোভাব দেখাক এনআইএ ও মহারাষ্ট্র সরকার ৷ আজ সমাজকর্মী ভারভারা রাওয়ের জামিন সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই বলল বোম্বে হাইকোর্ট ৷ এলগার পরিষদ মাওবাদী যোগের অভিযোগে 2018 সালে ভারভারা রাওকে গ্রেপ্তার করে এনআইএ ৷ বর্তমানে তিনি মুম্বইয়ের নানাবতী হাসাপাতালে চিকিৎসাধীন ৷

ভারভারা রাওয়ের স্ত্রী হেমলতা রাও স্বামীর শারীরিক অবস্থার কথা জানিয়ে মুম্বই হাইকোর্টে জামিনের আবেদন করেন ৷ সেই মামলার শুনানিতেই মহারাষ্ট্র সরকার ও এনআইএ-কে উল্লেখ করে আদালত বলে, ভারভারা রাওয়ের বয়স ও শরীরিক অবস্থার কথা একবার ভেবে দেখা হোক ৷ এদিন আদালত তার বক্তব্য়ে জানায়, ‘‘আবেদনকারীর বয়স 88 বছর ৷ তাঁর বয়স ও শারীরিক অবস্থার কথা ভাবা হোক ৷ জামিনের আবেদনের সঙ্গে, তাঁর স্বাস্থ্য় সংক্রান্ত তথ্য়ও দেওয়া হোক ৷ আমরা সবাই মানুষ ৷’’

আরও পড়ুন : গো-হত্যা বিরোধী আইনে কর্নাটকে প্রথম গ্রেপ্তার

এর আগে গত বছর জুলাই মাসে কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ভারভারা রাওয়ের ৷ সেই সময় তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৷ সুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে, নবি মুম্বইয়ের তালোজা জেলে পাঠানো হয় ভারভারা রাওকে ৷ তার কয়েক মাসের মধ্য়ে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.