ETV Bharat / bharat

Karnataka Cow Urine Row: 'বিজেপিকে তাড়িয়ে গোমুত্র দিয়ে কর্নাটক বিধানসভা শুদ্ধিকরণ হবে', মন্তব্য ডি কে শিবকুমারের - সিদ্দারামাইয়া সরকারের 35 হাজার কোটি টাকার তছরুপ

কর্নাটক বিধানসভা ডেটল দিয়ে পরিষ্কার এবং গোমূত্র দিয়ে শুদ্ধিকরণের (Karnataka Cow Urine Row) কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বোম্মাই সরকারের আনা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে একথা বলেন তিনি ৷

Karnataka Cow Urine Row ETV BHARAT
Karnataka Cow Urine Row
author img

By

Published : Jan 25, 2023, 1:49 PM IST

বেঙ্গালুরু, 25 জানুয়ারি: সামনেই 224 আসনের কর্নাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election 2023) ৷ আর ভোটের আবহকে আরও উত্তপ্ত করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (DK Shivakumar) ৷ তিনি বলেন, "আমরা বিধান সৌধ ডেটল দিয়ে ধোয়াব ৷ আর শুদ্ধিকরণের জন্য আমার কাছে গোমুত্র রয়েছে (Purify Karnataka Assembly With Cow Urine) ৷" শিবকুমারের এই মন্তব্যের পরেই সরগরম কর্নাটকের রাজনৈতিক আবহ ৷ নির্বাচনী আবহে যা নিয়ে শুরু হয়েছে প্রবল তরজা ৷

উল্লেখ্য, ভোটের আগে শাসক বিজেপি শিবিরের তরফে সিদ্দারামাইয়া সরকারের 35 হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ করা হয়েছে ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি । কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা সিদ্দারামাইয়াও ছিলেন সেখানে ৷ বিজেপির উদ্দেশ্যে শিবকুমার বলেন, "আগের কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বোম্মাই এবং তাঁর মন্ত্রীরা মিথ্যে অভিযোগ করছেন ৷" তাঁর কথায়,"আপনার (বাসবরাজ বোম্মাই) সরকারের আর 40-45 দিন আছে ৷ যা নেওয়ার নিয়ে তাঁবু গোটাতে শুরু করুন ৷ আমরা ডেটল নিয়ে যাব বিধান সৌধ পরিষ্কার করতে ৷ শুদ্ধিকরণের জন্য আমার কাছে কিছু গোমুত্র রয়েছে ৷ লোকজন এই শয়তান সরকারের পতন চায় ৷ বোম্মাই আপনার মন্ত্রীদের বলুন দ্রত তলপি-তলপা গুটিয়ে নিতে ৷"

  • There're only 40-45 days left for your govt. It's time to pack your tents. We'll clean Vidhana Soudha with Dettol. I also have cow urine for purification, this evil govt should go. That's what people want. Bommai, tell your ministers to pack up: Karnataka Cong chief DK Shivakumar pic.twitter.com/qACqFij6Gc

    — ANI (@ANI) January 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত সোমবার কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী কে সুধাকর ক্যাগ (CAG) রিপোর্ট উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে 'ট্রেন্ডসিওর' প্রজেক্টে দুর্নীতির অভিযোগ এনেছেন ৷ এমনকী লোকায়ুক্তে সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বাসবরাজ বোম্মাইয়ের বিজেপি সরকার ৷ অভিযোগ, কংগ্রেস সরকার তাদের আমলে 'ট্রেন্ডসিওর' প্রজেক্টে 35 হাজার কোটি টাকার দুর্নীতি করেছে ৷

আরও পড়ুন: দলীয় অনুষ্ঠানে মেলেনি বসার চেয়ার, কর্মীর দিকে পাথর ছুড়লেন মন্ত্রী

যদিও, এই অভিযোগকে মিথ্যে দাবি করে শিবকুমারের পালটাপ্রশ্ন ,"সাড়ে তিন বছর ধরে বাসবরাজ সরকার কী করছিল ? তাঁরা ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন এই ঘটনার তদন্ত করেনি?" এমনকী এ নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছেন সিদ্দারামাইয়া ৷

বেঙ্গালুরু, 25 জানুয়ারি: সামনেই 224 আসনের কর্নাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election 2023) ৷ আর ভোটের আবহকে আরও উত্তপ্ত করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (DK Shivakumar) ৷ তিনি বলেন, "আমরা বিধান সৌধ ডেটল দিয়ে ধোয়াব ৷ আর শুদ্ধিকরণের জন্য আমার কাছে গোমুত্র রয়েছে (Purify Karnataka Assembly With Cow Urine) ৷" শিবকুমারের এই মন্তব্যের পরেই সরগরম কর্নাটকের রাজনৈতিক আবহ ৷ নির্বাচনী আবহে যা নিয়ে শুরু হয়েছে প্রবল তরজা ৷

উল্লেখ্য, ভোটের আগে শাসক বিজেপি শিবিরের তরফে সিদ্দারামাইয়া সরকারের 35 হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ করা হয়েছে ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি । কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা সিদ্দারামাইয়াও ছিলেন সেখানে ৷ বিজেপির উদ্দেশ্যে শিবকুমার বলেন, "আগের কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বোম্মাই এবং তাঁর মন্ত্রীরা মিথ্যে অভিযোগ করছেন ৷" তাঁর কথায়,"আপনার (বাসবরাজ বোম্মাই) সরকারের আর 40-45 দিন আছে ৷ যা নেওয়ার নিয়ে তাঁবু গোটাতে শুরু করুন ৷ আমরা ডেটল নিয়ে যাব বিধান সৌধ পরিষ্কার করতে ৷ শুদ্ধিকরণের জন্য আমার কাছে কিছু গোমুত্র রয়েছে ৷ লোকজন এই শয়তান সরকারের পতন চায় ৷ বোম্মাই আপনার মন্ত্রীদের বলুন দ্রত তলপি-তলপা গুটিয়ে নিতে ৷"

  • There're only 40-45 days left for your govt. It's time to pack your tents. We'll clean Vidhana Soudha with Dettol. I also have cow urine for purification, this evil govt should go. That's what people want. Bommai, tell your ministers to pack up: Karnataka Cong chief DK Shivakumar pic.twitter.com/qACqFij6Gc

    — ANI (@ANI) January 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত সোমবার কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী কে সুধাকর ক্যাগ (CAG) রিপোর্ট উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে 'ট্রেন্ডসিওর' প্রজেক্টে দুর্নীতির অভিযোগ এনেছেন ৷ এমনকী লোকায়ুক্তে সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বাসবরাজ বোম্মাইয়ের বিজেপি সরকার ৷ অভিযোগ, কংগ্রেস সরকার তাদের আমলে 'ট্রেন্ডসিওর' প্রজেক্টে 35 হাজার কোটি টাকার দুর্নীতি করেছে ৷

আরও পড়ুন: দলীয় অনুষ্ঠানে মেলেনি বসার চেয়ার, কর্মীর দিকে পাথর ছুড়লেন মন্ত্রী

যদিও, এই অভিযোগকে মিথ্যে দাবি করে শিবকুমারের পালটাপ্রশ্ন ,"সাড়ে তিন বছর ধরে বাসবরাজ সরকার কী করছিল ? তাঁরা ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন এই ঘটনার তদন্ত করেনি?" এমনকী এ নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছেন সিদ্দারামাইয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.