ETV Bharat / bharat

Congress President Election: পরিবর্তন-প্রতিশ্রুতি থারুরের, দলিত খাড়গে গান্ধি-অনুগামী, কার হাতে কংগ্রেস ? - congress president election result news updates

আজ ভোটগণনা ৷ না, দেশের কোনও বিধানসভা এমনকী কোনও স্থানীয় প্রশাসনেরও ভোট নয় । ব্রিটিশ ভারতে জন্ম কংগ্রেসের গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি নির্বাচনের ভোটগণনা ৷ শশী থারুর নাকি মল্লিকার্জুন খাড়গে শেষ হাসি কে হাসবেন (Congress President Election Result) ?

Congress President Election
ETV Bharat
author img

By

Published : Oct 19, 2022, 10:46 AM IST

Updated : Oct 19, 2022, 11:22 AM IST

নয়াদিল্লি, 19 অক্টোবর: আজ সেই ঐতিহাসিক দিন ৷ দেশের 137 বছরের প্রাচীন দলটির সভাপতির নাম ঘোষণা হবে ৷ 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছে ৷ দুই প্রবীণ প্রার্থী শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গের মধ্যে কে হবেন সোনিয়া গান্ধী-পরবর্তী প্রধান ? তা জানতে সারা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে ৷ ভোটগণনা যে মুহূর্তে শেষ হবে তখনই জানা যাবে 25 বছর পর গান্ধি পরিবারের সদস্য নয়, এমন কার হাতে ভরসা করছেন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা ও অন্য নেতা-কর্মীরা ৷ কংগ্রেসের জন্মলগ্ন থেকে এটি ষষ্ঠ নির্বাচন (Fate of Congress President to decide today) ৷

সকাল 10টা থেকে দিল্লিতে কংগ্রেসের এআইসিসি সদর দফতরে ভোটগণনা শুরু হবে ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistry) দলীয় সদর দফতরে পৌঁছে গিয়েছেন ৷ অশীতিপর সভাপতি প্রার্থী মল্লিকার্জুন খাড়গের কাউন্টিং এজেন্ট গৌরব গগৈও (Gaurav Gogoi, counting agent of the party's presidential candidate Mallikarjun Kharge) এসেছেন ৷

দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা ব্যালট পেপারগুলি একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে ৷ যাতে কেউ জানতে না পারেন যে, কোনও নির্দিষ্ট রাজ্য থেকে খাড়গে বা থারুর কত ভোট পেয়েছেন ? সূত্রে জানা গিয়েছে, 9 হাজার 915 জন কংগ্রেস সদস্য ভোট দিয়েছেন। সভাপতি নির্বাচনে মোট ভোটারের 96 শতাংশই ভোট দিয়েছেন (Congress President Election Result) ৷

আরও পড়ুন: হাতের দায়িত্বে কে ? কয়েকঘণ্টা বাদেই সভাপতি বেছে নেবে কংগ্রেস

বিজেপির প্রধান বিরোধী কংগ্রেস ৷ যদিও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্রমশ তার গুরুত্ব হারাচ্ছে ৷ এরইমধ্যে আসছে 2024 সালের লোকসভা নির্বাচন ৷ তার আগে এই সভাপতি নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ ৷ প্রায় 24 বছর পর গান্ধি পরিবার হাতের দায়িত্ব ছাড়ছে ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর জি-23 গোষ্ঠীভুক্ত ৷ তিনি দলের তৃণমূল স্তর থেকে বদল চান ৷ তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা বেশি ৷ আরেকদিকে অশীতিপর খাড়গে সোনিয়া গান্ধির বিশ্বস্ত, অনুগামী ৷ বহু প্রবীণ নেতার ভরসা 50 বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসে থাকা দলিত নেতা ৷ অনেকেই মনে করছেন, খাড়গে এই সভাপতি দৌড়ে এগিয়ে আছেন ৷ তিনি সভাপতি নির্বাচিত হলে দলের রাশ সেই গান্ধিদের হাতেই থাকবে ৷

নয়াদিল্লি, 19 অক্টোবর: আজ সেই ঐতিহাসিক দিন ৷ দেশের 137 বছরের প্রাচীন দলটির সভাপতির নাম ঘোষণা হবে ৷ 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছে ৷ দুই প্রবীণ প্রার্থী শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গের মধ্যে কে হবেন সোনিয়া গান্ধী-পরবর্তী প্রধান ? তা জানতে সারা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে ৷ ভোটগণনা যে মুহূর্তে শেষ হবে তখনই জানা যাবে 25 বছর পর গান্ধি পরিবারের সদস্য নয়, এমন কার হাতে ভরসা করছেন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা ও অন্য নেতা-কর্মীরা ৷ কংগ্রেসের জন্মলগ্ন থেকে এটি ষষ্ঠ নির্বাচন (Fate of Congress President to decide today) ৷

সকাল 10টা থেকে দিল্লিতে কংগ্রেসের এআইসিসি সদর দফতরে ভোটগণনা শুরু হবে ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistry) দলীয় সদর দফতরে পৌঁছে গিয়েছেন ৷ অশীতিপর সভাপতি প্রার্থী মল্লিকার্জুন খাড়গের কাউন্টিং এজেন্ট গৌরব গগৈও (Gaurav Gogoi, counting agent of the party's presidential candidate Mallikarjun Kharge) এসেছেন ৷

দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা ব্যালট পেপারগুলি একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে ৷ যাতে কেউ জানতে না পারেন যে, কোনও নির্দিষ্ট রাজ্য থেকে খাড়গে বা থারুর কত ভোট পেয়েছেন ? সূত্রে জানা গিয়েছে, 9 হাজার 915 জন কংগ্রেস সদস্য ভোট দিয়েছেন। সভাপতি নির্বাচনে মোট ভোটারের 96 শতাংশই ভোট দিয়েছেন (Congress President Election Result) ৷

আরও পড়ুন: হাতের দায়িত্বে কে ? কয়েকঘণ্টা বাদেই সভাপতি বেছে নেবে কংগ্রেস

বিজেপির প্রধান বিরোধী কংগ্রেস ৷ যদিও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্রমশ তার গুরুত্ব হারাচ্ছে ৷ এরইমধ্যে আসছে 2024 সালের লোকসভা নির্বাচন ৷ তার আগে এই সভাপতি নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ ৷ প্রায় 24 বছর পর গান্ধি পরিবার হাতের দায়িত্ব ছাড়ছে ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর জি-23 গোষ্ঠীভুক্ত ৷ তিনি দলের তৃণমূল স্তর থেকে বদল চান ৷ তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা বেশি ৷ আরেকদিকে অশীতিপর খাড়গে সোনিয়া গান্ধির বিশ্বস্ত, অনুগামী ৷ বহু প্রবীণ নেতার ভরসা 50 বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসে থাকা দলিত নেতা ৷ অনেকেই মনে করছেন, খাড়গে এই সভাপতি দৌড়ে এগিয়ে আছেন ৷ তিনি সভাপতি নির্বাচিত হলে দলের রাশ সেই গান্ধিদের হাতেই থাকবে ৷

Last Updated : Oct 19, 2022, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.