নয়াদিল্লি, 27 জুলাই: সোনিয়া গান্ধি (Sonia Gandhi) 'সত্য', 'বিশ্বাস', 'সাহস' ও 'ভালোবাসা'-র প্রতীক ! 'ন্যাশনাল হেরাল্ড' মামলার (National Herald Case) তদন্তে ইডি (Enforcement Directorate)-এর মোকাবিলায় নতুন কৌশলে 'মাঠে নামল' জাতীয় কংগ্রেস ৷ ইতিমধ্য়েই তিন দফায় দিল্লিতে ইডি (ED)-এর দফতরে হাজিরা দিয়েছেন সোনিয়া ৷ বুধবার তৃতীয় দফার এই সম্মুখ সাক্ষাতে টানা প্রায় তিনঘণ্টা সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ আর তারপরই সোশ্য়াল মিডিয়ায় সোনিয়ার সমর্থনে নতুন কায়দায় প্রচার শুরু করে কংগ্রেস ৷ সোনিয়ার ছবি-সহ একাধিক ডিজিট্যাল পোস্টার তৈরি করে তা তাদের অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেলে পোস্ট করে তারা ৷ কংগ্রেসের এই উদ্যোগ নজর কেড়েছে নেটিজেনদের ৷ তাতে সোনিয়ার প্রতি সমর্থন যেমন রয়েছে, তেমনই রয়েছে সমালোচনা আর বিদ্রুপ !
এদিন এই সংক্রান্ত প্রথম পোস্টটিতে লেখা হয়েছে, সোনিয়া গান্ধি সত্যের পক্ষে রয়েছেন ৷ ওই একই পোস্টারে ইডি-কে রাজনৈতিক স্বার্থ পূরণের কাজে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে ৷ পরের পোস্টারে দাবি করা হয়েছে, সোনিয়ার উপর লক্ষ লক্ষ ভারতীয়র বিশ্বাস রয়েছে ৷ তৃতীয় পোস্টারে কংগ্রেসের বক্তব্য, অত্য়াচারী বিজেপি-র শাসনের বিরুদ্ধে সোনিয়া গান্ধি সাহসের সঙ্গে লড়াই করছেন ৷ চতুর্থ পোস্টরে সোনিয়ার একক ছবির সঙ্গে অন্য একটি ছবিতে তাঁর দুই সন্তানকেও দেখা যাচ্ছে ৷ সেখানে বার্তা দেওয়া হয়েছে, যাঁরা প্রতি পদে তাঁর পাশে রয়েছেন, তাঁদের ভালোবাসাকে সম্মান জানাতে সদা প্রস্তুত রয়েছেন সোনিয়া ৷ আর পঞ্চম পোস্টারে দাবি করা হয়েছে, সোনিয়ার সঙ্গে সমগ্র কংগ্রেস পরিবারের সমর্থন রয়েছে ৷
-
Smt. Sonia Gandhi stands with the entire Congress family, and the entire Congress family stands with her. #StandWithSoniaGandhi pic.twitter.com/hPsKuknHoP
— Congress (@INCIndia) July 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Smt. Sonia Gandhi stands with the entire Congress family, and the entire Congress family stands with her. #StandWithSoniaGandhi pic.twitter.com/hPsKuknHoP
— Congress (@INCIndia) July 27, 2022Smt. Sonia Gandhi stands with the entire Congress family, and the entire Congress family stands with her. #StandWithSoniaGandhi pic.twitter.com/hPsKuknHoP
— Congress (@INCIndia) July 27, 2022
আরও পড়ুন: Supreme Court on ED: আর্থিক তছরুপে গ্রেফতার করতে পারে ইডি, অধিকার বহাল সুপ্রিম কোর্টে
প্রসঙ্গত, ন্য়াশনাল হেরাল্ড মামলায় সোনিয়ার পাশাপাশি তাঁর ছেলে তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকেও (Rahul Gandhi) দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ এই ঘটনার প্রেক্ষিতে 'আর্থিক তছরুপ প্রতিরোধ আইন' (Money Laundering Act) বা পিএমএলএ (PMLA)-এর অপপ্রয়োগের অভিযোগ তুলেছে কংগ্রেস ৷ সলমন খুরশিদ-সহ দলের একাধিক নেতা এর জন্য বিজেপি-কেই কাঠগড়ায় তুলেছেন ৷
-
BJP is afraid of the truth, that is why they are turning to the ED to try to crush it.
— Congress (@INCIndia) July 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
But they will fail. #StandWithSoniaGandhi pic.twitter.com/4kuEM9fIHb
">BJP is afraid of the truth, that is why they are turning to the ED to try to crush it.
— Congress (@INCIndia) July 27, 2022
But they will fail. #StandWithSoniaGandhi pic.twitter.com/4kuEM9fIHbBJP is afraid of the truth, that is why they are turning to the ED to try to crush it.
— Congress (@INCIndia) July 27, 2022
But they will fail. #StandWithSoniaGandhi pic.twitter.com/4kuEM9fIHb
এদিকে, এদিনই সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিয়েছে, পিএমএলএ-র আওতায় আর্থিক তছরুপ সংক্রান্ত তদন্তে ইডি যেসমস্ত অধিকার বা ক্ষমতা লাভ করেছে, তা বলবৎ থাকবে ৷ প্রসঙ্গত, আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি-র গ্রেফতার, জিজ্ঞাসাবাদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা লোপ করার দাবিতে মামলা রুজু হয়েছিল শীর্ষ আদালতে ৷ এদিন সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এর ফলে সোনিয়া-রাহুল থেকে শুরু করে বাংলার পার্থ চট্টোপাধ্য়ায়ের মতো হেভিওয়েট রাজনীতিকদের বিড়ম্বনা বাড়বে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷
এই প্রেক্ষাপটে একমাত্র জনমত গড়েই বিজেপি-কে পালটা রাজনৈতিক লড়াই দেওয়া সম্ভব বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব ৷ সেই কারণেই সোনিয়াকে নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে তারা এই নতুন প্রচার শুরু করল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ৷