ETV Bharat / bharat

Congress over Manipur: মণিপুরে পাঁচদিন সম্পূর্ণ কার্ফু, মোদি সরকারকে আক্রমণ কংগ্রেসের - মণিপুর

মণিপুরের অবস্থা স্বাভাবিক বলেই দাবি করেছে কেন্দ্রীয় সরকার ৷ এদিকে পাঁচদিনের কার্ফু জারির কথা জানিয়েছে সরকারি আধিকারিক ৷ এ নিয়ে বুধবার মোদি সরকারকে আক্রমণ করল কংগ্রেস ৷

ETV Bharat
মণিপুরে কার্ফু
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 2:13 PM IST

ইম্ফল, 6 সেপ্টেম্বর: দেশে জি-20 শীর্ষ সম্মেলন হবে ৷ তার প্রস্তুতি তুঙ্গে ৷ রাজধানী যখন রাষ্ট্র নায়কদের অভর্থ্যনা জানাতে সেজে উঠছে, সেই সময় কার্ফু জারি করা হল উত্তর-পূর্বে ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, নিরাপত্তার কথা ভেবে মণিপুরের উপত্যকার পাঁচটি জেলায় দিনভর কার্ফু জারি করা হয়েছে ৷ মঙ্গলবার বিকেলে এক সরকারি আধিকারিক এই খবর জানিয়েছেন ৷

এই ঘটনায় বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস ৷ দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সামাজিক মাধ্যমে লেখেন, "নয়াদিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন হবে ৷ এদিকে আগামী 5দিন ইম্ফল উপত্যকায় 5টি জেলায় পুরো কার্ফু জারি করেছে সরকার ৷"

ইম্ফলের বিষ্ণুপুর, কাকচিং, থৌবাল, পূর্ব ও পশ্চিম ইম্ফলে এখন সকাল 5টায় কার্ফু তুলে নেওয়া হয় ৷ প্রতিদিন সন্ধ্যা 6টা পর্যন্ত স্বাভাবিকই থাকে জনজীবন ৷ এবার সেই ছন্দপতন হল ৷ এদিকে বুধবার সরকারি সূত্রে জানা গিয়েছে, বিষ্ণপুরের ফৌগাকচো ইখাইয়ে সেনার ব্যারিকেড সরানোর ডাক দিয়েছে একটি সংগঠন ৷

  • G20 is happening in New Delhi while all 5 districts of Imphal Valley will be under full curfew for the next 5 days. The cycle of violence continues even after 4 months, but for Modi Sarkar’s double engine Sarkar the situation is ‘normal’ in Manipur.https://t.co/hBGvUycs27

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অখণ্ড মণিপুরের কোঅর্ডিনেশন কমিটি বা সিওসিওএমআই এবং তার মহিলা শাখাটি উপত্যকা জেলাগুলির বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে, চুরাচাঁদপুর থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গায় সেনার ব্যারিকেড সরাতে হবে ৷ তার আগেই কার্ফু জারি করল সরকার ৷

এই ঘটনায় বুধবার কংগ্রেস মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে ৷ চার মাস কেটে গেলেও এখনও সেখানে হিংসার ঘটনা ঘটছে ৷ এদিকে মোদি সরকার দাবি করছে, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক ৷ জয়রাম রমেশ, এক্সে (টুইটার) লেখেন, "নয়াদিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন হচ্ছে ৷ এদিকে ইম্ফল উপত্যকার পাঁচটি জেলায় আগামী 5 দিন পুরো কার্ফু জারি করা হয়েছে ৷ 4 মাস পরেও এই হিংসার ঘটনা চলছে ৷ এদিকে মোদি সরকারের ডবল ইঞ্জিনের জন্য মণিপুরের অবস্থা স্বাভাবিকই রয়েছে ৷"

আরও পড়ুন: ফের উত্তেজনা মণিপুরে, পাঁচটি বাড়িতে আগুন দুষ্কৃতীদের

3 মে থেকে মণিপুরে অশান্তির ঘটনায় 160 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ৷ ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার ৷ হিন্দু মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার দাবির বিরোধিতা করে কুকি সম্প্রদায় ৷ 3 মে বিক্ষুব্ধ কুকিরা একটি প্রতিবাদ মিছিল করে ৷ সেই থেকে হিংসার শুরু ৷ মণিপুরের জনসংখ্যার 53 শতাংশ মেইতেই এবং 40 শতাংশ কুকি জনজাতির ৷

ইম্ফল, 6 সেপ্টেম্বর: দেশে জি-20 শীর্ষ সম্মেলন হবে ৷ তার প্রস্তুতি তুঙ্গে ৷ রাজধানী যখন রাষ্ট্র নায়কদের অভর্থ্যনা জানাতে সেজে উঠছে, সেই সময় কার্ফু জারি করা হল উত্তর-পূর্বে ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, নিরাপত্তার কথা ভেবে মণিপুরের উপত্যকার পাঁচটি জেলায় দিনভর কার্ফু জারি করা হয়েছে ৷ মঙ্গলবার বিকেলে এক সরকারি আধিকারিক এই খবর জানিয়েছেন ৷

এই ঘটনায় বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস ৷ দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সামাজিক মাধ্যমে লেখেন, "নয়াদিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন হবে ৷ এদিকে আগামী 5দিন ইম্ফল উপত্যকায় 5টি জেলায় পুরো কার্ফু জারি করেছে সরকার ৷"

ইম্ফলের বিষ্ণুপুর, কাকচিং, থৌবাল, পূর্ব ও পশ্চিম ইম্ফলে এখন সকাল 5টায় কার্ফু তুলে নেওয়া হয় ৷ প্রতিদিন সন্ধ্যা 6টা পর্যন্ত স্বাভাবিকই থাকে জনজীবন ৷ এবার সেই ছন্দপতন হল ৷ এদিকে বুধবার সরকারি সূত্রে জানা গিয়েছে, বিষ্ণপুরের ফৌগাকচো ইখাইয়ে সেনার ব্যারিকেড সরানোর ডাক দিয়েছে একটি সংগঠন ৷

  • G20 is happening in New Delhi while all 5 districts of Imphal Valley will be under full curfew for the next 5 days. The cycle of violence continues even after 4 months, but for Modi Sarkar’s double engine Sarkar the situation is ‘normal’ in Manipur.https://t.co/hBGvUycs27

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অখণ্ড মণিপুরের কোঅর্ডিনেশন কমিটি বা সিওসিওএমআই এবং তার মহিলা শাখাটি উপত্যকা জেলাগুলির বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে, চুরাচাঁদপুর থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গায় সেনার ব্যারিকেড সরাতে হবে ৷ তার আগেই কার্ফু জারি করল সরকার ৷

এই ঘটনায় বুধবার কংগ্রেস মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে ৷ চার মাস কেটে গেলেও এখনও সেখানে হিংসার ঘটনা ঘটছে ৷ এদিকে মোদি সরকার দাবি করছে, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক ৷ জয়রাম রমেশ, এক্সে (টুইটার) লেখেন, "নয়াদিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন হচ্ছে ৷ এদিকে ইম্ফল উপত্যকার পাঁচটি জেলায় আগামী 5 দিন পুরো কার্ফু জারি করা হয়েছে ৷ 4 মাস পরেও এই হিংসার ঘটনা চলছে ৷ এদিকে মোদি সরকারের ডবল ইঞ্জিনের জন্য মণিপুরের অবস্থা স্বাভাবিকই রয়েছে ৷"

আরও পড়ুন: ফের উত্তেজনা মণিপুরে, পাঁচটি বাড়িতে আগুন দুষ্কৃতীদের

3 মে থেকে মণিপুরে অশান্তির ঘটনায় 160 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ৷ ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার ৷ হিন্দু মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার দাবির বিরোধিতা করে কুকি সম্প্রদায় ৷ 3 মে বিক্ষুব্ধ কুকিরা একটি প্রতিবাদ মিছিল করে ৷ সেই থেকে হিংসার শুরু ৷ মণিপুরের জনসংখ্যার 53 শতাংশ মেইতেই এবং 40 শতাংশ কুকি জনজাতির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.