ETV Bharat / bharat

Congress Bharat Jodo Yatra: মোদির মন কি বাত নয়, মানুষের কথা শুনতে চায় দল, ভারত জোড়ো যাত্রার আগে বার্তা কংগ্রেসের - এআইসিসি

মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে আগামিকাল থেকে ভারত জোড়ো যাত্রা (Congress Bharat Jodo Yatra) শুরু করছে কংগ্রেস ৷ তার আগে রাহুল গান্ধির (Rahul Gandhi) দলের বার্তা, মোদির মন কি বাত নয়, মানুষের কথা শুনতে চায় দল ৷ লিখেছেন ইটিভি ভারতের অমিত অগ্নিহোত্রী ৷

Congress says Party will Hear Jann ki Baat not indulge in Mann ki Baat
Congress Bharat Jodo Yatra: মোদির মন কি বাত নয়, মানুষের কথা শুনতে চায় দল, ভারত জোড়ো যাত্রার আগে বার্তা কংগ্রেসের
author img

By

Published : Sep 6, 2022, 7:13 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Congress Bharat Jodo Yatra) শুরু হচ্ছে আগামিকাল, বুধবার ৷ তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে ওই যাত্রা শুরু হচ্ছে ৷ প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পেরিয়ে কাশ্মীরে শেষ হবে এই যাত্রা ৷

কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে এই যাত্রার মাধ্যমে তারা দেশবাসীর কথা শুনবে৷ দেশবাসীর উপর নিজের মত চাপিয়ে দিতে চায় না তারা ৷ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) এই যাত্রার বেশির ভাগ অংশেই থাকবেন ৷

তাঁর সঙ্গে যোগ দেবেন 118 জন কংগ্রেস নেতা ৷ ওই নেতাদের ভারত যাত্রী (Bharat Yatri) নাম দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে ৷ এই ভারত যাত্রীরা দিনে দু’বার পদযাত্রা করবেন ৷ প্রথম ভাগে সকালে 3 থেকে 4 ঘণ্টা হাঁটবেন ৷ তার পর সন্ধ্যায় আবার তিন থেকে চার ঘণ্টা পদযাত্রায় অংশ নেবেন ৷

এআইসিসি (AICC)-র সম্পাদক জেডি সালিম ইটিভি ভারতকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যেমন একতরফা মন কি বাত (Mann ki Baat) করেন, তেমন কংগ্রেস করবে না ৷ জন কি বাত (Jan ki Baat) শুনবে কংগ্রেস ৷ তিনি আরও জানান, দেশের মানুষের কথা ও সমস্যা শোনা হবে এই যাত্রার মাধ্যমে ৷

কংগ্রেসের তরফে জানা গিয়েছে, সকালে দলের নেতা-কর্মী অন্তত 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন ৷ তার মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ তাঁদের সমস্যার কথা শুনবেন ৷

অন্যদিকে বিকেলে 8 কিলোমিটার পদযাত্রা করা হবে কংগ্রেসের তরফে সেখানে প্রায় 20 হাজার মানুষের সমাবেশ করা রোজ ৷ সেখানেও সাধারণ মানুষের মতামত নেওয়া হবে দেশের সমস্যা সম্পর্কে ৷ রাহুল গান্ধি বিকেলের সময় নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন বলে কংগ্রেসের তরফে জানা গিয়েছে ৷

কংগ্রেস থেকে জানা গিয়েছে, রাহুল গান্ধি এর আগে এমন পদযাত্রায় অংশগ্রহণ করেছেন ৷ পশ্চিম উত্তরপ্রদেশে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে তিনি পদযাত্রায় অংশ নিয়েছিলেন ৷ এছাড়া ব্যক্তিগতভাবে উত্তরাখণ্ডের কেদারনাথ, জম্মু ও কাশ্মীরের বৈষ্ণাদেবী এবং চিনের মাউন্ট কৈলাসে পায়ে হেঁটে ঘুরেছেন তিনি ৷

কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, এই ধরনের পদযাত্রা নজিরবিহীন ৷ যে সমস্ত রাজ্যে এই পদযাত্রা হবে না ৷ সেখানে রাজ্য সভাপতিদের জেলাস্তরে কয়েক মাসের মধ্যে 75 কিমি যাত্রা আয়োজন করতে বলা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে পর্যুদস্ত কংগ্রেস ৷ বিভিন্ন রাজ্যেও বিজেপির কাছে হারতে হয়েছে রাহুল-সোনিয়ার (Sonia Gandhi) দলকে ৷ সেখান থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) ঘুরে দাঁড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কিন্তু এই কর্মসূচি কি আদৌ কার্যকরী হবে, সেটাই এখন দেখার !

আরও পড়ুন : দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে দেখা করবেন ইয়েচুরি-রাজার সঙ্গে

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Congress Bharat Jodo Yatra) শুরু হচ্ছে আগামিকাল, বুধবার ৷ তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে ওই যাত্রা শুরু হচ্ছে ৷ প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পেরিয়ে কাশ্মীরে শেষ হবে এই যাত্রা ৷

কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে এই যাত্রার মাধ্যমে তারা দেশবাসীর কথা শুনবে৷ দেশবাসীর উপর নিজের মত চাপিয়ে দিতে চায় না তারা ৷ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) এই যাত্রার বেশির ভাগ অংশেই থাকবেন ৷

তাঁর সঙ্গে যোগ দেবেন 118 জন কংগ্রেস নেতা ৷ ওই নেতাদের ভারত যাত্রী (Bharat Yatri) নাম দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে ৷ এই ভারত যাত্রীরা দিনে দু’বার পদযাত্রা করবেন ৷ প্রথম ভাগে সকালে 3 থেকে 4 ঘণ্টা হাঁটবেন ৷ তার পর সন্ধ্যায় আবার তিন থেকে চার ঘণ্টা পদযাত্রায় অংশ নেবেন ৷

এআইসিসি (AICC)-র সম্পাদক জেডি সালিম ইটিভি ভারতকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যেমন একতরফা মন কি বাত (Mann ki Baat) করেন, তেমন কংগ্রেস করবে না ৷ জন কি বাত (Jan ki Baat) শুনবে কংগ্রেস ৷ তিনি আরও জানান, দেশের মানুষের কথা ও সমস্যা শোনা হবে এই যাত্রার মাধ্যমে ৷

কংগ্রেসের তরফে জানা গিয়েছে, সকালে দলের নেতা-কর্মী অন্তত 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন ৷ তার মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ তাঁদের সমস্যার কথা শুনবেন ৷

অন্যদিকে বিকেলে 8 কিলোমিটার পদযাত্রা করা হবে কংগ্রেসের তরফে সেখানে প্রায় 20 হাজার মানুষের সমাবেশ করা রোজ ৷ সেখানেও সাধারণ মানুষের মতামত নেওয়া হবে দেশের সমস্যা সম্পর্কে ৷ রাহুল গান্ধি বিকেলের সময় নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন বলে কংগ্রেসের তরফে জানা গিয়েছে ৷

কংগ্রেস থেকে জানা গিয়েছে, রাহুল গান্ধি এর আগে এমন পদযাত্রায় অংশগ্রহণ করেছেন ৷ পশ্চিম উত্তরপ্রদেশে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে তিনি পদযাত্রায় অংশ নিয়েছিলেন ৷ এছাড়া ব্যক্তিগতভাবে উত্তরাখণ্ডের কেদারনাথ, জম্মু ও কাশ্মীরের বৈষ্ণাদেবী এবং চিনের মাউন্ট কৈলাসে পায়ে হেঁটে ঘুরেছেন তিনি ৷

কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, এই ধরনের পদযাত্রা নজিরবিহীন ৷ যে সমস্ত রাজ্যে এই পদযাত্রা হবে না ৷ সেখানে রাজ্য সভাপতিদের জেলাস্তরে কয়েক মাসের মধ্যে 75 কিমি যাত্রা আয়োজন করতে বলা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে পর্যুদস্ত কংগ্রেস ৷ বিভিন্ন রাজ্যেও বিজেপির কাছে হারতে হয়েছে রাহুল-সোনিয়ার (Sonia Gandhi) দলকে ৷ সেখান থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) ঘুরে দাঁড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কিন্তু এই কর্মসূচি কি আদৌ কার্যকরী হবে, সেটাই এখন দেখার !

আরও পড়ুন : দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে দেখা করবেন ইয়েচুরি-রাজার সঙ্গে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.