নয়াদিল্লি, 21 এপ্রিল: কর্ণাটকে বর্ষীয়ান বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পাকে শুক্রবার ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস ৷ তাদের দাবি, বিজেপি যে দুর্নীতিতে প্রশ্রয় দেয়, তা এর থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে ৷ তাদের আরও দাবি, প্রার্থী হতে না পারার পরও বিদ্রোহ না করায় ঈশ্বরাপ্পাকে ধন্যবাদ দিতেই ফোন করেছিলেন মোদি ৷
ঈশ্বরাপ্পা 2022 সালের এপ্রিল মাসে কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন । তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ কর্ণাটকের বেলগাভির একজন ঠিকাদার সন্তোষ পাটিল আত্মহত্যার আগে দায়ী করে গিয়েছিলেন ঈশ্বরাপ্পাকে ৷ দাবি করেছিলেন, বেলগাভিতে সরকারি কাজে 40 শতাংশ কমিশন চাইছেন ঈশ্বরাপ্পা ৷
সেই সময় এই নিয়ে হইচই হয়েছিল কর্ণাটকের রাজনীতিতে ৷ পরে অবশ্য তিনি নির্দোষ বলে তদন্তে উঠে আসে ৷ তার পরও তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন ৷ বেলগাভি আসনে তাঁর ছেলে কে ই কান্তেশকে প্রার্থী করার জন্য অনুরোধ করেন ৷ সেই অনুরোধও রাখেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ বরং প্রার্থী করা হয় চান্নাবাসাপ্পা নামে এক নেতাকে ৷
ফলে ঈশ্বরাপ্পার রাজনৈতিক অবস্থান কী হবে, তা নিয়ে চিন্তায় ছিল গেরুয়া শিবির ৷ সেই পরিস্থিততে বর্ষীয়ান এই নেতাকে প্রধানমন্ত্রীর ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ তাদের মতে, ঈশ্বরাপ্পার অভিমান ভাঙাতেই মোদি ফোন করেছিলেন ৷ কিন্তু পুরনো অভিযোগের প্রসঙ্গ টেনে এনে দুর্নীতি ইস্যুতে বিজেপিকে খোঁচা দিল কংগ্রেস ৷ টুইটারে তারা লিখেছে, "এই ব্যক্তির বিরুদ্ধে 40 শতাংশ কমিশন দাবি করার অভিযোগ রয়েছে এবং বিজেপি কর্মী সন্তোষ পাটিল আত্মহত্যা করার পরে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি ।"
কংগ্রেসের আরও দাবি, "এই ধরনের দুর্নীতিবাজ নেতাদের প্রশংসা করে, বিজেপি একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে তারা দুর্নীতি এবং বেআইনি কার্যকলাপকে সমর্থন করে ।" তাই আজকের দিনটিকে ভারতের গণতন্ত্রের জন্য সবচেয়ে দুঃখজনক বলে বর্ণনা করেছে কংগ্রেস ৷
আরও পড়ুন: অবসর নেওয়ায় কর্ণাটকের প্রবীণ বিজেপি নেতাকে ফোন করে ধন্যবাদ মোদির