ETV Bharat / bharat

Sankalp Satyagraha of Congress: সংকল্প সত্যাগ্রহের দ্বিতীয়দিনে প্রতিবাদ কংগ্রেস সাংসদদের, বৈঠক খাড়গের দফতরে - কংগ্রেসের সংকল্প সত্যাগ্রহ

কংগ্রেসের সংকল্প সত্যাগ্রহ (Sankalp Satyagraha of Congress) কর্মসূচির আজ দ্বিতীয়দিন ৷ সংসদের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস এবং বিজেপি বিরোধী দলের সাংসদরা ৷ যে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন সোনিয়া গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে ৷

Sankalp Satyagraha of Congress ETV BHARAT
Sankalp Satyagraha of Congress
author img

By

Published : Mar 27, 2023, 2:09 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সোমবার দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব ৷ প্রতিটি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নিজেদের রাজ্যে সংকল্প সত্যাগ্রহ কর্মসূচি পালন করছে ৷ রবিবার থেকে শুরু হওয়া সংকল্প সত্যাগ্রহ’আন্দোলনের আজ দ্বিতীয়দিন (Congress Sankalp Satyagraha to Continue) ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গতকাল রাজঘাটে এই প্রতিবাদ সভার সূচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ এ দিন সংসদে কংগ্রেসের রাজ্যসভার নেতা খাড়গের দফতরে বিরোধী দলের নেতারা একটি বৈঠকও করেন ৷

মল্লিকার্জুন খাড়গের অফিসে বিরোধীপক্ষের সেই বৈঠক মূলত ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ ইস্যুতে রাজ্যসভার অধিবেশনে আজ বিরোধীপক্ষের স্ট্র্যাটেজি কী হবে ? সেই নিয়ে এ দিন রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের অফিসে বিরোধীপক্ষের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পর কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব গান্ধিমূর্তির পাদদেশে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন ৷ কংগ্রেসের তরফে এ দিন কালাদিবস পালন করা হয় ৷ কংগ্রেস নেতারা সকলে কালো পোশাকে প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷

  • संसद परिसर में संयुक्त विपक्ष का मोदी सरकार की तानाशाही के खिलाफ विरोध प्रदर्शन जारी है।

    देश में जिस तरह मोदी सरकार विपक्ष पर दमनात्मक रवैया अपना रही है, हम उसके खिलाफ मजबूती से लड़ेंगे।

    सत्यमेव जयते ✊ pic.twitter.com/47k8AoGExI

    — Congress (@INCIndia) March 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার, পি চিদম্বরম, জয়রাম রমেশ, সলমন খুরশিদ, প্রমোদ তিওয়ারি, অজয় ​​মাকেন, মুকুল ওয়াসনিক এবং অধীর রঞ্জন চৌধুরীর মতো সিনিয়র কংগ্রেস নেতারা রাজ ঘাটে ‘সংকল্প সত্যাগ্রহে’ অংশ নিয়েছিলেন ৷ দিল্লির পাশাপাশি, প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে ৷ এ দিন মহারাষ্ট্র ও গোয়া কংগ্রেস নেতৃত্ব ‘সংকল্প সত্যাগ্রহ’ উপলক্ষ্যে মিছিল করে ৷ সেখানেও ‘সংকল্প সত্যাগ্রহ’ মঞ্চ তৈরি করা হয়েছে ৷ সেখানে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন প্রদেশ নেতৃত্ব ৷

আরও পড়ুন: 'প্রভু রাম ও পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী ছিলেন ?' গেরুয়া অস্ত্রেই বিজেপিকে ঘা প্রিয়াঙ্কার

উল্লেখ্য, রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এই ইস্যুতে বিজেপি বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন ৷ তাঁর বাবা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধিকে বিজেপি অপমান করেছেন বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা ৷ এমনকি রাহুল গান্ধিকে ‘মীরজাফর’ বলে অপমান করা হয়েছে ৷ যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি ৷ অভিযোগ করেন, এমন অবমাননাকর মন্তব্যের জন্য কারও সাংসদ পদ খারিজ করা হয়নি ৷

নয়াদিল্লি, 27 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সোমবার দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব ৷ প্রতিটি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নিজেদের রাজ্যে সংকল্প সত্যাগ্রহ কর্মসূচি পালন করছে ৷ রবিবার থেকে শুরু হওয়া সংকল্প সত্যাগ্রহ’আন্দোলনের আজ দ্বিতীয়দিন (Congress Sankalp Satyagraha to Continue) ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গতকাল রাজঘাটে এই প্রতিবাদ সভার সূচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ এ দিন সংসদে কংগ্রেসের রাজ্যসভার নেতা খাড়গের দফতরে বিরোধী দলের নেতারা একটি বৈঠকও করেন ৷

মল্লিকার্জুন খাড়গের অফিসে বিরোধীপক্ষের সেই বৈঠক মূলত ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ ইস্যুতে রাজ্যসভার অধিবেশনে আজ বিরোধীপক্ষের স্ট্র্যাটেজি কী হবে ? সেই নিয়ে এ দিন রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের অফিসে বিরোধীপক্ষের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পর কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব গান্ধিমূর্তির পাদদেশে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন ৷ কংগ্রেসের তরফে এ দিন কালাদিবস পালন করা হয় ৷ কংগ্রেস নেতারা সকলে কালো পোশাকে প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷

  • संसद परिसर में संयुक्त विपक्ष का मोदी सरकार की तानाशाही के खिलाफ विरोध प्रदर्शन जारी है।

    देश में जिस तरह मोदी सरकार विपक्ष पर दमनात्मक रवैया अपना रही है, हम उसके खिलाफ मजबूती से लड़ेंगे।

    सत्यमेव जयते ✊ pic.twitter.com/47k8AoGExI

    — Congress (@INCIndia) March 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার, পি চিদম্বরম, জয়রাম রমেশ, সলমন খুরশিদ, প্রমোদ তিওয়ারি, অজয় ​​মাকেন, মুকুল ওয়াসনিক এবং অধীর রঞ্জন চৌধুরীর মতো সিনিয়র কংগ্রেস নেতারা রাজ ঘাটে ‘সংকল্প সত্যাগ্রহে’ অংশ নিয়েছিলেন ৷ দিল্লির পাশাপাশি, প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে ৷ এ দিন মহারাষ্ট্র ও গোয়া কংগ্রেস নেতৃত্ব ‘সংকল্প সত্যাগ্রহ’ উপলক্ষ্যে মিছিল করে ৷ সেখানেও ‘সংকল্প সত্যাগ্রহ’ মঞ্চ তৈরি করা হয়েছে ৷ সেখানে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন প্রদেশ নেতৃত্ব ৷

আরও পড়ুন: 'প্রভু রাম ও পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী ছিলেন ?' গেরুয়া অস্ত্রেই বিজেপিকে ঘা প্রিয়াঙ্কার

উল্লেখ্য, রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এই ইস্যুতে বিজেপি বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন ৷ তাঁর বাবা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধিকে বিজেপি অপমান করেছেন বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা ৷ এমনকি রাহুল গান্ধিকে ‘মীরজাফর’ বলে অপমান করা হয়েছে ৷ যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি ৷ অভিযোগ করেন, এমন অবমাননাকর মন্তব্যের জন্য কারও সাংসদ পদ খারিজ করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.