ETV Bharat / bharat

Indian Navy personnel Death Penalty: মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন নৌসেনাদের মুক্তির দাবিতে সরব কংগ্রেস - congress responds on death penalty

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার আট প্রাক্তন জওয়ানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে কাতার। এই ঘটনা নিয়ে আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রক। এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াল কংগ্রেস।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 12:58 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর: গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে ভারতীয় নৌসেনার আট প্রাক্তন জওয়ানকে মৃত্যদণ্ডের আদেশ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। তিনি জানান, কংগ্রেস মনে করে সরকারের উচিত রাজনৈতিক এবং কূটনৈতিক পথ অবলম্বন করে অবিলম্বে এই আটজনের মুক্তির ব্যবস্থা করা।

  • The Indian National Congress has noted with the greatest anguish, distress and shock the most disturbing developments in Qatar regarding 8 former officers of the Indian Navy. It hopes and expects that the Govt of India will use its diplomatic and political leverage with the Qatar…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের এক্স হ্যান্ডেলে জয়রাম লেখেন,"কংগ্রেস খবর পেয়েছে ভারতীয় নৌবাহিনীর আটজন প্রাক্তন সদস্যকে কাতারে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এই খবর আমাদের কাছে উদ্বেগের। আমরা আশি করি এবং প্রত্যাশা করি সরকার কূটনৈতিক উপায় এবং রাজনৈতিক পথ অবলম্বন করে এই আটজনের মুক্তির ব্যবস্থা করতে সক্ষম হবে। এই আটজন যাতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে সমস্ত আইনি সহযোগিতা পান সেটাও নিশ্চিত করতে হবে কেন্দ্রকে। "

এই আটজনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। এঁরা সকলেই আলধারা নামে একটি সংস্থায় কাজ করতেন। কাতার প্রশাসনের দাবি, এঁরা সকলেই গুপ্তচর হিসেবে তথ্য সংগ্রহের কাজ করছিলেন। এমন অভিযোগ পেয়ে গতবছর অগস্ট মাসে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারির বছর খানেক বাদে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হল। কংগ্রেসের দাবি,পরিস্থিতি যা তাতে যত ওই 8 জনকে ফিরিয়ে নেওয়া দরকার। তার জন্য কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।

এই ঘটনা ঘিরে কয়েকদিন ধরেই তোলপাড় দিল্লির রাজনীতি। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, তারা আইনি দিক খতিয়ে দেখছেন। পাশাপাশি কাতার প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হবে।"

এই ঘটনায় অনেকেরই ভারতীয় নৌসেনার আরেক প্রাক্তন জওয়ান কুলভূষণ যাদবের কথা মনে পড়ে যাচ্ছে। বেশ কয়েক বছর তাঁকে ইরান থেকে গ্রেফতার করে পাক সেনা। তাঁর বিরুদ্ধেও গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল। তাঁকেও এভাবেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল পাকিস্তানের আদলত। পরে আন্তর্জাতিক আদালতে গিয়ে সেই ফাঁসির আদেশ রদ করে ভারত। এখন পাকিস্তানের আদালতে মামলা লড়ছেন ভারতীয় নৌসেনার এই প্রাক্তন জওয়ান।

আরও পড়ুন: কুলভূষণ যাদবের জন্য আইনজীবী নিয়োগ করতে পারবে ভারত, নির্দেশ পাক আদালতের

নয়াদিল্লি, 27 অক্টোবর: গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে ভারতীয় নৌসেনার আট প্রাক্তন জওয়ানকে মৃত্যদণ্ডের আদেশ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। তিনি জানান, কংগ্রেস মনে করে সরকারের উচিত রাজনৈতিক এবং কূটনৈতিক পথ অবলম্বন করে অবিলম্বে এই আটজনের মুক্তির ব্যবস্থা করা।

  • The Indian National Congress has noted with the greatest anguish, distress and shock the most disturbing developments in Qatar regarding 8 former officers of the Indian Navy. It hopes and expects that the Govt of India will use its diplomatic and political leverage with the Qatar…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের এক্স হ্যান্ডেলে জয়রাম লেখেন,"কংগ্রেস খবর পেয়েছে ভারতীয় নৌবাহিনীর আটজন প্রাক্তন সদস্যকে কাতারে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এই খবর আমাদের কাছে উদ্বেগের। আমরা আশি করি এবং প্রত্যাশা করি সরকার কূটনৈতিক উপায় এবং রাজনৈতিক পথ অবলম্বন করে এই আটজনের মুক্তির ব্যবস্থা করতে সক্ষম হবে। এই আটজন যাতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে সমস্ত আইনি সহযোগিতা পান সেটাও নিশ্চিত করতে হবে কেন্দ্রকে। "

এই আটজনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। এঁরা সকলেই আলধারা নামে একটি সংস্থায় কাজ করতেন। কাতার প্রশাসনের দাবি, এঁরা সকলেই গুপ্তচর হিসেবে তথ্য সংগ্রহের কাজ করছিলেন। এমন অভিযোগ পেয়ে গতবছর অগস্ট মাসে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারির বছর খানেক বাদে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হল। কংগ্রেসের দাবি,পরিস্থিতি যা তাতে যত ওই 8 জনকে ফিরিয়ে নেওয়া দরকার। তার জন্য কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।

এই ঘটনা ঘিরে কয়েকদিন ধরেই তোলপাড় দিল্লির রাজনীতি। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, তারা আইনি দিক খতিয়ে দেখছেন। পাশাপাশি কাতার প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হবে।"

এই ঘটনায় অনেকেরই ভারতীয় নৌসেনার আরেক প্রাক্তন জওয়ান কুলভূষণ যাদবের কথা মনে পড়ে যাচ্ছে। বেশ কয়েক বছর তাঁকে ইরান থেকে গ্রেফতার করে পাক সেনা। তাঁর বিরুদ্ধেও গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল। তাঁকেও এভাবেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল পাকিস্তানের আদলত। পরে আন্তর্জাতিক আদালতে গিয়ে সেই ফাঁসির আদেশ রদ করে ভারত। এখন পাকিস্তানের আদালতে মামলা লড়ছেন ভারতীয় নৌসেনার এই প্রাক্তন জওয়ান।

আরও পড়ুন: কুলভূষণ যাদবের জন্য আইনজীবী নিয়োগ করতে পারবে ভারত, নির্দেশ পাক আদালতের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.