ETV Bharat / bharat

Karnataka Assembly Polls: কর্ণাটকে কংগ্রেসের তৃতীয় প্রার্থীতালিকা প্রকাশ, নাম নেই সিদ্দারামাইয়ার ! - কর্ণাটক বিধানসভা ভোট

কর্ণাটক বিধানসভা ভোটের জন্য তৃতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস ৷ তাতে নাম রয়েছে 43 জনের ৷ কী চমক রয়েছে সেই তালিকায় ?

Congress releases Third Candidate List comprising 43 names for Karnataka Assembly Polls 2023
ফাইল ছবি
author img

By

Published : Apr 15, 2023, 5:10 PM IST

নয়াদিল্লি, 15 এপ্রিল: আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস ৷ সেই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানকারী লক্ষ্মণ সাবদী ৷ তাঁকে কর্ণাটকের আথানি কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস ৷ সব মিলিয়ে দলের এই তৃতীয় তালিকায় নাম রয়েছে 43 জনের ৷ কিন্তু, এদিনের তালিকায় অনুপস্থিত রাজ্য়ের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের প্রথম সারির নেতা সিদ্দারামাইয়া ৷ সূত্রের খবর ছিল, তাঁকে কোলার কেন্দ্র থেকেও প্রার্থী করা হবে ৷ এদিন তাঁর বদলে 43 জনের প্রার্থীতালিকায় ঠাঁই পেয়েছেন কোথুর জি মঞ্জুনাথ ৷ তাঁকেই কোলার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ! যা একটা বড় চমক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

প্রসঙ্গত, কংগ্রেসের প্রকাশিত প্রথম প্রার্থীতালিকাতেই নাম ছিল সিদ্দারামাইয়ার ৷ তাঁকে দলের তরফে বরুণা কেন্দ্র থেকে ভোটে লড়ার টিকিট দেওয়া হয়েছে ৷ কিন্তু, সূত্রের খবর, সিদ্দারামাইয়া আরও একটি আসনে লড়তে চেয়েছিলেন ৷ সেক্ষেত্রে তাঁর পছন্দ ছিল কোলার ৷ কিন্তু, শনিবারের তালিকা প্রকাশ হতেই বোঝা যায়, কোলার কেন্দ্রটি নিয়ে অন্তত শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে সহমত নয় ৷ উল্লেখ্য, এর আগে বরুণা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন সিদ্দারামাইয়ার ছেলে ৷ কংগ্রেসের এদিনের তালিকায় নাম রয়েছে আরও এক হেভিওয়েট প্রার্থীর ৷ তিনি নিবেদিত আলভা ৷ তাঁকে কুমতা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে ৷ নিবেদিত আলভা প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভার ছেলে ৷

হিসাব বলছে, কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস এখনও পর্যন্ত মোট 209টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ৷ এর মধ্যে প্রথম ও দ্বিতীয় তালিকায় যথাক্রমে 124 ও 42 জনের নাম ঘোষণা করা হয় ৷ আর শনিবার তৃতীয় তালিকায় ঘোষিত হল আরও 43 জন প্রার্থীর নাম ৷ অর্থাৎ এখনও 15 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা বাকি রইল ৷

আরও পড়ুন: বিজেপি ও কংগ্রেসের বিক্ষুব্ধদের নাম জেডিএসের প্রার্থী তালিকায়

আগামী 10 মে ভোট হবে দক্ষিণী রাজ্য কর্ণাটকে ৷ ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে 13 মে ৷ এই ভোটে লড়তে চেয়েছিলেন রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাবদী ৷ কিন্তু, বিজেপি তাঁকে টিকিট দিতে রাজি হয়নি ৷ আর তাতেই ক্ষেপে যান এই প্রবীণ রাজনীতিক ৷ বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখান তিনি ৷ শুক্রবারই কংগ্রেসে যোগ দিয়েছিলেন লক্ষ্মণ ৷ আর শনিবার তাঁর নাম উঠে গেল দলের প্রার্থীতালিকায় ৷ প্রসঙ্গত, লক্ষ্মণ সাবদী রাজ্যের বেলাগাভি জেলার একজন লিঙ্গায়েত নেতা ৷

নয়াদিল্লি, 15 এপ্রিল: আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস ৷ সেই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানকারী লক্ষ্মণ সাবদী ৷ তাঁকে কর্ণাটকের আথানি কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস ৷ সব মিলিয়ে দলের এই তৃতীয় তালিকায় নাম রয়েছে 43 জনের ৷ কিন্তু, এদিনের তালিকায় অনুপস্থিত রাজ্য়ের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের প্রথম সারির নেতা সিদ্দারামাইয়া ৷ সূত্রের খবর ছিল, তাঁকে কোলার কেন্দ্র থেকেও প্রার্থী করা হবে ৷ এদিন তাঁর বদলে 43 জনের প্রার্থীতালিকায় ঠাঁই পেয়েছেন কোথুর জি মঞ্জুনাথ ৷ তাঁকেই কোলার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ! যা একটা বড় চমক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

প্রসঙ্গত, কংগ্রেসের প্রকাশিত প্রথম প্রার্থীতালিকাতেই নাম ছিল সিদ্দারামাইয়ার ৷ তাঁকে দলের তরফে বরুণা কেন্দ্র থেকে ভোটে লড়ার টিকিট দেওয়া হয়েছে ৷ কিন্তু, সূত্রের খবর, সিদ্দারামাইয়া আরও একটি আসনে লড়তে চেয়েছিলেন ৷ সেক্ষেত্রে তাঁর পছন্দ ছিল কোলার ৷ কিন্তু, শনিবারের তালিকা প্রকাশ হতেই বোঝা যায়, কোলার কেন্দ্রটি নিয়ে অন্তত শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে সহমত নয় ৷ উল্লেখ্য, এর আগে বরুণা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন সিদ্দারামাইয়ার ছেলে ৷ কংগ্রেসের এদিনের তালিকায় নাম রয়েছে আরও এক হেভিওয়েট প্রার্থীর ৷ তিনি নিবেদিত আলভা ৷ তাঁকে কুমতা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে ৷ নিবেদিত আলভা প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভার ছেলে ৷

হিসাব বলছে, কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস এখনও পর্যন্ত মোট 209টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ৷ এর মধ্যে প্রথম ও দ্বিতীয় তালিকায় যথাক্রমে 124 ও 42 জনের নাম ঘোষণা করা হয় ৷ আর শনিবার তৃতীয় তালিকায় ঘোষিত হল আরও 43 জন প্রার্থীর নাম ৷ অর্থাৎ এখনও 15 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা বাকি রইল ৷

আরও পড়ুন: বিজেপি ও কংগ্রেসের বিক্ষুব্ধদের নাম জেডিএসের প্রার্থী তালিকায়

আগামী 10 মে ভোট হবে দক্ষিণী রাজ্য কর্ণাটকে ৷ ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে 13 মে ৷ এই ভোটে লড়তে চেয়েছিলেন রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাবদী ৷ কিন্তু, বিজেপি তাঁকে টিকিট দিতে রাজি হয়নি ৷ আর তাতেই ক্ষেপে যান এই প্রবীণ রাজনীতিক ৷ বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখান তিনি ৷ শুক্রবারই কংগ্রেসে যোগ দিয়েছিলেন লক্ষ্মণ ৷ আর শনিবার তাঁর নাম উঠে গেল দলের প্রার্থীতালিকায় ৷ প্রসঙ্গত, লক্ষ্মণ সাবদী রাজ্যের বেলাগাভি জেলার একজন লিঙ্গায়েত নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.