ETV Bharat / bharat

Congress Star Campaigner List : উত্তরপ্রদেশ ভোটে কংগ্রেসের প্রচারে সোনিয়া-মনমোহনের সঙ্গে কানহাইয়াও - কানহাইয়া কুমার

আগামী 10 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট ৷ সেই দফায় প্রচারের জন্য কংগ্রেসের তরফে 30 জন তারকা প্রচারকের নাম ঘোষণা করা হল (Congress Releases Star Campaigner List for First Phase UP Polls) ৷ সেই তালিকায় মনোমহন সিং, সোনিয়া গান্ধি, কানহাইয়া কুমার-সহ আরও অনেকে রয়েছেন ৷

congress releases star campaigner list for first phase up polls
Congress Star Campaigner List : মনমোহন-কানহাইয়া সহ 30 জন তারকা প্রচারকের নাম ঘোষণা কংগ্রেসের
author img

By

Published : Jan 24, 2022, 5:53 PM IST

Updated : Jan 24, 2022, 6:19 PM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress Releases Star Campaigner List for First Phase UP Polls) ৷ সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Former Prime Minister Manmohan Singh) দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ অন্যদিকে রয়েছেন কয়েকমাস আগে কংগ্রেসে যোগ দেওয়া কানহাইয়া কুমারও (Congress Leader Kanhaiya Kumar) ৷

উত্তরপ্রদেশে এবার সাত দফায় বিধানসভা নির্বাচন ৷ প্রথম দফার ভোট আগামী 10 ফেব্রুয়ারি ৷ কংগ্রেসের এই তারকা প্রচারকের তালিকা ওই দফার জন্য ঘোষণা করা হয়েছে ৷ তালিকা প্রত্যাশা মতোই রয়েছেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেত্রী তথা সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

তবে তাৎপর্যপূর্ণ ভাবে জায়গায় পেয়েছেন গুলাম নবি আজাদ ও ভূপিন্দর সিং ৷ এঁরা দু’জনেই কংগ্রেসের জি-23 গোষ্ঠীর নেতা বলে পরিচিত ৷ যে 23 জন নেতাকে এক বন্ধনীতে ফেলে এই নাম দেওয়া হয়েছে, তাঁরা কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ও স্থায়ী সভাপতি চেয়ে প্রকাশ্যে সরব হন ৷

অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন আপাতত উত্তরপ্রদেশ-সহ বিধানসভা ভোট হতে চলা পাঁচ রাজ্যে রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ৷ তাই সব দলের ভরসা ভার্চুয়াল প্রচার ৷ তাছাড়া বাড়ি গিয়েইও প্রচার করছেন অনেক নেতা ৷

আরও পড়ুন : Priyanka takes U Turn on UP CM Face Issue : উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মুখ হওয়া নিয়ে 24 ঘণ্টার মধ্যেই ভোলবদল প্রিয়ঙ্কার

গত শনিবার উত্তর প্রদেশের বেশ কয়েকটি জায়গায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তবে কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের হেভিওয়েট কোনও নেতা-নেত্রীকে এখনও পর্যন্ত বাড়ি বাড়ি প্রচারে অংশ নিতে দেখা যায়নি ৷

নয়াদিল্লি, 24 জানুয়ারি : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress Releases Star Campaigner List for First Phase UP Polls) ৷ সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Former Prime Minister Manmohan Singh) দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ অন্যদিকে রয়েছেন কয়েকমাস আগে কংগ্রেসে যোগ দেওয়া কানহাইয়া কুমারও (Congress Leader Kanhaiya Kumar) ৷

উত্তরপ্রদেশে এবার সাত দফায় বিধানসভা নির্বাচন ৷ প্রথম দফার ভোট আগামী 10 ফেব্রুয়ারি ৷ কংগ্রেসের এই তারকা প্রচারকের তালিকা ওই দফার জন্য ঘোষণা করা হয়েছে ৷ তালিকা প্রত্যাশা মতোই রয়েছেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেত্রী তথা সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

তবে তাৎপর্যপূর্ণ ভাবে জায়গায় পেয়েছেন গুলাম নবি আজাদ ও ভূপিন্দর সিং ৷ এঁরা দু’জনেই কংগ্রেসের জি-23 গোষ্ঠীর নেতা বলে পরিচিত ৷ যে 23 জন নেতাকে এক বন্ধনীতে ফেলে এই নাম দেওয়া হয়েছে, তাঁরা কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ও স্থায়ী সভাপতি চেয়ে প্রকাশ্যে সরব হন ৷

অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন আপাতত উত্তরপ্রদেশ-সহ বিধানসভা ভোট হতে চলা পাঁচ রাজ্যে রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ৷ তাই সব দলের ভরসা ভার্চুয়াল প্রচার ৷ তাছাড়া বাড়ি গিয়েইও প্রচার করছেন অনেক নেতা ৷

আরও পড়ুন : Priyanka takes U Turn on UP CM Face Issue : উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মুখ হওয়া নিয়ে 24 ঘণ্টার মধ্যেই ভোলবদল প্রিয়ঙ্কার

গত শনিবার উত্তর প্রদেশের বেশ কয়েকটি জায়গায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তবে কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের হেভিওয়েট কোনও নেতা-নেত্রীকে এখনও পর্যন্ত বাড়ি বাড়ি প্রচারে অংশ নিতে দেখা যায়নি ৷

Last Updated : Jan 24, 2022, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.