নয়াদিল্লি, 12 মে: সচিন পাইলটের জন সংঘর্ষ যাত্রার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দিলেন রাজস্থানে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা সুখজিন্দর সিং রণধাওয়া ৷ পশ্চিম ভারতের ওই রাজ্য়ের নেতা সচিনের এই যাত্রাকে ‘ব্যক্তিগত’ বলেও উল্লেখ করেছেন তিনি ৷ জানিয়েছেন, কংগ্রেসের তরফে সচিনের এই কর্মসূচির উপর নজর রাখা হচ্ছে ৷ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্ণাটক থেকে ফেরার পর ৷
শুক্রবার রণধাওয়া রাজস্থান কংগ্রেসের নেতাদের সঙ্গে এক বৈঠক করেন ৷ সেখানে রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা, যুগ্ম দায়িত্বপ্রাপ্ত নেতা কাজি মুহাম্মদ নিজামুদ্দিন, অমৃতা ধাওয়ান ও বীরেন্দর রাঠোর-সহ অন্য নেতারা ৷ সেখানে মরুরাজ্য়ে আসন্ন বিধানসভা নির্বাচন, কংগ্রেসের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয় ৷ তবে সচিনের কর্মসূচিই আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় বলে খবর ৷
বৈঠক সেরে বেরিয়ে রণধাওয়া বলেন, ‘‘আমি এখানে আমার সঙ্গে সংযুক্ত তিন সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস কমিটির প্রধানের সঙ্গে দেখা করেছি । কর্ণাটকের নির্বাচন ও জলন্ধর উপনির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম বলে এটি ছিল আমাদের একসঙ্গে প্রথম বৈঠক । সংগঠন শক্তিশালী করতে ও রাজ্যের সংগঠনগুলির জন্য নেতা বাছাই নিয়ে আলোচনা করা হয়েছে ৷’’
এর পর সচিন পাইলটের যাত্রার প্রসঙ্গে মুখ খোলেন ৷ বলেন, ‘‘এটা তাঁর ব্যক্তিগত যাত্রা ৷ তিনি নিজেই যাত্রা বের করছেন ৷ আমরা সেদিকে নজর রাখছি এবং যখন খাড়গেজি কর্ণাটক থেকে ফিরে আসবেন, তখন সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে ।’’ কিন্তু এই কর্মসূচির জন্য কি সচিনের বিরুদ্দে কোনও ব্যবস্থা নেওয়া হবে ? এই প্রশ্নের উত্তরে রণধাওয়া বলেন, ‘‘আমি এক লাইনে বলেছি যে আমরা সেদিকে নজর রাখছি । আমি আমার মতামত কংগ্রেস সভাপতিকে জানাব ।’’
প্রসঙ্গত, 2018 সালে যখন রাজস্থানে বিধানসভা নির্বাচন হয়, সেই সময় রাজস্থান কংগ্রেসের সভাপতি ছিলেন সচিন পাইলট ৷ রাজনৈতিক মহলের ধারণা ছিল যে কংগ্রেস ক্ষমতায় এলে তাঁকেই মুখ্যমন্ত্রী করা হবে ৷ কিন্তু ভোটের ফল প্রকাশের গান্ধি পরিবারের ঘনিষ্ঠ অশোক গেহলতকে মুখ্যমন্ত্রী করা হয় ৷ উপ মুখ্যমন্ত্রী হন সচিন ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই গেহলত ও সচিনের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে ৷
যার জেরে বিদ্রোহ করেন সচিন ৷ তাঁর উপ মুখ্যমন্ত্রীর পদও যায় ৷ মাস কয়েক আগে যখন কংগ্রেসের সভাপতি হিসেবে গেহলতের নাম নিয়ে আলোচনা শুরু হয়, তখন সচিনের অনুগামীরা তাঁকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলেন ৷ গত মাসে গেহলতের বিরুদ্ধে প্রকাশ্য়ে সরব হয়ে ধরনায় বসেন সচিন ৷ তার পর বৃহস্পতিবার থেকে 125 কিলোমিটারের জন সংঘর্ষ যাত্রা শুরু করেছেন ৷ আজমেঢ় থেকে শুরু হওয়া যাত্রা শেষ হবে জয়পুরে ৷
পাইলটের দাবি, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন ৷ রাজস্থানের সরকার বিজেপির আমলের দুর্নীতি নিয়ে কোনও ব্য়বস্থা নিচ্ছে না ৷ যদিও রাজনৈতিক মহলের দাবি, তিনি আসলে নিজের সাংগঠনিক ক্ষমতা কংগ্রেসের দিল্লির নেতাদের দেখাতে চাইছেন ৷ যাতে আগামী বিধানসভা নির্বাচনে তাঁকেই সামনে রেখে কংগ্রেস লড়াই করে ৷ আর ক্ষমতা ধরে রাখতে পারলে তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয় ৷
আরও পড়ুন: রাজস্থানে গেহলতের সরকারের সমালোচনা প্রধানমন্ত্রীর, মোদিকে পালটা নিশানা কংগ্রেসত্যাগী সিব্বলের