ETV Bharat / bharat

Congress questions PM Modi on Adani Issue: এলআইসি-সিবিআইকে কি আদানিদের শেয়ার কিনতে নির্দেশ দেওয়া হয়, মোদিকে প্রশ্ন কংগ্রেসের - বিজেপি

আদানি বিতর্কে (Adani Controversy) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে প্রশ্নবাণ ছুঁড়ে দিল কংগ্রেস ৷ আদানিকে বাঁচাতে এলআইসি ও এসবিআই-কে শেয়ার কিনতে বলা হয়েছিল কি না, সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে কংগ্রেসের (Congress) তরফে ৷

Congress questions PM Modi on Adani Issue
Congress questions PM Modi on Adani Issue
author img

By

Published : Feb 18, 2023, 8:24 PM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: আদানি ইস্যুতে ফের বিজেপির (BJP) বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস ৷ কেন্দ্রীয় সরকারের কাছে তাদের প্রশ্ন, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর যখন আদানি গোষ্ঠীর (Adani Group) শেয়ারের দর কমে যাচ্ছিল, তখন এলআইসি (LIC) ও এসবিআই (SBI)-কে ওই সংস্থার শেয়ার কেনার নির্দেশ দেওয়া হয়েছিল কি না ! এই নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগতে প্রশ্নমালা তৈরি কংগ্রেস ৷ যেখানে তিনটি প্রশ্ন রয়েছে৷ যার নাম দেওয়া হয়েছে, ‘হাম আদানি কে হ্যায় কৌন’ ৷ সেই প্রশ্নের মধ্যে একটি এলআইসি ও এসবিআইয়ের তরফে শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগের বিষয়টি ৷

এছাড়া এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধেও তোপ দেগেছে কংগ্রেস ৷ এআইসিসির অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "বাজারে শেয়ারের দর অনেক নেমে গিয়েছে এটা জানার পরও এই সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলি এফপিও (FPO) কেনায় অংশ নিয়েছিল ৷ এলআইসি এবং এসবিআই, উভয়েরই ইতিমধ্যেই আদানি গোষ্ঠীর ইকুইটিতে বড় অংশের মালিকানা রয়েছে ৷’’ আদানিদের বাঁচাতে ভারতের জনগণের জমানো টাকা থেকে এলআইসি ও এসবিআই-কে কি বিনিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছিল ?

তিনি দাবি করেছেন, আদানি এন্টারপ্রাইজের ফলো-অন পাবলিক অফারিং (এফপিও) তে বিনিয়োগকারীদের মধ্যে ছিল এলআইসি ৷ তারা 299 কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছিল ৷ এসবিআই এমপ্লয়িজ পেনশন ফান্ড থেকে 99 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছিল ৷ আর এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 125 কোটি টাকা বিড করে ।

কংগ্রেসের প্রশ্ন এখানেই থামেনি ৷ তারা প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়, ‘‘এটা কি সত্য যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কযুক্ত একজন হাইপ্রোফাইল কেন্দ্রীয় মন্ত্রী গৌতম আদানির পক্ষে সবচেয়ে সুপরিচিত ব্যবসায়ীদের মধ্যে পাঁচ-ছয়জনকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন ? আদানিকে বাঁচাতে এফপিও-তে বিনিয়োগ করতে বলেছিলেন ?’’ কংগ্রেসের আরও প্রশ্ন, ‘‘এই ধরনের কাজ কি স্বার্থের সংঘাত নয় ? এটা কি তদন্তের আওতায় আসে না ? প্রধানমন্ত্রী কি এই নির্দেশ দিয়েছিলেন ?’’

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শেষে হিন্ডেনবার্গের ওই রিপোর্ট সামনে আসে ৷ সেখানে বলা হয় যে শেয়ারের দরে জালিয়াতি করেছে গৌতম আদানির সংস্থা ৷ এর পরই আদানি গোষ্ঠীর শেয়ারের দর নামতে শুরু করে ৷ বিরোধীরা এই নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলে ৷ জেপিসি অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে সংসদ উত্তাল হয়ে ওঠে ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) এই নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেন ৷ তার পর থেকে কংগ্রেসের তরফে এই ইস্যুতে বিজেপিকে নিশানা করা হচ্ছে ৷

আরও পড়ুন: শীঘ্রই আদানি গ্রুপের শীর্ষ ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করবে এলআইসি

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: আদানি ইস্যুতে ফের বিজেপির (BJP) বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস ৷ কেন্দ্রীয় সরকারের কাছে তাদের প্রশ্ন, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর যখন আদানি গোষ্ঠীর (Adani Group) শেয়ারের দর কমে যাচ্ছিল, তখন এলআইসি (LIC) ও এসবিআই (SBI)-কে ওই সংস্থার শেয়ার কেনার নির্দেশ দেওয়া হয়েছিল কি না ! এই নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগতে প্রশ্নমালা তৈরি কংগ্রেস ৷ যেখানে তিনটি প্রশ্ন রয়েছে৷ যার নাম দেওয়া হয়েছে, ‘হাম আদানি কে হ্যায় কৌন’ ৷ সেই প্রশ্নের মধ্যে একটি এলআইসি ও এসবিআইয়ের তরফে শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগের বিষয়টি ৷

এছাড়া এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধেও তোপ দেগেছে কংগ্রেস ৷ এআইসিসির অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "বাজারে শেয়ারের দর অনেক নেমে গিয়েছে এটা জানার পরও এই সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলি এফপিও (FPO) কেনায় অংশ নিয়েছিল ৷ এলআইসি এবং এসবিআই, উভয়েরই ইতিমধ্যেই আদানি গোষ্ঠীর ইকুইটিতে বড় অংশের মালিকানা রয়েছে ৷’’ আদানিদের বাঁচাতে ভারতের জনগণের জমানো টাকা থেকে এলআইসি ও এসবিআই-কে কি বিনিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছিল ?

তিনি দাবি করেছেন, আদানি এন্টারপ্রাইজের ফলো-অন পাবলিক অফারিং (এফপিও) তে বিনিয়োগকারীদের মধ্যে ছিল এলআইসি ৷ তারা 299 কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছিল ৷ এসবিআই এমপ্লয়িজ পেনশন ফান্ড থেকে 99 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছিল ৷ আর এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 125 কোটি টাকা বিড করে ।

কংগ্রেসের প্রশ্ন এখানেই থামেনি ৷ তারা প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়, ‘‘এটা কি সত্য যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কযুক্ত একজন হাইপ্রোফাইল কেন্দ্রীয় মন্ত্রী গৌতম আদানির পক্ষে সবচেয়ে সুপরিচিত ব্যবসায়ীদের মধ্যে পাঁচ-ছয়জনকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন ? আদানিকে বাঁচাতে এফপিও-তে বিনিয়োগ করতে বলেছিলেন ?’’ কংগ্রেসের আরও প্রশ্ন, ‘‘এই ধরনের কাজ কি স্বার্থের সংঘাত নয় ? এটা কি তদন্তের আওতায় আসে না ? প্রধানমন্ত্রী কি এই নির্দেশ দিয়েছিলেন ?’’

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শেষে হিন্ডেনবার্গের ওই রিপোর্ট সামনে আসে ৷ সেখানে বলা হয় যে শেয়ারের দরে জালিয়াতি করেছে গৌতম আদানির সংস্থা ৷ এর পরই আদানি গোষ্ঠীর শেয়ারের দর নামতে শুরু করে ৷ বিরোধীরা এই নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলে ৷ জেপিসি অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে সংসদ উত্তাল হয়ে ওঠে ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) এই নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেন ৷ তার পর থেকে কংগ্রেসের তরফে এই ইস্যুতে বিজেপিকে নিশানা করা হচ্ছে ৷

আরও পড়ুন: শীঘ্রই আদানি গ্রুপের শীর্ষ ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করবে এলআইসি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.