ETV Bharat / bharat

Chhattisgarh Polls 2023: 'ছত্তিশগড়ে কংগ্রেস জিতবেই', ভোটের চব্বিশ ঘণ্টা আগে চরম আত্মবিশ্বাসী খাড়গে - কংগ্রেস

ছত্তিশগড়ে মোট 90 টি বিধানসভা আসন ৷ তবে একমাত্র এই রাজ্যেই দুই দফায় ভোট হচ্ছে। প্রথম দফার ভোট হচ্ছে 20টি মাওবাদী অধ্যুষিত আসনে মঙ্গলবার ৷ বাকি 70টি আসনে ভোটগ্রহণ হবে 17 নভেম্বর। প্রথম দফার ভোটের সময়সূচিও ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন। এই অনুসারে 10 টি বিধানসভা আসনে সকাল সাতটা থেকে বিকাল তিনটে পর্যন্ত এবং বাকি 10টি আসনে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 4:11 PM IST

রায়পুর, 6 নভেম্বর: ছত্তিশগড়ে জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী কংগ্রেস ৷ এমনকী ভোটের দু'দিন আগে যেভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিল ইডি, তাতেও ভীত নয় কংগ্রেস ৷ সোমবার কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাফ জানালেন, "তারা (বিজেপি) যা খুশি তাই করুক, কংগ্রেস ছত্তিশগড়ে জিতবে ৷" যার পালটা এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রমন সিং বলেন, "মহাদেব বেটিং অ্য়াপ নিয়ে যখন সবকিছু প্রমাণিত হয়েছে সুতরাং ভূপেশ বাঘেল এখন মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।"

ছত্তিশগড়ের প্রথম দফার ভোটগ্রহণ আগামিকাল অর্থাৎ 7 নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৷ বস্তার বিভাগের 12টি বিধানসভা আসন এবং রাজনান্দগাঁও লোকসভা কেন্দ্রের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, 10টি বিধানসভা আসনের ভোটাররা ভোট দেওয়ার জন্য 9 ঘন্টা সময় পাবেন ৷ অন্যদিকে, বাকি 10টি আসনের ভোটাররা আট ঘন্টা সময় পাবেন ভোটদানের জন্য।

ছত্তিশগড়ে মোট 90টি বিধানসভা আসনে দু'দফায় ভোট হচ্ছে। প্রথম দফার ভোট হচ্ছে 20টি মাওবাদী অধ্যুষিত আসনে মঙ্গলবার ৷ বাকি 70টি আসনে ভোটগ্রহণ হবে আগামী 17 নভেম্বর। প্রথম দফার ভোটের সময়সূচিও ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন। এই অনুসারে 10টি বিধানসভা আসনে সকাল সাতটা থেকে বিকাল তিনটে পর্যন্ত এবং বাকি 10টি আসনে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

মাওবাদীরা ইতিমধ্যেই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ৷ ফলে নির্বাচন প্রভাবিত হতে পারে বলেও মনে করছে কমিশন ৷ অনেক সময়ই ভোট কেন্দ্রে আগুল লাগিয়ে দেওয়ার পাশাপাশি গুলি ও বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে ৷ এমন পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ ৷ কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশন তার সর্বশক্তি ব্যবহার করতে চলেছে যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। এমনকী নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও কোনও ত্রুটি রাখতে চাইছে না কমিশন ৷

আরও পড়ুন: অমিত শাহের মৃত্যু চান নীতীশ কুমারের মন্ত্রী, বিতর্ক বিহারে

প্রথম ধাপে মঙ্গলবার পান্ডারিয়া, কাওয়ার্ধা, খয়রাগড়, ডোঙ্গারগড়, রাজনন্দগাঁও, ডোঙ্গারগাঁও, খুজ্জি, বস্তার, জগদলপুর এবং চিত্রকোট বিধানসভা কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হবে। অন্যদিকে, মোহলা-মনপুর, আন্তাগড়, ভানুপ্রতাপপুর, কাঙ্কের, কেশকাল, কোন্ডাগাঁও, নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্তা বিধানসভা কেন্দ্রে সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট হবে। তাৎপর্যপূর্ণভাবে, রাজনন্দগাঁও বিধানসভা থেকে বিজেপির প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। অন্যদিকে, মিজোরামে 40টি আসনেই ভোটগ্রহণ হবে মঙ্গলবার ৷

রায়পুর, 6 নভেম্বর: ছত্তিশগড়ে জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী কংগ্রেস ৷ এমনকী ভোটের দু'দিন আগে যেভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিল ইডি, তাতেও ভীত নয় কংগ্রেস ৷ সোমবার কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাফ জানালেন, "তারা (বিজেপি) যা খুশি তাই করুক, কংগ্রেস ছত্তিশগড়ে জিতবে ৷" যার পালটা এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রমন সিং বলেন, "মহাদেব বেটিং অ্য়াপ নিয়ে যখন সবকিছু প্রমাণিত হয়েছে সুতরাং ভূপেশ বাঘেল এখন মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।"

ছত্তিশগড়ের প্রথম দফার ভোটগ্রহণ আগামিকাল অর্থাৎ 7 নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৷ বস্তার বিভাগের 12টি বিধানসভা আসন এবং রাজনান্দগাঁও লোকসভা কেন্দ্রের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, 10টি বিধানসভা আসনের ভোটাররা ভোট দেওয়ার জন্য 9 ঘন্টা সময় পাবেন ৷ অন্যদিকে, বাকি 10টি আসনের ভোটাররা আট ঘন্টা সময় পাবেন ভোটদানের জন্য।

ছত্তিশগড়ে মোট 90টি বিধানসভা আসনে দু'দফায় ভোট হচ্ছে। প্রথম দফার ভোট হচ্ছে 20টি মাওবাদী অধ্যুষিত আসনে মঙ্গলবার ৷ বাকি 70টি আসনে ভোটগ্রহণ হবে আগামী 17 নভেম্বর। প্রথম দফার ভোটের সময়সূচিও ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন। এই অনুসারে 10টি বিধানসভা আসনে সকাল সাতটা থেকে বিকাল তিনটে পর্যন্ত এবং বাকি 10টি আসনে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

মাওবাদীরা ইতিমধ্যেই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ৷ ফলে নির্বাচন প্রভাবিত হতে পারে বলেও মনে করছে কমিশন ৷ অনেক সময়ই ভোট কেন্দ্রে আগুল লাগিয়ে দেওয়ার পাশাপাশি গুলি ও বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে ৷ এমন পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ ৷ কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশন তার সর্বশক্তি ব্যবহার করতে চলেছে যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। এমনকী নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও কোনও ত্রুটি রাখতে চাইছে না কমিশন ৷

আরও পড়ুন: অমিত শাহের মৃত্যু চান নীতীশ কুমারের মন্ত্রী, বিতর্ক বিহারে

প্রথম ধাপে মঙ্গলবার পান্ডারিয়া, কাওয়ার্ধা, খয়রাগড়, ডোঙ্গারগড়, রাজনন্দগাঁও, ডোঙ্গারগাঁও, খুজ্জি, বস্তার, জগদলপুর এবং চিত্রকোট বিধানসভা কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হবে। অন্যদিকে, মোহলা-মনপুর, আন্তাগড়, ভানুপ্রতাপপুর, কাঙ্কের, কেশকাল, কোন্ডাগাঁও, নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্তা বিধানসভা কেন্দ্রে সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট হবে। তাৎপর্যপূর্ণভাবে, রাজনন্দগাঁও বিধানসভা থেকে বিজেপির প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। অন্যদিকে, মিজোরামে 40টি আসনেই ভোটগ্রহণ হবে মঙ্গলবার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.