ETV Bharat / bharat

Congress: তিন রাজ্যে পর্যবেক্ষক বদল কংগ্রেস সভাপতি খাড়গের - উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট

আগামী বছর বিধানসভা নির্বাচন ছত্তিশগড় ও রাজস্থানে ৷ 2024 এ হরিয়ানায় বিধানসভার ভোট রয়েছে ৷ তার আগে ওই তিন রাজ্যে পর্যবেক্ষক বদল করলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Chief Mallikarjun Kharge) ৷

Congress names in charges for poll bound Chhattisgarh Rajasthan besides Haryana
Congress: তিন রাজ্যে পর্যবেক্ষক বদল কংগ্রেস সভাপতি খাড়গের
author img

By

Published : Dec 6, 2022, 5:05 PM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর: ছত্তিশগড়, রাজস্থান ও হরিয়ানায় পর্যবেক্ষক নিয়োগ করল কংগ্রেস (Congress) ৷ ছত্তিশগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজাকে ৷ রাজস্থানের দায়িত্ব পেয়েছেন পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী সুখজিন্দর সিং রানধাওয়া ৷ আর রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ শক্তিসিং গোহিলকে দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার ৷

ছত্তিশগড়ে পি এল পুনিয়া, রাজস্থানে অজয় মাকেন ও হরিয়ানায় সুনীল বনসল পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন ৷ তাঁদের সরিয়ে শৈলজা, রানধাওয়া ও গোহিলকে দায়িত্ব দিল কংগ্রেস ৷ আগামী বছর রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভার নির্বাচন রয়েছে ৷ তাই এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

কারণ, ওই দুই রাজ্যে কংগ্রেসের সরকার রয়েছে ৷ আর দুই রাজ্যেই ক্রমশ মাথাচাড়া দিচ্ছে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ৷ বিশেষ করে রাজস্থানে ৷ যেখানে দুই প্রতিপক্ষ শিবিরের একদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot) ও অন্যদিকে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট (Sachin Pilot) ৷ যে গোলমালের জেরেই অজয় মাকেন ওই রাজ্যের পর্যবেক্ষক পদ থেকে ইস্তফা দেন ৷

অন্যদিকে হরিয়ানায় বিধানসভা নির্বাচন 2024 সালে ৷ সেখানে ক্ষমতায় ফেরার আশায় রয়েছে কংগ্রেস ৷ ফলে গোহিলের কাঁধে গুরুত্ব দায়িত্ব সঁপে দেওয়া হল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

এদিকে মঙ্গলবার এই পরিবর্তনগুলি ছাড়া আরও কিছু সাংগঠনিক রদবদল করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Chief Mallikarjun Kharge) ৷

আরও পড়ুন: 25 জানুয়ারি পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ বম্বে হাইকোর্টের

নয়াদিল্লি, 6 ডিসেম্বর: ছত্তিশগড়, রাজস্থান ও হরিয়ানায় পর্যবেক্ষক নিয়োগ করল কংগ্রেস (Congress) ৷ ছত্তিশগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজাকে ৷ রাজস্থানের দায়িত্ব পেয়েছেন পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী সুখজিন্দর সিং রানধাওয়া ৷ আর রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ শক্তিসিং গোহিলকে দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার ৷

ছত্তিশগড়ে পি এল পুনিয়া, রাজস্থানে অজয় মাকেন ও হরিয়ানায় সুনীল বনসল পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন ৷ তাঁদের সরিয়ে শৈলজা, রানধাওয়া ও গোহিলকে দায়িত্ব দিল কংগ্রেস ৷ আগামী বছর রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভার নির্বাচন রয়েছে ৷ তাই এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

কারণ, ওই দুই রাজ্যে কংগ্রেসের সরকার রয়েছে ৷ আর দুই রাজ্যেই ক্রমশ মাথাচাড়া দিচ্ছে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ৷ বিশেষ করে রাজস্থানে ৷ যেখানে দুই প্রতিপক্ষ শিবিরের একদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot) ও অন্যদিকে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট (Sachin Pilot) ৷ যে গোলমালের জেরেই অজয় মাকেন ওই রাজ্যের পর্যবেক্ষক পদ থেকে ইস্তফা দেন ৷

অন্যদিকে হরিয়ানায় বিধানসভা নির্বাচন 2024 সালে ৷ সেখানে ক্ষমতায় ফেরার আশায় রয়েছে কংগ্রেস ৷ ফলে গোহিলের কাঁধে গুরুত্ব দায়িত্ব সঁপে দেওয়া হল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

এদিকে মঙ্গলবার এই পরিবর্তনগুলি ছাড়া আরও কিছু সাংগঠনিক রদবদল করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Chief Mallikarjun Kharge) ৷

আরও পড়ুন: 25 জানুয়ারি পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ বম্বে হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.