নয়াদিল্লি, 11 এপ্রিল : একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে ব্যঙ্গ করলেন রাহুল গান্ধি ৷ যেখানে ‘আম’ এবং ‘আম আদমি’ প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদিকে বিঁধলেন কংগ্রেস সাংসদ ৷ কটাক্ষের সুরে যেখানে তিনি বলেন, ‘‘আম খাওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আম জনতাকে তো ছেড়ে দিন ৷’’ প্রসঙ্গত, 2019 লোকসভার নির্বাচনের আগে অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি নিজের ‘আম’-এর প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিক বিষয়ে বিদ্ধ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তেমনি একাধিক বিষয়ে ফের একবার নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তিনি ৷ আজ একটি টুইট করে রাহুল গান্ধি লেখেন, ‘‘করোনা ভাইরাস এবং ভ্যাকসিনের মজুতে নিয়ন্ত্রণ নেই ৷ কৃষক এবং শ্রমজীবীদের প্রতি কোনও নজর নেই ৷ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিরাপদ নয় ৷ এমনকি মধ্যবিত্ত মানুষও খুশি নয় ৷ আম খাওয়া পর্যন্ত ঠিক ছিল ৷ কিন্তু আম জনতাকে তো ছেড়ে দিন ৷’’
আরও পড়ুন : শুরু টিকা উৎসব, প্রতিষেধকের খামতি নিয়ে উঠছে প্রশ্ন
রাহুল গান্ধির টুইটের শেষ দু’টি বাক্যই হইচই ফেলে দিয়েছে ৷ কারণ এই দু’টি লাইনে নরেন্দ্র মোদিকে তীব্রভাবে ব্যঙ্গ করেছেন রাহুল ৷ প্রসঙ্গত, 2019 লোকসভা ভোটের সময় এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের হয়ে অভিনেতা অক্ষয় কুমারকে সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ যেখানে নিজের আমের প্রতি ভালোবাসা এবং আম খাওয়ার পদ্ধতি নিয়ে বলেছিলেন মোদি ৷ সেই আম খাওয়ার প্রসঙ্গ তুলে রাহুলের বার্তা, আমের মতোই, আম জনতার প্রয়োজনগুলিকেও মোদি সরকার খেয়ে ফেলছেন ৷