ETV Bharat / bharat

Adhir Apologised: 'রাষ্ট্রপত্নী' বিতর্কে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর - Adhir Chowdhury apologised for his remark against president

চিঠিতে তিনি লিখেছেন, ভুলবশতই এই মন্তব্য করেছেন ৷ মুখ ফসকে রাষ্ট্রপতির জায়গায় 'রাষ্ট্রপত্নী' বলে ফেলেছেন ৷ এমনই দাবি করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি ৷ এখন ক্ষমা চাইলেও প্রথমে একদম ভিন্ন অবস্থান ছিল অধীরের (Adhir Chowdhury apologised for his remark against president )৷

Adhir Apologised
ষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর
author img

By

Published : Jul 29, 2022, 8:06 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই: দীর্ঘ টানাপোড়েনের পর 'রাষ্ট্রপত্নী' বিতর্কে ক্ষমা চাইলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ৷ সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে অভিহিত করে বিতর্কে জড়ান বহরমপুরের সাংসদ (Cong MP sparked controversy) ৷ এরপরই বিজেপির তরফে কংগ্রেসকে আক্রমণ করা হয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে অনেকেই সরব হন এই প্রসঙ্গে ৷ প্রথমটায় ক্ষমা চাইতে রাজি হননি অধীর ৷ কিন্তু পরে চাপ বাড়তে থাকায় শেষমেশ চিঠি লিখে রাষ্ট্রপতির থেকে ক্ষমা চেয়ে নিলেন অধীর ৷

সংক্ষিপ্ত চিঠিতে তিনি লিখেছেন, ভুলবশত এই মন্তব্য করে ফেলেছেন ৷ মুখ ফসকেই তিনি রাষ্ট্রপতির জায়গায় 'রাষ্ট্রপত্নী' বলে ফেলেছেন ৷ এমনই দাবি করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি ৷ এখন ক্ষমা চাইলেও প্রথমে একদম ভিন্ন অবস্থান ছিল অধীরের ৷ সে সময় তিনি বলেছিলেন তাঁর মনে হয় না কোনও অপরাধ করেছেন তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই ৷ পরে কিছুটা অবস্থান বদল করেন তিনি ৷ তিনি জানান, তাঁর মন্তব্যে রাষ্ট্রপতি যদি আহত হয়ে থাকেন তাহলে তিনি ক্ষমাপ্রার্থী ৷ কিন্তু তাতেও বিতর্ক থামেনি ৷ আর তাই শেষমেশ চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর ৷

Adhir Apologised
রাষ্ট্রপতিকে লেখা অধীরের সেই চিঠি

আরও পড়ুন: সংসদে চিকেন তন্দুরি বিতর্কে বিজেপিকে বিঁধলেন মহুয়া

শুধু এই প্রসঙ্গ নয়, সাংসদদের সাসপেন্ড করা নিয়েও শাসক ও বিরোধীরা তরজায় জড়িয়েছে ৷ সংসদ কক্ষে বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভা ও লোকসভার বেশ কয়েকজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ তার প্রতিবাদে 50 ঘণ্টা ধরে সংসদ চত্বরে ধরনায় বসেন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা ৷ সেই ধরনায় গান্ধিমূর্তির পাদদেশে চিকেন তন্দুরি খাওয়া নিয়ে কংগ্রেস সাংসদদের আক্রমণ করে বিজেপি ৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানান, মহত্মাদের অপমান করা অভ্যাসে পরিণত করেছে কংগ্রেস ৷ পালটা বিজেপিকে কড়া আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

নয়াদিল্লি, 29 জুলাই: দীর্ঘ টানাপোড়েনের পর 'রাষ্ট্রপত্নী' বিতর্কে ক্ষমা চাইলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ৷ সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে অভিহিত করে বিতর্কে জড়ান বহরমপুরের সাংসদ (Cong MP sparked controversy) ৷ এরপরই বিজেপির তরফে কংগ্রেসকে আক্রমণ করা হয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে অনেকেই সরব হন এই প্রসঙ্গে ৷ প্রথমটায় ক্ষমা চাইতে রাজি হননি অধীর ৷ কিন্তু পরে চাপ বাড়তে থাকায় শেষমেশ চিঠি লিখে রাষ্ট্রপতির থেকে ক্ষমা চেয়ে নিলেন অধীর ৷

সংক্ষিপ্ত চিঠিতে তিনি লিখেছেন, ভুলবশত এই মন্তব্য করে ফেলেছেন ৷ মুখ ফসকেই তিনি রাষ্ট্রপতির জায়গায় 'রাষ্ট্রপত্নী' বলে ফেলেছেন ৷ এমনই দাবি করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি ৷ এখন ক্ষমা চাইলেও প্রথমে একদম ভিন্ন অবস্থান ছিল অধীরের ৷ সে সময় তিনি বলেছিলেন তাঁর মনে হয় না কোনও অপরাধ করেছেন তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই ৷ পরে কিছুটা অবস্থান বদল করেন তিনি ৷ তিনি জানান, তাঁর মন্তব্যে রাষ্ট্রপতি যদি আহত হয়ে থাকেন তাহলে তিনি ক্ষমাপ্রার্থী ৷ কিন্তু তাতেও বিতর্ক থামেনি ৷ আর তাই শেষমেশ চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর ৷

Adhir Apologised
রাষ্ট্রপতিকে লেখা অধীরের সেই চিঠি

আরও পড়ুন: সংসদে চিকেন তন্দুরি বিতর্কে বিজেপিকে বিঁধলেন মহুয়া

শুধু এই প্রসঙ্গ নয়, সাংসদদের সাসপেন্ড করা নিয়েও শাসক ও বিরোধীরা তরজায় জড়িয়েছে ৷ সংসদ কক্ষে বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভা ও লোকসভার বেশ কয়েকজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ তার প্রতিবাদে 50 ঘণ্টা ধরে সংসদ চত্বরে ধরনায় বসেন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা ৷ সেই ধরনায় গান্ধিমূর্তির পাদদেশে চিকেন তন্দুরি খাওয়া নিয়ে কংগ্রেস সাংসদদের আক্রমণ করে বিজেপি ৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানান, মহত্মাদের অপমান করা অভ্যাসে পরিণত করেছে কংগ্রেস ৷ পালটা বিজেপিকে কড়া আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.