গান্ধিনগর, 9 ডিসেম্বর: গুজরাতে গেরুয়া রঙের দাপটে ফিকে হয়ে গিয়েছে হাত ৷ 182টির মধ্যে মাত্র 17টি আসন পেয়েছে কংগ্রেস ৷ 5টি আসনে জয়ী হয়ে মোদি-রাজ্যে খাতা খুলেছে আম আদমি পার্টি (Aam Aadmi Party, AAP) ৷ বিজেপি তো 156টি আসনে জিতে রেকর্ড গড়েছে ৷ এই ফলাফলের পর দেশের প্রাচীনতম দলটি সৌরাষ্ট্রে প্রধান বিরোধী দলের তকমাও কি হারাতে বসেছে (Congress Opposition Party Status in Gujarat) ?
নিয়ম অনুযায়ী, গুজরাত বিধানসভায় বিরোধী দল হতে গেলে কমপক্ষে 18টি আসনে জয়ী হতে হবে ৷ সেখানে কংগ্রেসের ঝুলিতে 1টি আসন কম ৷ তবে এখানে কহানি মে টুইস্ট হতে পারে ৷ যদি আপ বিধায়ক অথবা কোনও নির্দল প্রার্থী কংগ্রেসকে সমর্থন করেন তাহলে এই যাত্রায় গুজরাতে হাতের কপালে বিরোধী দলের স্বীকৃতি জুটলেও জুটতে পারে ৷
আরও পড়ুন: সর্বকালীন রেকর্ড গড়ে গুজরাতে ফের ক্ষমতায় ভূপেন্দ্র, ছাপিয়ে গেলেন নরেন্দ্রকেও
আর যদি তা না হয় ? বিরোধী দল না হলে তো কংগ্রেস একটা অফিসও পাবে না ৷ বিধানসভার দ্বিতীয় তলে তিনটি ছোট্ট অফিসের মধ্যে একটিতে জায়গা পাবে তারা ৷ তাতে তাদের জন্য রাখা কর্মচারীদের মধ্যে অন্ততপক্ষে 18 জনের চাকরি যেতে পারে ৷ একদিকে পরপর সাতটি বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে বামশাসনের মতো রেকর্ড গড়েছে বিজেপি ৷
1 ও 5 ডিসেম্বর দু'দফায় গুজরাতে যত ভোট পড়েছে, তার অর্ধেকেরও বেশি প্রায় 52 শতাংশ ভোটই পেয়েছে গুজরাত ৷ কংগ্রেস 26.9 শতাংশ, জানিয়েছে নির্বাচন কমিশন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে গুজরাতের এই ফলাফল বিজেপিকে বাড়তি অক্সিদেন দেবে ৷ কংগ্রেসের সান্ত্বনা হিমাচলপ্রদেশ ৷ 68 টি আসনের হিমাচল বিধানসভা বিজেপির থেকে একপ্রকার ছিনিয়ে নিয়েছে কংগ্রেস ৷ বিজেপির ঝুলিতে 25টি আর কংগ্রেসের দখলে 40 ৷ আর 3জন নির্দল প্রার্থী জিতেছেন ৷ আম আদমি পার্টি পাহাড়ে দাঁত ফোটাতে পারেনি ৷ তবে 1985 সালের পর থেকে কোনও দলই এখানে নিজেদের সরকার টিকিয়ে রাখতে পারেনি ৷
আরও পড়ুন: জনতার রায়ে এগিয়ে থেকেও বিজেপির 'ঘোড়া কেনাবেচা'র আশংকা ভাবাচ্ছে কংগ্রেসকে