ETV Bharat / bharat

Speaker Om Birla: রাহুলের সাংসদ-পদ বাতিলের জের! ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভাবনা - রাহুল গান্ধি

জানা গিয়েছে, কংগ্রেস সাংসদরা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারেন ৷ নিজেদের মধ্যে বৈঠকে তাঁরা এমনই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ আগামী সপ্তাহে বিষয়টি চূড়ান্ত হতে পারে (No confidence motion against Lok Sabha Speaker Om Birla) ৷

Lok Sabha Speaker Om Birla
ওম বিড়লা
author img

By

Published : Mar 29, 2023, 8:07 AM IST

Updated : Mar 29, 2023, 8:47 AM IST

নয়াদিল্লি, 29 মার্চ: লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ভাবনাচিন্তা করছে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি ৷ মঙ্গলবার গভীর রাতে একটি সূত্রে এমনই জানা গিয়েছে । বিজেপি-বিরোধীদলগুলিকে লোকসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না এই অভিযোগে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে কংগ্রেস-সহ বিরোধী শিবির (Opposition parties likely to bring no confidence motion against Lok Sabha Speaker Om Birla) ৷

সূত্রে আরও জানা গিয়েছে, কংগ্রেস সাংসদদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একটি সংবাদসংস্থার দাবি, আগামী সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস সাংসদদের বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে ৷ এ নিয়ে কংগ্রেসের সঙ্গে একই মতামতের অন্য বিরোধী দলগুলির মধ্যে আলোচনা চলছে ৷ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলকে কেন্দ্র করে এর সূত্রপাত ৷ প্রসঙ্গত, 24 মার্চ কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি ওয়ানাড়ের লোকসভা সাংসদ পদটি হারান ৷ সেই ঘটনাকে হাতিয়ার করে সংসদের ভিতরে ও বাইরে সরকারকে চাপে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস । এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, আপ, বিআরএস-র মতো বিরোধী দলগুলিও ৷

আরও পড়ুন: নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করছেন রাহুল, সংকল্প সত্যাগ্রহের সমালোচনায় স্মৃতি

প্রসঙ্গত, 24 মার্চ কংগ্রেস নেতা ওয়ানাড়ের লোকসভা সাংসদ পদটি হারান ৷ 2019 সালের মোদি পদবি নিয়ে একটি মন্তব্যের জেরে 23 মার্চ গুজরাতে সুরাতের একটি জেলা দায়রা আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে 2 বছর কারাবাসের সাজা দেয় ৷ আদালতের এই রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যে 24 মার্চ, শুক্রবার জনপ্রতিনিধি আইনের আওতায় তাঁর সাংসদ পদটি খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Rahul Gandhi Disqualification) ৷ এ নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয় ৷ কংগ্রেসের প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেস-সহ অন্য দলগুলি ৷ সংসদের দুই কক্ষে বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে ৷ তাই ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে কংগ্রেস ৷ আপাতত, এটি দলীয় স্তরে রয়েছে ৷ কিন্তু অন্য দলগুলির সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গিয়েছে ৷

তবে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে কমপক্ষে 50 জন সদস্যকে সমর্থন প্রয়োজন ৷ পাশাপাশি এই প্রস্তাব পাশ করার জন্য হাউজের প্রক্রিয়াও চালু রাখতে হবে ৷ লোকসভার রুলস অফ প্রসিডিউর এবং কনডাক্ট অফ বিজনেস (Rules of Procedure and Conduct of Business in Lok Sabha) অনুযায়ী, লোকসভার কোনও সদস্য অধ্যক্ষ বা ডেপুটি-অধ্যক্ষের অপসারণ চেয়ে মহাসচিবের কাছে নোটিস পাঠাতে পারেন ৷ এই নোটিস পাওয়ার পর তা তালিকাভুক্ত (list of business) করা হবে ৷ সর্বোপরি নোটিস পাওয়ার 14 দিন পরই অনাস্থা প্রস্তাবের দিন ঠিক করা যাবে ৷ সোমবার 13 মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ৷ শেষ হবে 6 এপ্রিল ৷ তাই আগামী সোমবার, 3 এপ্রিল কংগ্রেসে কি শেষ পর্যন্ত ওম বিড়লার অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনতে পারে কিনা সেটাই বড় প্রশ্ন।

আরও পড়ুন: নিজের অধিকারের প্রতি পক্ষপাতদুষ্ট না হয়েই বাংলো ছাড়বেন, জানালেন রাহুল

নয়াদিল্লি, 29 মার্চ: লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ভাবনাচিন্তা করছে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি ৷ মঙ্গলবার গভীর রাতে একটি সূত্রে এমনই জানা গিয়েছে । বিজেপি-বিরোধীদলগুলিকে লোকসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না এই অভিযোগে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে কংগ্রেস-সহ বিরোধী শিবির (Opposition parties likely to bring no confidence motion against Lok Sabha Speaker Om Birla) ৷

সূত্রে আরও জানা গিয়েছে, কংগ্রেস সাংসদদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একটি সংবাদসংস্থার দাবি, আগামী সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস সাংসদদের বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে ৷ এ নিয়ে কংগ্রেসের সঙ্গে একই মতামতের অন্য বিরোধী দলগুলির মধ্যে আলোচনা চলছে ৷ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলকে কেন্দ্র করে এর সূত্রপাত ৷ প্রসঙ্গত, 24 মার্চ কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি ওয়ানাড়ের লোকসভা সাংসদ পদটি হারান ৷ সেই ঘটনাকে হাতিয়ার করে সংসদের ভিতরে ও বাইরে সরকারকে চাপে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস । এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, আপ, বিআরএস-র মতো বিরোধী দলগুলিও ৷

আরও পড়ুন: নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করছেন রাহুল, সংকল্প সত্যাগ্রহের সমালোচনায় স্মৃতি

প্রসঙ্গত, 24 মার্চ কংগ্রেস নেতা ওয়ানাড়ের লোকসভা সাংসদ পদটি হারান ৷ 2019 সালের মোদি পদবি নিয়ে একটি মন্তব্যের জেরে 23 মার্চ গুজরাতে সুরাতের একটি জেলা দায়রা আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে 2 বছর কারাবাসের সাজা দেয় ৷ আদালতের এই রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যে 24 মার্চ, শুক্রবার জনপ্রতিনিধি আইনের আওতায় তাঁর সাংসদ পদটি খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Rahul Gandhi Disqualification) ৷ এ নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয় ৷ কংগ্রেসের প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেস-সহ অন্য দলগুলি ৷ সংসদের দুই কক্ষে বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে ৷ তাই ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে কংগ্রেস ৷ আপাতত, এটি দলীয় স্তরে রয়েছে ৷ কিন্তু অন্য দলগুলির সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গিয়েছে ৷

তবে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে কমপক্ষে 50 জন সদস্যকে সমর্থন প্রয়োজন ৷ পাশাপাশি এই প্রস্তাব পাশ করার জন্য হাউজের প্রক্রিয়াও চালু রাখতে হবে ৷ লোকসভার রুলস অফ প্রসিডিউর এবং কনডাক্ট অফ বিজনেস (Rules of Procedure and Conduct of Business in Lok Sabha) অনুযায়ী, লোকসভার কোনও সদস্য অধ্যক্ষ বা ডেপুটি-অধ্যক্ষের অপসারণ চেয়ে মহাসচিবের কাছে নোটিস পাঠাতে পারেন ৷ এই নোটিস পাওয়ার পর তা তালিকাভুক্ত (list of business) করা হবে ৷ সর্বোপরি নোটিস পাওয়ার 14 দিন পরই অনাস্থা প্রস্তাবের দিন ঠিক করা যাবে ৷ সোমবার 13 মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ৷ শেষ হবে 6 এপ্রিল ৷ তাই আগামী সোমবার, 3 এপ্রিল কংগ্রেসে কি শেষ পর্যন্ত ওম বিড়লার অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনতে পারে কিনা সেটাই বড় প্রশ্ন।

আরও পড়ুন: নিজের অধিকারের প্রতি পক্ষপাতদুষ্ট না হয়েই বাংলো ছাড়বেন, জানালেন রাহুল

Last Updated : Mar 29, 2023, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.