নয়াদিল্লি, 5 অগস্ট: মূল্যবৃদ্ধি, জিএসটি, বেকারত্ব নিয়ে দেশজুড়ে প্রতিবাদে নামছে কংগ্রেস ৷ শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কংগ্রেস সূত্রে খবর, আজ দলের সাংসদেরা (লোকসভা ও রাজ্যসভা) 'চলো রাষ্ট্রপতি ভবন' অভিযানে সংসদ ভবন থেকে যাত্রা শুরু করে নবনির্বাচিত প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সরকারি বাসভবন রাইজিনা হিলসে পৌঁছবেন ৷ অন্যদিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) সদস্যরা 'পিএম হাউজ় ঘেরাও'করতে যাবেন ৷
ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রবীণ কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে সম্প্রতি দফায়-দফায় জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ঘটনা পরম্পরায় 3 অগস্ট রাজধানীতে ন্যাশনাল হেরাল্ডের অফিস সিল করেছে ইডি ৷ পাশাপাশি কংগ্রেসের সদর দফতরের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ এমনকী রাহুল ও সোনিয়া গান্ধির বাসভবনের সামনেও রয়েছে নিরাপত্তাবাহিনীর আনাগোনা (Congress massive protest nationwide including PM House Gherao in New Delhi) ৷
আরও পড়ুন: "ওরা যা খুশি করে নিক...নরেন্দ্র মোদিকে ভয় পাই না", সাংবাদিকদের বললেন রাহুল গান্ধি
এ ব্যাপারে বৃহস্পতিবারই সাংবাদিকদের রাহুল গান্ধি বলেন, "ওরা যা খুশি করে নিক ৷ আমরা নরেন্দ্র মোদিকে ভয় পাই না ৷" এমনকী গতকাল রাজ্যসভায় সংসদীয় অধিবেশন চলাকালীন মল্লিকার্জুন খাড়গেকে সমন পাঠায় ইডি ৷ সেই সময় তিনি সংসদের মধ্যে ছিলেন ৷ তাঁকে তিন ঘণ্টা ধরে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গান্ধি পরিবার ও কংগ্রেস বনাম মোদি সরকার যুদ্ধে রাজধানী কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে ৷
ইতিমধ্যে এআইসিসি সদর দফতরের সামনে বিক্ষোভ জমায়েতে সামিল হয়েছেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ যন্তর-মন্তর ছাড়া পুরো নয়াদিল্লিতে 144 ধারা জারি করেছে পুলিশ ৷ এর আগে কংগ্রেস নেতা অজয় মাকেন প্রতিবাদের অনুমতি চেয়ে চিঠি লিখলেও বিভাগীয় ডিসিপি 5 অগস্ট প্রতিবাদ-বিক্ষোভের অনুমতি দেননি ৷ উলটে কংগ্রেসের সদর দফতরের সামনেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ মাকেন বলেন,"সরকার যতই আমাদের পিষে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা প্রতিবাদ করবই ৷ মূল্যবৃদ্ধি, জিএসটি, বেকারত্ব, ভোজ্য তেলের দাম নিয়ে পথে নামবই ৷ তাতে জেলে যেতে হয় যাব ৷" এদিকে নিরাপত্তা, আইন ও শৃঙ্খলা, যানজটের কারণে এই প্রতিবাদের ছাড়পত্র দেয়নি পুলিশ ৷
আরও পড়ুন: 'রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হবেন !' লিঙ্গায়ত সাধুর ভবিষ্যদ্বাণীতে বিব্রত মঠের সভাপতি