ETV Bharat / bharat

Congress Election Plans: লোকসভায় বিজেপিকে হারাতে কংগ্রেসের পাখির চোখ দক্ষিণের রাজ্যগুলি - হায়দরাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটি

বিশেষজ্ঞদের মতে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ক্রমে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস ৷ সেই তুলনায় বিজেপি কিছুটা ব্যাকফুটে ৷ কর্ণাটকে হার বড় ধাক্কা দিয়েছে গেরুয়া শিবিরকে ৷ বিষয়টি নিয়ে লিখলেন জি রবিকিরণ ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 4:31 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: তেলেঙ্গানায় এবছর বিধানসভা নির্বাচনে জিতে দক্ষিণ ভারতের এই রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে কংগ্রেস ৷ হায়দরাবাদে 2 দিনের কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এই বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ও উজ্জীবিত দেখিয়েছে কংগ্রেস নেতাদের ৷ এর আগে গত মে মাসেই কর্ণাটকের বিধানসভা নির্বাচনে আশাতীত সাফল্য পেয়ে বিজেপিকে সরিয়ে সে রাজ্যের ক্ষমতা দখল করেছে কংগ্রেস ৷ কর্ণাটক ভোটে কংগ্রেসের তরফে যে পাঁচটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সেখানে ভালো ফল দিয়েছিল হাত শিবিরকে ৷

সূত্রের খবর, তেলেঙ্গানা জয়ের লক্ষ্যেও ওই একই ধরণের প্রতিশ্রুতি দিতে চলেছে কংগ্রেস, সঙ্গে যুক্ত হতে পারে আরও একটি প্রতিশ্রুতি ৷ রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের দ্বিতীয় দিনের ফাঁকে কংগ্রেসের মুখপাত্র বপন খেরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার সময় তাঁর কাছে সাধারণ মানুষ যে সমস্যার কথা জানিয়েছিলেন তার উপর ভিতিতি করেই কংগ্রেস যে নির্বাচনি প্রতিশ্রুতি দিচ্ছে ৷ কর্ণাটকের মানুষও এই সুবিধাগুলি চেযেছিলেন ৷ এখন তেলেঙ্গানা, রাজস্থানা, মধ্যপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যগুলির মানুষ এই একই দাবি জানাচ্ছেন ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণের রাজ্যগুলিতে কংগ্রেসের প্রভাব ক্রমে বাড়ছে ৷ বিশেষত কর্ণাটকে কংগ্রেসের জয় তুলনামূলকভাবে দক্ষিণের রাজ্যগুলিতে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের কারণে কিছুটা বেকায়দায় রয়েছে বিজেপি ৷ মনে করা হচ্ছে, কর্ণাটকে বড় জয় ও ক্ষমতায় প্রত্যাবর্তন কংগ্রেসকে দক্ষিণ ভারতের রাজনীতিতে কংগ্রেসকে শক্ত জমিতে দাঁড় করিয়েছে ৷ 2022 এর ডিসেম্বরে হিমাচল প্রদেশে জয়ের পর কর্ণাটকের মতো বড় রাজ্যে শতাব্দী প্রাচীন এই দলটির এই ক্ষমতা দখল জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ৷

আরও পড়ুন: হায়দরাবাদে কার্যকরী কমিটির বৈঠক, 'ইন্ডিয়া'কে জেতাতে মরিয়া কংগ্রেস

এমতাবস্থায় মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে হায়দরাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠককে দলের সুপরিকল্পিত কর্মসূচি হিসেবেই দেখা হচ্ছে ৷ সামনেই তেলেঙ্গানায় ভোট ৷ 2024 লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে দলের জয়কে বর্তমানে পাখির চোখ করে এগোচ্ছে কংগ্রেসের ৷ কেন্দ্রে ক্ষমতায় ফিরতে দক্ষিণের রাজ্যগুলিতে ভালো ফল কংগ্রেসের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ ৷ হায়দরাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক করে সেই বার্তাটাই দিতে চাইছেন মল্লিকার্জুন খাড়গেরা ৷

2014 সালে কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসই তেলেঙ্গানাকে পৃথক রাজ্যের মর্যাদা দিয়েছিল ৷ কিন্তু কংগ্রেসকে অবাক করে এরপরেও 2014 ও 2018 এর বিধানসভা নির্বাচগুলিতে বড় জয় পায় কেসিআর এর নেতৃত্বাধীন বিআরএস (তৎকালীন টিআরএস) ৷ এবার ভোটের আগে তেলেঙ্গানাকে মাথায় রেখে জনসংযোগের ক্ষেত্রে বড় পরিকল্পনা করেছে খাড়গের নেতৃত্বাধীন কংগ্রেস ৷ ওয়ার্কিং কমিটির বৈঠকের পর দেশের বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ও কংগ্রেসের পরিষদীয় দলের নেতাদের তেলেঙ্গানার 119টি কেন্দ্রে জনসংযোগের কাজে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: 'চব্বিশে বিজেপিকে উৎখাতই হবে বাপুর প্রতি উপযুক্ত শ্রদ্ধা', সিডব্লিউসি-তে ভোকাল টনিক খাড়গের

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে হায়দরাবাদে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক কংগ্রেসের প্রচারে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন এখানকার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডিও ৷ তাঁর কথায়, "মানুষ কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতিকে বিশ্বাস করে ৷ এখানে কংগ্রেসের সরকার গঠন হওয়ার 100 দিনের মধ্যে আমরা 6টি প্রতিশ্রুতি পূরণ করব ৷ প্রদেশ কংগ্রেস ও পরিষদীয় দলের তরফে সেই লক্ষ্যে গ্যারেন্টি কার্ডও দেওয়া হবে ৷" কংগ্রেসের পরিকল্পনা হল, যেখানে বিজেপিকে সর্বোচ্চ আঘাত হানা সম্ভব সেখানে সেই আঘাতের লক্ষ্যেই পরিকল্পনা তৈরি করা ৷ এক্ষেত্রে অবশ্যই দক্ষিণ ভারতের রাজ্যগুলি কংগ্রেসের প্রধান লক্ষ্য ৷ বিজেপি বিরোধী ডিএমকে ও বামদলগুলি বর্তমানে তামিলনাড়ু ও কেরলে ক্ষমতায় রয়েছে ৷ কংগ্রেস নিজে কর্ণাটকে ক্ষমতায় ৷ তেলেঙ্গানায় কংগ্রেসই প্রধান বিরোধী শক্তি ৷ বিজেপি তেলেঙ্গানায় শক্ত ভিত তৈরির লক্ষ্যে লড়ছে, অন্ধ্রতেও তাদের সেরকম উপস্থিতি নেই ৷ এমতাবস্থায় তাই দক্ষিণের রাজ্যগুলিতে বিশেষ নজর দিচ্ছে কংগ্রেস ৷

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: তেলেঙ্গানায় এবছর বিধানসভা নির্বাচনে জিতে দক্ষিণ ভারতের এই রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে কংগ্রেস ৷ হায়দরাবাদে 2 দিনের কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এই বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ও উজ্জীবিত দেখিয়েছে কংগ্রেস নেতাদের ৷ এর আগে গত মে মাসেই কর্ণাটকের বিধানসভা নির্বাচনে আশাতীত সাফল্য পেয়ে বিজেপিকে সরিয়ে সে রাজ্যের ক্ষমতা দখল করেছে কংগ্রেস ৷ কর্ণাটক ভোটে কংগ্রেসের তরফে যে পাঁচটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সেখানে ভালো ফল দিয়েছিল হাত শিবিরকে ৷

সূত্রের খবর, তেলেঙ্গানা জয়ের লক্ষ্যেও ওই একই ধরণের প্রতিশ্রুতি দিতে চলেছে কংগ্রেস, সঙ্গে যুক্ত হতে পারে আরও একটি প্রতিশ্রুতি ৷ রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের দ্বিতীয় দিনের ফাঁকে কংগ্রেসের মুখপাত্র বপন খেরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার সময় তাঁর কাছে সাধারণ মানুষ যে সমস্যার কথা জানিয়েছিলেন তার উপর ভিতিতি করেই কংগ্রেস যে নির্বাচনি প্রতিশ্রুতি দিচ্ছে ৷ কর্ণাটকের মানুষও এই সুবিধাগুলি চেযেছিলেন ৷ এখন তেলেঙ্গানা, রাজস্থানা, মধ্যপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যগুলির মানুষ এই একই দাবি জানাচ্ছেন ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণের রাজ্যগুলিতে কংগ্রেসের প্রভাব ক্রমে বাড়ছে ৷ বিশেষত কর্ণাটকে কংগ্রেসের জয় তুলনামূলকভাবে দক্ষিণের রাজ্যগুলিতে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের কারণে কিছুটা বেকায়দায় রয়েছে বিজেপি ৷ মনে করা হচ্ছে, কর্ণাটকে বড় জয় ও ক্ষমতায় প্রত্যাবর্তন কংগ্রেসকে দক্ষিণ ভারতের রাজনীতিতে কংগ্রেসকে শক্ত জমিতে দাঁড় করিয়েছে ৷ 2022 এর ডিসেম্বরে হিমাচল প্রদেশে জয়ের পর কর্ণাটকের মতো বড় রাজ্যে শতাব্দী প্রাচীন এই দলটির এই ক্ষমতা দখল জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ৷

আরও পড়ুন: হায়দরাবাদে কার্যকরী কমিটির বৈঠক, 'ইন্ডিয়া'কে জেতাতে মরিয়া কংগ্রেস

এমতাবস্থায় মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে হায়দরাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠককে দলের সুপরিকল্পিত কর্মসূচি হিসেবেই দেখা হচ্ছে ৷ সামনেই তেলেঙ্গানায় ভোট ৷ 2024 লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে দলের জয়কে বর্তমানে পাখির চোখ করে এগোচ্ছে কংগ্রেসের ৷ কেন্দ্রে ক্ষমতায় ফিরতে দক্ষিণের রাজ্যগুলিতে ভালো ফল কংগ্রেসের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ ৷ হায়দরাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক করে সেই বার্তাটাই দিতে চাইছেন মল্লিকার্জুন খাড়গেরা ৷

2014 সালে কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসই তেলেঙ্গানাকে পৃথক রাজ্যের মর্যাদা দিয়েছিল ৷ কিন্তু কংগ্রেসকে অবাক করে এরপরেও 2014 ও 2018 এর বিধানসভা নির্বাচগুলিতে বড় জয় পায় কেসিআর এর নেতৃত্বাধীন বিআরএস (তৎকালীন টিআরএস) ৷ এবার ভোটের আগে তেলেঙ্গানাকে মাথায় রেখে জনসংযোগের ক্ষেত্রে বড় পরিকল্পনা করেছে খাড়গের নেতৃত্বাধীন কংগ্রেস ৷ ওয়ার্কিং কমিটির বৈঠকের পর দেশের বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ও কংগ্রেসের পরিষদীয় দলের নেতাদের তেলেঙ্গানার 119টি কেন্দ্রে জনসংযোগের কাজে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: 'চব্বিশে বিজেপিকে উৎখাতই হবে বাপুর প্রতি উপযুক্ত শ্রদ্ধা', সিডব্লিউসি-তে ভোকাল টনিক খাড়গের

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে হায়দরাবাদে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক কংগ্রেসের প্রচারে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন এখানকার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডিও ৷ তাঁর কথায়, "মানুষ কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতিকে বিশ্বাস করে ৷ এখানে কংগ্রেসের সরকার গঠন হওয়ার 100 দিনের মধ্যে আমরা 6টি প্রতিশ্রুতি পূরণ করব ৷ প্রদেশ কংগ্রেস ও পরিষদীয় দলের তরফে সেই লক্ষ্যে গ্যারেন্টি কার্ডও দেওয়া হবে ৷" কংগ্রেসের পরিকল্পনা হল, যেখানে বিজেপিকে সর্বোচ্চ আঘাত হানা সম্ভব সেখানে সেই আঘাতের লক্ষ্যেই পরিকল্পনা তৈরি করা ৷ এক্ষেত্রে অবশ্যই দক্ষিণ ভারতের রাজ্যগুলি কংগ্রেসের প্রধান লক্ষ্য ৷ বিজেপি বিরোধী ডিএমকে ও বামদলগুলি বর্তমানে তামিলনাড়ু ও কেরলে ক্ষমতায় রয়েছে ৷ কংগ্রেস নিজে কর্ণাটকে ক্ষমতায় ৷ তেলেঙ্গানায় কংগ্রেসই প্রধান বিরোধী শক্তি ৷ বিজেপি তেলেঙ্গানায় শক্ত ভিত তৈরির লক্ষ্যে লড়ছে, অন্ধ্রতেও তাদের সেরকম উপস্থিতি নেই ৷ এমতাবস্থায় তাই দক্ষিণের রাজ্যগুলিতে বিশেষ নজর দিচ্ছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.