নয়াদিল্লি, 28 ডিসেম্বর: রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ 'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা (Full Security) নিশ্চিত করতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখল কংগ্রেস (Congress) ৷ চিঠিতে (Congress Letter to Amit Shah) দলের দাবি, অবিলম্বে রাহুল গান্ধি-সহ সমস্ত 'ভারত জোড়ো যাত্রী'র নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ করুন অমিত শাহ ৷
-
Congress writes to Union Home Minister Amit Shah and requests him "to take immediate steps to ensure the safety and security of Rahul Gandhi and of all the Bharat Yatris and leaders joining Bharat Jodo Yatra" pic.twitter.com/tCsbyh9D6J
— ANI (@ANI) December 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congress writes to Union Home Minister Amit Shah and requests him "to take immediate steps to ensure the safety and security of Rahul Gandhi and of all the Bharat Yatris and leaders joining Bharat Jodo Yatra" pic.twitter.com/tCsbyh9D6J
— ANI (@ANI) December 28, 2022Congress writes to Union Home Minister Amit Shah and requests him "to take immediate steps to ensure the safety and security of Rahul Gandhi and of all the Bharat Yatris and leaders joining Bharat Jodo Yatra" pic.twitter.com/tCsbyh9D6J
— ANI (@ANI) December 28, 2022
কংগ্রেসের অভিযোগ, গত 24 ডিসেম্বর দিল্লিতে ভারত জোড়ো যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় ৷ ঘটনার সময় কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে দিল্লি পুলিশ ৷ এই বিষয়ে সংশ্লিষ্ট চিঠিতে কংগ্রেসের পক্ষে থেকে লেখা হয়, "রাজধানীতে ভারত জোড়ো যাত্রা চলাকালীন বারবার নিরাপত্তা বিঘ্নিত হয় ৷ রাহুল গান্ধি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান ৷ অথচ তাঁর নিরাপত্তাও লঙ্ঘন করা হয় ৷ এই কর্মসূচি ঘিরে জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে ৷ লঙ্ঘিত হয় রাহুল গান্ধিকে ঘিরে থাকা নিরাপত্তাবেষ্টনী ৷ কিন্তু, তারপরও সেই ভিড় নিয়ন্ত্রণ করার কোনও চেষ্টাই করেনি দিল্লি পুলিশ !"
আরও পড়ুন: কনকনে শীতেও সর্বক্ষণ পরনে সাদা টিশার্ট কেন? মুখ খুললেন রাহুল
কংগ্রেসের আরও দাবি, একটা সময় পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে রাহুল গান্ধিকে ঘিরে সুরক্ষাবলয় তৈরি করতে হয় কংগ্রেস কর্মী এবং ভারত জোড়ো যাত্রারই অংশগ্রহণকারীদের ! অমিত শাহকে পাঠানো সংশ্লিষ্ট চিঠিতে স্বাক্ষর রয়েছে কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপালের ৷ বহু বিখ্য়াত ব্যক্তিত্ব, যাঁরা ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে চান, বা নিচ্ছেন, তাঁদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলেও কংগ্রেসের পাঠানো এই চিঠিতে দাবি করা হয়েছে ৷ আগে যাঁরা এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন, সরকারি গোয়েন্দারা তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন বলে অভিযোগ ৷ কেন তাঁদের সঙ্গে এই আচরণ করা হচ্ছে, তা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷
চিঠিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বিশেষ বার্তাও দিয়েছে বিরোধী কংগ্রেস ৷ তাতে বলা হয়েছে, "দেশে শান্তি এবং সৌভ্রাতৃত্ব স্থাপনের উদ্দেশ্যেই ভারত জোড়ো যাত্রা করা হচ্ছে ৷ এখানে অন্তত সরকারের প্রতিহিংসামূলক রাজনীতি করা উচিত নয় ৷ বরং তাদের উচিত কংগ্রেস নেতা ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ৷"
চিঠিতে দেশের স্বার্থে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাধিক আত্মবলিদানের কথাও উল্লেখ করা হয়েছে ৷ এই প্রসঙ্গে উঠে এসেছে ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধির হত্যার ঘটনা ৷ এমনকী, 2013 সালে ছত্তীসগড়ের ঝিরম ঘাঁটিতে কংগ্রেসের রাজ্য নেতৃত্বের উপর যে ভয়াবহ মাওবাদী হামলা চালানো হয়েছিল, তারও উল্লেখ করা হয়েছে চিঠিতে ৷