ETV Bharat / bharat

Rajasthan Political Crisis: আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে রিপোর্ট মাকেন-খাড়গের - সোনিয়া গান্ধি

অশোক গেহলত কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হলে দলীয় নীতি অনুযায়ী রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না ৷ তাঁর পরে কে বসবেন রাজস্থানের মসনদে ? এনিয়ে তৈরি হয়েছে বিতর্ক । আর আজ রাজস্থানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সোনিয়া গান্ধিকে রিপোর্ট দেবেন অজয় মাকেন ও মল্লিকার্জুন খাড়গে (Rajasthan Political Crisis) ৷

Rajasthan Crisis
ETV Bharat
author img

By

Published : Sep 27, 2022, 8:12 AM IST

জয়পুর, 27 সেপ্টেম্বর: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সভাপতি পদে প্রার্থী হওয়া ঘিরে তুলকালাম রাজস্থানে ৷ গতকালই কংগ্রেস নেতা অজয় মাকেন এবং মল্লিকার্জুন খাড়গে দিল্লি ফিরে এসেছেন ৷ আজ দুপুর 12টার মধ্যে রাজস্থানের সাম্প্রতিক রাজনৈতিক সংকট নিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে রিপোর্ট দেবেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রী গেহলত কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রাজি হয়েছিলেন আগেই ৷ কিন্তু গত কয়েকদিনে তাঁর অনুগামী কংগ্রেস বিধায়করা যে ভূমিকা পালন করেছেন তাতে ক্ষুব্ধ দলের শীর্ষনেতারা । স্বভাবতই প্রশ্নের মুখে পড়েছে গেহলতেপর ভূমিকাও ।

এদিকে যদি গেহলত কংগ্রেসের পরবর্তী সভাপতি হন, তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন, রিপোর্টে তাও জানাবেন দুই প্রবীণ নেতা মাকেন ও খাড়গে ৷ সোমবারই তাঁরা সোনিয়া গান্ধিকে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন (Congress Leaders Ajay Maken, Mallikarjun Kharge to submit written report to Sonia Gandhi today on Rajasthan Political Crisis) ৷ আজ বিস্তারিত রিপোর্ট দেবেন । তাছাড়া কংগ্রেস বিধা

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের আগে সংকট সামলাতে কমল নাথকে দিল্লিতে তলব সোনিয়ার

সভাপতি নির্বাচন ঘিরে কংগ্রেসের অন্দরমহলে অস্থিরতা চলছে ৷ গান্ধি পরিবারের আস্থাভাজন অশোক গেহলতের (Ashok Gehlot) নাম কংগ্রেসের সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর তাঁর বিশ্বস্ত বিধায়করা বিদ্রোহ শুরু করেছে ৷ তাঁদের দাবি, গেহলতের পরিবর্তে শচীন পাইলট মুখ্যমন্ত্রী হলে তাঁরা বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন ৷ প্রায় 90 জন বিধায়কের সঙ্গে কথা বলতে রাজস্থানে পৌঁছন প্রবীণ দুই শীর্ষ নেতা অজয় মাকেন ও মল্লিকার্জুন খাড়গে ৷ কিন্তু তাঁরা বিধায়কেরা শীর্ষ নেতাদের সঙ্গে কোনও আলোচনা করতে রাজি হননি ৷

জয়পুর, 27 সেপ্টেম্বর: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সভাপতি পদে প্রার্থী হওয়া ঘিরে তুলকালাম রাজস্থানে ৷ গতকালই কংগ্রেস নেতা অজয় মাকেন এবং মল্লিকার্জুন খাড়গে দিল্লি ফিরে এসেছেন ৷ আজ দুপুর 12টার মধ্যে রাজস্থানের সাম্প্রতিক রাজনৈতিক সংকট নিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে রিপোর্ট দেবেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রী গেহলত কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রাজি হয়েছিলেন আগেই ৷ কিন্তু গত কয়েকদিনে তাঁর অনুগামী কংগ্রেস বিধায়করা যে ভূমিকা পালন করেছেন তাতে ক্ষুব্ধ দলের শীর্ষনেতারা । স্বভাবতই প্রশ্নের মুখে পড়েছে গেহলতেপর ভূমিকাও ।

এদিকে যদি গেহলত কংগ্রেসের পরবর্তী সভাপতি হন, তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন, রিপোর্টে তাও জানাবেন দুই প্রবীণ নেতা মাকেন ও খাড়গে ৷ সোমবারই তাঁরা সোনিয়া গান্ধিকে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন (Congress Leaders Ajay Maken, Mallikarjun Kharge to submit written report to Sonia Gandhi today on Rajasthan Political Crisis) ৷ আজ বিস্তারিত রিপোর্ট দেবেন । তাছাড়া কংগ্রেস বিধা

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের আগে সংকট সামলাতে কমল নাথকে দিল্লিতে তলব সোনিয়ার

সভাপতি নির্বাচন ঘিরে কংগ্রেসের অন্দরমহলে অস্থিরতা চলছে ৷ গান্ধি পরিবারের আস্থাভাজন অশোক গেহলতের (Ashok Gehlot) নাম কংগ্রেসের সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর তাঁর বিশ্বস্ত বিধায়করা বিদ্রোহ শুরু করেছে ৷ তাঁদের দাবি, গেহলতের পরিবর্তে শচীন পাইলট মুখ্যমন্ত্রী হলে তাঁরা বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন ৷ প্রায় 90 জন বিধায়কের সঙ্গে কথা বলতে রাজস্থানে পৌঁছন প্রবীণ দুই শীর্ষ নেতা অজয় মাকেন ও মল্লিকার্জুন খাড়গে ৷ কিন্তু তাঁরা বিধায়কেরা শীর্ষ নেতাদের সঙ্গে কোনও আলোচনা করতে রাজি হননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.