ETV Bharat / bharat

Congress reaction on TMC : হাত ছেড়ে ঘাসফুলে যাওয়ার হিড়িক, তৃণমূলকে চড়া সুরে আক্রমণ কংগ্রেসের - Congress Criticises TMC

বিগত কয়েক মাসে দেশের বিভিন্ন রাজ্য থেকে তাবড় কংগ্রেস নেতা, বিধায়কেরা হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিচ্ছেন ৷ এতে স্বভাবতই অস্বস্তিতে বেড়েছে কংগ্রেসের ৷ গতকাল মেঘালয়ের মুকুল সাংমা ও 11 জন কংগ্রেস বিধায়কও দল ছেড়েছেন ৷ কী বলছেন কংগ্রেস নেতারা ?

Congress reaction on TMC
কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস
author img

By

Published : Nov 25, 2021, 10:25 AM IST

Updated : Nov 25, 2021, 1:42 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর : ভাঙন ধরেছে কংগ্রেসে ৷ গোটা দেশজুড়েই একের পর এক নেতা হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিচ্ছেন ৷ স্বভাবতই ক্ষোভ জমেছে দেশের প্রাচীন দলটির অন্দরমহলে (Congress leader join All India Trinamool Congress, AITC) ৷

অসম, গোয়া, উত্তরপ্রদেশ, দিল্লি আর হরিয়ানা থেকে ইতিমধ্যে বেশ কয়েকজন কংগ্রেস নেতা ঘাসফুলে নাম লিখিয়েছেন ৷ আর গতকাল অধিক রাতে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা-সহ 12 জন বিধায়ক (Mukul Sangma and other 11 Congress MLAs join TMC) হাত ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে এসেছেন ৷ এর ফলে মেঘালয় বিধানভায় প্রধান বিরোধী দল হিসেবে জায়গা করে নিল তৃণমূল কংগ্রেস, যা কংগ্রেসের জন্য বড় ধাক্কা ৷

এ বছরের অগস্টে মহিলা কংগ্রেসের প্রধান (All India Mahila Congress, AIMC Chief) অসমের সুস্মিতা দেব (Sushmita Dev) তৃণমূলে যোগ দিয়েছেন ৷ বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ (Member of Rajya Sabha) এবং ত্রিপুরায় তৃণমূলের (Tripura TMC) প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ৷

আরও পড়ুন : Mukul Sangma Joins TMC : উত্তর-পূর্ব ভারতে ঘাসফুল, তৃণমূলে মেঘালয়ের কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা

দেশের প্রাক্তন কংগ্রেস নেতা তথা রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee), গোয়ার প্রাক্তন মু্খ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro) এবং উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা ললিতেশ ত্রিপাঠীও (Lalitesh Pati Tripathi) একই পথে হেঁটে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ লুইজিনহো ফেলেইরোও এখন তৃণমূলের রাজ্যসভা সাংসদ (Member of Rajya Sabha) ৷ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের এই ভূমিকাকে ‘বিশ্বাসঘাতক মানসিকতার’ (Betrayal with a motive) বলে আক্রমণ করেছেন অনেক প্রবীণ কংগ্রেস নেতা ৷

এ বছরের অগস্টেই দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও রাহুলের সঙ্গে দেখা করেন ৷ এরপর বিজেপি বিরোধী সব দলকে নিয়ে একটি জোট তৈরির কথা ঘোষণা করেন ৷ সেই জোটে কংগ্রেসের গুরুত্বপূর্ণ অবস্থানের কথাও জানান তৃণমূল সুপ্রিমো ৷ অথচ এই ক'মাসের মধ্যে দলে দলে কংগ্রেস নেতাদের ঘাসফুলে যোগ দেওয়াকে মোটেই ভাল চোখে দেখছে না কংগ্রেস নেতৃত্ব ৷

আরও পড়ুন : Mamata invites Modi to BGBS : বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার

কংগ্রেসের সাধারণ সম্পাদক (Congress General Secretary) কে সি বেণুগোপাল (K. C. Venugopal) বলেন, "আমরা বিজেপির জনসাধারণ-বিরোধী মানসিকতার বিরুদ্ধে লড়াই করছি, সাধারণ মানুষের সমস্যা নিয়ে লড়ছি ৷ জাতীয় স্তরে একমাত্র কংগ্রেসই কেন্দ্রের নীতিগুলির বিরোধিতা করছে ৷ যদি কিছু মানুষ এই ভাবনা রাখে যে তারা কংগ্রেসকে শেষ করতে পারবে, তাহলে তারা ভুল করছে ৷" তিনি আরও জানান, এ ধরনের চেষ্টা আগেও হয়েছে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপির বিরুদ্ধে লড়তে হলে লড়ুক ৷ বিরোধী দলকে দুর্বল করে কী লাভ হবে ? আমাদের কিছু যায় আসে না ৷ দিনের শেষে প্রমাণিত হবে যে সবটাই নাটক ৷"

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "এটা শুধুমাত্র সুবিধাবাদী রাজনীতির একটা উদাহরণ ৷ পশ্চিমবঙ্গকে লুট করে প্রচুর টাকা পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আর তা দিয়ে ব্যবসা করছে দিল্লিতে ৷ প্রত্যেক রাজনৈতিক দলেরই বৃদ্ধির অধিকার রয়েছে ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের বাস্তবটাও বোঝা উচিত ৷" তিনি একটি পরিসংখ্যানে জানান, নরেন্দ্র মোদির বিরুদ্ধে 63% মানুষ ভোট দিয়েছে, এর মধ্যে তৃণমূল কংগ্রেসের মাত্র 4% আর কংগ্রেসের 20% ৷ তাই জাতীয় বিরোধী দল হিসেবে কংগ্রেসের কোনও বিকল্প থাকতে পারে না ৷ এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "বিজেপির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব করছেন ৷ কারণ সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানোর পর তাঁর সঙ্গে কেন্দ্রের একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে ৷"

আরও পড়ুন : Kirti Azad joins TMC : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (CM Mamata Banerjee-PM Modi Meet) বৈঠক নিয়েও অধীররঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "মুখ্যমন্ত্রী জনসমক্ষে এই বৈঠক নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু ভেতরে ভেতরে প্রধানমন্ত্রী তাঁকে কী ভাবে কংগ্রেসকে শেষ করতে হবে, সেই নির্দেশ দিয়েছেন ৷"

নয়াদিল্লি, 25 নভেম্বর : ভাঙন ধরেছে কংগ্রেসে ৷ গোটা দেশজুড়েই একের পর এক নেতা হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিচ্ছেন ৷ স্বভাবতই ক্ষোভ জমেছে দেশের প্রাচীন দলটির অন্দরমহলে (Congress leader join All India Trinamool Congress, AITC) ৷

অসম, গোয়া, উত্তরপ্রদেশ, দিল্লি আর হরিয়ানা থেকে ইতিমধ্যে বেশ কয়েকজন কংগ্রেস নেতা ঘাসফুলে নাম লিখিয়েছেন ৷ আর গতকাল অধিক রাতে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা-সহ 12 জন বিধায়ক (Mukul Sangma and other 11 Congress MLAs join TMC) হাত ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে এসেছেন ৷ এর ফলে মেঘালয় বিধানভায় প্রধান বিরোধী দল হিসেবে জায়গা করে নিল তৃণমূল কংগ্রেস, যা কংগ্রেসের জন্য বড় ধাক্কা ৷

এ বছরের অগস্টে মহিলা কংগ্রেসের প্রধান (All India Mahila Congress, AIMC Chief) অসমের সুস্মিতা দেব (Sushmita Dev) তৃণমূলে যোগ দিয়েছেন ৷ বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ (Member of Rajya Sabha) এবং ত্রিপুরায় তৃণমূলের (Tripura TMC) প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ৷

আরও পড়ুন : Mukul Sangma Joins TMC : উত্তর-পূর্ব ভারতে ঘাসফুল, তৃণমূলে মেঘালয়ের কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা

দেশের প্রাক্তন কংগ্রেস নেতা তথা রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee), গোয়ার প্রাক্তন মু্খ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro) এবং উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা ললিতেশ ত্রিপাঠীও (Lalitesh Pati Tripathi) একই পথে হেঁটে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ লুইজিনহো ফেলেইরোও এখন তৃণমূলের রাজ্যসভা সাংসদ (Member of Rajya Sabha) ৷ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের এই ভূমিকাকে ‘বিশ্বাসঘাতক মানসিকতার’ (Betrayal with a motive) বলে আক্রমণ করেছেন অনেক প্রবীণ কংগ্রেস নেতা ৷

এ বছরের অগস্টেই দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও রাহুলের সঙ্গে দেখা করেন ৷ এরপর বিজেপি বিরোধী সব দলকে নিয়ে একটি জোট তৈরির কথা ঘোষণা করেন ৷ সেই জোটে কংগ্রেসের গুরুত্বপূর্ণ অবস্থানের কথাও জানান তৃণমূল সুপ্রিমো ৷ অথচ এই ক'মাসের মধ্যে দলে দলে কংগ্রেস নেতাদের ঘাসফুলে যোগ দেওয়াকে মোটেই ভাল চোখে দেখছে না কংগ্রেস নেতৃত্ব ৷

আরও পড়ুন : Mamata invites Modi to BGBS : বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার

কংগ্রেসের সাধারণ সম্পাদক (Congress General Secretary) কে সি বেণুগোপাল (K. C. Venugopal) বলেন, "আমরা বিজেপির জনসাধারণ-বিরোধী মানসিকতার বিরুদ্ধে লড়াই করছি, সাধারণ মানুষের সমস্যা নিয়ে লড়ছি ৷ জাতীয় স্তরে একমাত্র কংগ্রেসই কেন্দ্রের নীতিগুলির বিরোধিতা করছে ৷ যদি কিছু মানুষ এই ভাবনা রাখে যে তারা কংগ্রেসকে শেষ করতে পারবে, তাহলে তারা ভুল করছে ৷" তিনি আরও জানান, এ ধরনের চেষ্টা আগেও হয়েছে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপির বিরুদ্ধে লড়তে হলে লড়ুক ৷ বিরোধী দলকে দুর্বল করে কী লাভ হবে ? আমাদের কিছু যায় আসে না ৷ দিনের শেষে প্রমাণিত হবে যে সবটাই নাটক ৷"

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "এটা শুধুমাত্র সুবিধাবাদী রাজনীতির একটা উদাহরণ ৷ পশ্চিমবঙ্গকে লুট করে প্রচুর টাকা পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আর তা দিয়ে ব্যবসা করছে দিল্লিতে ৷ প্রত্যেক রাজনৈতিক দলেরই বৃদ্ধির অধিকার রয়েছে ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের বাস্তবটাও বোঝা উচিত ৷" তিনি একটি পরিসংখ্যানে জানান, নরেন্দ্র মোদির বিরুদ্ধে 63% মানুষ ভোট দিয়েছে, এর মধ্যে তৃণমূল কংগ্রেসের মাত্র 4% আর কংগ্রেসের 20% ৷ তাই জাতীয় বিরোধী দল হিসেবে কংগ্রেসের কোনও বিকল্প থাকতে পারে না ৷ এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "বিজেপির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব করছেন ৷ কারণ সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানোর পর তাঁর সঙ্গে কেন্দ্রের একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে ৷"

আরও পড়ুন : Kirti Azad joins TMC : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (CM Mamata Banerjee-PM Modi Meet) বৈঠক নিয়েও অধীররঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "মুখ্যমন্ত্রী জনসমক্ষে এই বৈঠক নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু ভেতরে ভেতরে প্রধানমন্ত্রী তাঁকে কী ভাবে কংগ্রেসকে শেষ করতে হবে, সেই নির্দেশ দিয়েছেন ৷"

Last Updated : Nov 25, 2021, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.