ETV Bharat / bharat

Shashi Tharoor: একাধারে বক্সার, নৃত্যশিল্পী, চাওয়ালা শশী থারুর; মিমে মজে নেটপাড়া - শশী থারুরের খবর

টুইটারে ঘুরছে কংগ্রেস নেতা শশী থারুরকে (Shashi Tharoor) নিয়ে তৈরি হওয়া নানা মিম (Viral Memes) ৷ তা বেশ উপভোগ করছেন তিনি নিজেই ৷ টুইটারে সেই মিম শেয়ার করে শশী জানিয়েছেন, এই রসবোধে তিনি দারুণ খুশি ৷

congress leader Shashi Tharoor reacts on viral Memes of him
একাধারে বক্সার, নৃত্যশিল্পী, চাওয়ালা শশী থারুর; মিমে মজে নেটপাড়া
author img

By

Published : Aug 27, 2021, 2:46 PM IST

Updated : Aug 27, 2021, 2:56 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট: বক্সি রিংয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)! আবার তিনি ক্রিকেটের মাঠেও ! এখানেই শেষ নয় ৷ কখনও তিনি নৃত্যের মঞ্চে ! আবার কখনও ধোপার ঘাটে ! শুনে অবাক লাগছে ? তাহলে একটু খোলসা করা যাক ৷ না, এত অবতারে ধরা দেননি শশী থারুর ৷ তাঁর একটি ছবিকে ফটোশপ করে তৈরি হয়েছে রকমারি মিম (Viral Memes)৷ সেই মিমের বন্যায় ভাসছে মাইক্রোব্লগিং সাইট টুইটার ৷

শনিবার শশী থারুর তাঁর একটি ছবি পোস্ট করেন টুইটারে ৷ সেই ছবিতে তাঁকে হলুদ রঙের কুর্তা, সাদা ধুতি ও গলায় সাদা উত্তরীয় পরে থাকতে দেখা যায় ৷ কেরালার একটি মন্দিরে ধর্মীয় আচার পালনের জন্য নারকেল ফাটাচ্ছিলেন তিনি ৷ সেই ছবি দিয়েই মুহূর্তে তৈরি হয়ে যায় রকমারি মিম ৷ তিরুবনন্তপুরমের সাংসদের (Thiruvananthapuram MP) সেই ছবিকেই নানা আজব বিষয় হিসেবে ব্যবহার করে মিম তৈরি হয় ৷

আরও পড়ুন: Amitabh Bachchan: অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে তদন্ত শুরু

মিমগুলি উপভোগ করেছেন স্বয়ং শশীও ৷ তাঁকে নিয়ে তৈরি বিভিন্ন মিম থেকে পছন্দের মিমগুলি বেছেও নিয়েছেন তিনি ৷ একটি মিমে দেখানো হয়েছে, বক্সিং রিংয়ে এক বাহুবলী বক্সারকে ফেলে পেটাতে যাচ্ছেন শশী ৷ এটির কথা উল্লেখ করে শশী থারুর টুইটারে লিখেছেন, "ধর্মীয় আচার পালনে নারকেল ফাটানোর ছবি দিয়ে তৈরি নানা মিম এখন ইন্টারনেটে ঘুরছে ৷"

একটি ক্রিকেট ম্যাচে সুপারইম্পোজ করা তাঁর ছবি দেখে শশীর প্রতিক্রিয়া, "জানি না, কার স্বপ্নে এগুলি এসেছে ৷ তবে এগুলি দারুণ মজার ৷ এটা আমার পছন্দের যেগুলি তার মধ্যে অন্যতম ৷"

আরও পড়ুন: Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু

  • There are many of these memes going around using the pic of me ritually smashing a coconut. I don’t know who dreams them up by they are often very funny. This one is one of my favourites: pic.twitter.com/yGk0LWz1TR

    — Shashi Tharoor (@ShashiTharoor) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি চায়ের দোকানির মতো চা বানাচ্ছেন কংগ্রেস নেতা - এই থিমে তৈরি মিমও দারুণ উপভোগ করেছেন শশী ৷

সবচেয়ে হাসি পাবে মঞ্চে শশীর নাচের পারফরম্যান্সের মিমটি দেখলে ৷ সেখানে একদল নৃত্যশিল্পীর মাঝে নাচের ভঙ্গিতে তাঁর ছবি সুপারইম্পোজ করা হয়েছে ৷

আরও পড়ুন: Assam : অসমে দুষ্কৃতীদের লাগানো আগুনে ভস্মীভূত সাতটি ট্রাক, মৃত 5; জঙ্গি যোগের আশঙ্কা

এ ছাড়াও তাঁকে নিয়ে ছড়িয়ে পড়া আরও বেশ কয়েকটি মিম নিয়ে রসিকতা চলেছে নেটনাগরিকদের মধ্যে ৷

  • Shashi Tharoor catapulting gargantuan and unprecedented word in an unornamented English sentence: pic.twitter.com/jZ26dC5Pmj

    — hello from the other syed (@theothersyed) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মিমের মাধ্যমে হাসির খোরাক খুঁজে বেড়ান নেটিজেনরা ৷ মিমকে শালীনতার মধ্যে রেখে যদি বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার করা যায়, তাহলে তা সত্যিই সারাদিনের স্ট্রেস কাটাতে অনেকটা সাহায্য করে ৷ আর সে রকমটা করা হলে, যাঁকে নিয়ে সেই মিম তৈরি হয়েছে, তিনিও বিরাগভাজন হন না ৷ বরং গোটা বিষয়টি বেশ উপভোগ করেন তিনি ৷ যেমনটা হয়েছে শশী থারুরের ক্ষেত্রে ৷

আরও পড়ুন: Joy Banerjee : বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায়, বাংলায় বিজেপির বিপর্যয়ে দায়ী বিজয়বর্গীয়-মেনন-শিব প্রকাশ

নয়াদিল্লি, 27 অগস্ট: বক্সি রিংয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)! আবার তিনি ক্রিকেটের মাঠেও ! এখানেই শেষ নয় ৷ কখনও তিনি নৃত্যের মঞ্চে ! আবার কখনও ধোপার ঘাটে ! শুনে অবাক লাগছে ? তাহলে একটু খোলসা করা যাক ৷ না, এত অবতারে ধরা দেননি শশী থারুর ৷ তাঁর একটি ছবিকে ফটোশপ করে তৈরি হয়েছে রকমারি মিম (Viral Memes)৷ সেই মিমের বন্যায় ভাসছে মাইক্রোব্লগিং সাইট টুইটার ৷

শনিবার শশী থারুর তাঁর একটি ছবি পোস্ট করেন টুইটারে ৷ সেই ছবিতে তাঁকে হলুদ রঙের কুর্তা, সাদা ধুতি ও গলায় সাদা উত্তরীয় পরে থাকতে দেখা যায় ৷ কেরালার একটি মন্দিরে ধর্মীয় আচার পালনের জন্য নারকেল ফাটাচ্ছিলেন তিনি ৷ সেই ছবি দিয়েই মুহূর্তে তৈরি হয়ে যায় রকমারি মিম ৷ তিরুবনন্তপুরমের সাংসদের (Thiruvananthapuram MP) সেই ছবিকেই নানা আজব বিষয় হিসেবে ব্যবহার করে মিম তৈরি হয় ৷

আরও পড়ুন: Amitabh Bachchan: অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে তদন্ত শুরু

মিমগুলি উপভোগ করেছেন স্বয়ং শশীও ৷ তাঁকে নিয়ে তৈরি বিভিন্ন মিম থেকে পছন্দের মিমগুলি বেছেও নিয়েছেন তিনি ৷ একটি মিমে দেখানো হয়েছে, বক্সিং রিংয়ে এক বাহুবলী বক্সারকে ফেলে পেটাতে যাচ্ছেন শশী ৷ এটির কথা উল্লেখ করে শশী থারুর টুইটারে লিখেছেন, "ধর্মীয় আচার পালনে নারকেল ফাটানোর ছবি দিয়ে তৈরি নানা মিম এখন ইন্টারনেটে ঘুরছে ৷"

একটি ক্রিকেট ম্যাচে সুপারইম্পোজ করা তাঁর ছবি দেখে শশীর প্রতিক্রিয়া, "জানি না, কার স্বপ্নে এগুলি এসেছে ৷ তবে এগুলি দারুণ মজার ৷ এটা আমার পছন্দের যেগুলি তার মধ্যে অন্যতম ৷"

আরও পড়ুন: Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু

  • There are many of these memes going around using the pic of me ritually smashing a coconut. I don’t know who dreams them up by they are often very funny. This one is one of my favourites: pic.twitter.com/yGk0LWz1TR

    — Shashi Tharoor (@ShashiTharoor) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি চায়ের দোকানির মতো চা বানাচ্ছেন কংগ্রেস নেতা - এই থিমে তৈরি মিমও দারুণ উপভোগ করেছেন শশী ৷

সবচেয়ে হাসি পাবে মঞ্চে শশীর নাচের পারফরম্যান্সের মিমটি দেখলে ৷ সেখানে একদল নৃত্যশিল্পীর মাঝে নাচের ভঙ্গিতে তাঁর ছবি সুপারইম্পোজ করা হয়েছে ৷

আরও পড়ুন: Assam : অসমে দুষ্কৃতীদের লাগানো আগুনে ভস্মীভূত সাতটি ট্রাক, মৃত 5; জঙ্গি যোগের আশঙ্কা

এ ছাড়াও তাঁকে নিয়ে ছড়িয়ে পড়া আরও বেশ কয়েকটি মিম নিয়ে রসিকতা চলেছে নেটনাগরিকদের মধ্যে ৷

  • Shashi Tharoor catapulting gargantuan and unprecedented word in an unornamented English sentence: pic.twitter.com/jZ26dC5Pmj

    — hello from the other syed (@theothersyed) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মিমের মাধ্যমে হাসির খোরাক খুঁজে বেড়ান নেটিজেনরা ৷ মিমকে শালীনতার মধ্যে রেখে যদি বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার করা যায়, তাহলে তা সত্যিই সারাদিনের স্ট্রেস কাটাতে অনেকটা সাহায্য করে ৷ আর সে রকমটা করা হলে, যাঁকে নিয়ে সেই মিম তৈরি হয়েছে, তিনিও বিরাগভাজন হন না ৷ বরং গোটা বিষয়টি বেশ উপভোগ করেন তিনি ৷ যেমনটা হয়েছে শশী থারুরের ক্ষেত্রে ৷

আরও পড়ুন: Joy Banerjee : বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায়, বাংলায় বিজেপির বিপর্যয়ে দায়ী বিজয়বর্গীয়-মেনন-শিব প্রকাশ

Last Updated : Aug 27, 2021, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.