ETV Bharat / bharat

Rahul Gandhi: তেলেঙ্গানায় সরকার গড়বে কংগ্রেস, পটনায় আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায় - রাহুল গান্ধি

আজ, শুক্রবার বিহারের পটনায় বসতে চলেছে বিজেপি বিরোধী দলগুলির মেগা বৈঠক ৷ সেই বৈঠকের আগে সেখানে সভা করেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ ওই সভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Jun 23, 2023, 12:07 PM IST

Updated : Jun 23, 2023, 2:36 PM IST

পটনা, 23 জুন: চলতি বছরের শেষে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে ৷ তার মধ্য়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান৷ এই তিন রাজ্যে এবার কংগ্রেসই সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী রাহুল গান্ধি ৷ শুক্রবার তিনি বিহারের পটনায় এক জনসভায় ভাষণ দেন ৷ সেই সভা থেকেই এই তিন রাজ্য়ে কংগ্রেসের জয়ের বিষয়ে নিজের বিশ্বাসের কথা শুনিয়েছেন রাহুল ৷ এদিন তিনি বলেন, ‘‘আমরা তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে জিতব ৷ বিজেপিকে আর কোথাও দেখা যাবে না ৷’’

প্রসঙ্গত, 2018 সালের শেষে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান রাজস্থানের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জিতেছিল কংগ্রেস ৷ তিন রাজ্যে সরকার গড়েছিল তারা ৷ কিন্তু মধ্যপ্রদেশে সরকার ধরে রাখতে পারেনি রাহুলের দল ৷ কংগ্রেসের বিধায়করা বিজেপিতে যোগ দেন ৷ ফলে কমল নাথের সরকারের পতন হয় ৷ সেখানে আবার বিজেপি সরকার গড়ে ৷

আর তেলেঙ্গানা রাজ্য় তৈরি হওয়ার পর থেকে সেখানে কে চন্দ্রশেখর রাও-এর দলের সরকার রয়েছে ৷ যে দলের নাম প্রথমে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি ছিল ৷ বর্তমানে দলের নাম পরিবর্তিত হয়ে হয়েছে ভারত রাষ্ট্র সমিতি ৷ ওই রাজ্যে বিজেপির উপস্থিতি তেমন উল্লেখযোগ্য নয় ৷ এমনকী, কংগ্রেসকেও ওই রাজ্যে সেভাবে খুঁজে পাওয়া যায় না ৷ তবুও শুক্রবার রাহুল সেই রাজ্যে জয়ের আশা দেখালেন কংগ্রেসের নেতা-কর্মীদের ৷

আরও পড়ুন: পটনায় 18 দলের মেগা বৈঠক, কারা কারা থাকছেন ?

একই সঙ্গে রাহুল জানিয়েছেন যে কেন বিজেপিকে হারিয়ে কংগ্রেস জিতবে ৷ তাঁর কথায়, ‘‘আমরা জিতব ৷ কারণ আমরা গরিবদের পাশে দাঁড়িয়েছি ৷ কিন্তু বিজেপি মানে মাত্র 2-3 জনকে সুবিধা দেওয়া ৷’’ এ দিন বিজেপির বিরুদ্ধে আরও অনেক অভিযোগ করেন রাহুল ৷ বলেন, ‘‘ভারতে মতাদর্শের যুদ্ধ চলছে । একদিকে কংগ্রেসের 'ভারত জোড়ো' মতাদর্শ এবং অন্যদিকে আরএসএস ও বিজেপির 'ভারত তোড়ো' মতাদর্শ ।’’

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রাহুল আরও বলেন, ‘‘বিজেপি ঘৃণা, হিংসা ছড়ানো ও দেশ ভাঙতে কাজ করছে । আমরা ভালবাসা ছড়িয়ে দিতে ও মানুষকে একত্রিত করতে কাজ করছি । বিরোধী দলগুলি আজ এখানে এসেছে এবং আমরা এক সঙ্গে বিজেপিকে পরাজিত করব ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, আজই পটনায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক রয়েছে ৷ সেই বৈঠকেই যোগ দিতে রাহুল পটনা এসেছেন ৷ তাঁর সঙ্গে এসেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনিও এদিন রাহুলের সঙ্গে ওই জনসভায় উপস্থিত ছিলেন ৷

ওই জনসভা থেকে বিহারের জন্যও বার্তা দেন রাহুল ৷ তাঁর কথায়, ‘‘কংগ্রসের ডিএনএ বিহারে । ভারত জোড়ো যাত্রায় দেশের সমস্ত রাজ্যে গিয়ে বিহারের অনেক বাসিন্দার সঙ্গে আমার দেখা হয়েছে । আদর্শের এই লড়াই বিহার বোঝে ।’’

আরও পড়ুন: 'বিরোধী শিবিরে মোদির থেকে বেশি অভিজ্ঞ নেতা আছেন', মেগা বৈঠকের আগে দাবি তেজস্বীর

পটনা, 23 জুন: চলতি বছরের শেষে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে ৷ তার মধ্য়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান৷ এই তিন রাজ্যে এবার কংগ্রেসই সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী রাহুল গান্ধি ৷ শুক্রবার তিনি বিহারের পটনায় এক জনসভায় ভাষণ দেন ৷ সেই সভা থেকেই এই তিন রাজ্য়ে কংগ্রেসের জয়ের বিষয়ে নিজের বিশ্বাসের কথা শুনিয়েছেন রাহুল ৷ এদিন তিনি বলেন, ‘‘আমরা তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে জিতব ৷ বিজেপিকে আর কোথাও দেখা যাবে না ৷’’

প্রসঙ্গত, 2018 সালের শেষে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান রাজস্থানের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জিতেছিল কংগ্রেস ৷ তিন রাজ্যে সরকার গড়েছিল তারা ৷ কিন্তু মধ্যপ্রদেশে সরকার ধরে রাখতে পারেনি রাহুলের দল ৷ কংগ্রেসের বিধায়করা বিজেপিতে যোগ দেন ৷ ফলে কমল নাথের সরকারের পতন হয় ৷ সেখানে আবার বিজেপি সরকার গড়ে ৷

আর তেলেঙ্গানা রাজ্য় তৈরি হওয়ার পর থেকে সেখানে কে চন্দ্রশেখর রাও-এর দলের সরকার রয়েছে ৷ যে দলের নাম প্রথমে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি ছিল ৷ বর্তমানে দলের নাম পরিবর্তিত হয়ে হয়েছে ভারত রাষ্ট্র সমিতি ৷ ওই রাজ্যে বিজেপির উপস্থিতি তেমন উল্লেখযোগ্য নয় ৷ এমনকী, কংগ্রেসকেও ওই রাজ্যে সেভাবে খুঁজে পাওয়া যায় না ৷ তবুও শুক্রবার রাহুল সেই রাজ্যে জয়ের আশা দেখালেন কংগ্রেসের নেতা-কর্মীদের ৷

আরও পড়ুন: পটনায় 18 দলের মেগা বৈঠক, কারা কারা থাকছেন ?

একই সঙ্গে রাহুল জানিয়েছেন যে কেন বিজেপিকে হারিয়ে কংগ্রেস জিতবে ৷ তাঁর কথায়, ‘‘আমরা জিতব ৷ কারণ আমরা গরিবদের পাশে দাঁড়িয়েছি ৷ কিন্তু বিজেপি মানে মাত্র 2-3 জনকে সুবিধা দেওয়া ৷’’ এ দিন বিজেপির বিরুদ্ধে আরও অনেক অভিযোগ করেন রাহুল ৷ বলেন, ‘‘ভারতে মতাদর্শের যুদ্ধ চলছে । একদিকে কংগ্রেসের 'ভারত জোড়ো' মতাদর্শ এবং অন্যদিকে আরএসএস ও বিজেপির 'ভারত তোড়ো' মতাদর্শ ।’’

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রাহুল আরও বলেন, ‘‘বিজেপি ঘৃণা, হিংসা ছড়ানো ও দেশ ভাঙতে কাজ করছে । আমরা ভালবাসা ছড়িয়ে দিতে ও মানুষকে একত্রিত করতে কাজ করছি । বিরোধী দলগুলি আজ এখানে এসেছে এবং আমরা এক সঙ্গে বিজেপিকে পরাজিত করব ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, আজই পটনায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক রয়েছে ৷ সেই বৈঠকেই যোগ দিতে রাহুল পটনা এসেছেন ৷ তাঁর সঙ্গে এসেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনিও এদিন রাহুলের সঙ্গে ওই জনসভায় উপস্থিত ছিলেন ৷

ওই জনসভা থেকে বিহারের জন্যও বার্তা দেন রাহুল ৷ তাঁর কথায়, ‘‘কংগ্রসের ডিএনএ বিহারে । ভারত জোড়ো যাত্রায় দেশের সমস্ত রাজ্যে গিয়ে বিহারের অনেক বাসিন্দার সঙ্গে আমার দেখা হয়েছে । আদর্শের এই লড়াই বিহার বোঝে ।’’

আরও পড়ুন: 'বিরোধী শিবিরে মোদির থেকে বেশি অভিজ্ঞ নেতা আছেন', মেগা বৈঠকের আগে দাবি তেজস্বীর

Last Updated : Jun 23, 2023, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.