ETV Bharat / bharat

Opposition Meeting: একজোট হতে গেলে বিরোধীদের নমনীয় হতে হবে, বৈঠক শেষে বার্তা রাহুলের - মল্লিকার্জুন খাড়গে

বিহারের পটনায় শুক্রবার বসেছিল বিরোধীদের মেগা বৈঠক ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিরোধী 15টি দলের নেতানেত্রীরা ৷ কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও নেতা রাহুল গান্ধি ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Jun 23, 2023, 5:15 PM IST

Updated : Jun 23, 2023, 11:06 PM IST

বিরোধীদের বৈঠকের পর রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গের বক্তব্য

পটনা, 23 জুন: বিজেপিকে হারাতে গেলে বিরোধী ঐক্য়ের প্রয়োজনীয়তার কথা শোনা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধির মুখে ৷ শুক্রবার বিহারের পটনায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকের পর তিনি এই কথা বলেছেন ৷ একই সঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন যে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে পার্থক্য রয়েছে ৷ সেই পার্থক্য সরিয়ে নমনীয় হওয়ার কথাও এ দিন শোনা গিয়েছে তাঁর গলায় ৷

এ দিন বৈঠকের পর রাহুল গান্ধি বলেন, ‘‘দেখুন, যেমন আপনারা জানেন ভারতের মূল কাঠামোর উপর আক্রমণ হচ্ছে ৷ ভিত, প্রতিষ্ঠান, কণ্ঠস্বরের উপর বিজেপি ও আরএসএস আক্রমণ করছে ৷ আমি বৈঠকেও বলেছি, এটা বিচারধারার লড়াই ৷ আর এতে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছি ৷’’

এর পরই বিরোধী দলগুলির মধ্য়ে থাকা পার্থক্যের কথা শোনা যায় রাহুলের মুখে ৷ তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে অবশ্যই কিছু কিছু পার্থক্য আছে ৷ কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করব ৷ নমনীয়তার সঙ্গে কাজ করব ৷ আর আমাদের যা বিচারধারা রয়েছে, যার সঙ্গে আমরা সহমত, আমরা তার রক্ষা করব ৷’’

আরও পড়ুন: তেলেঙ্গানায় সরকার গড়বে কংগ্রেস, পটনায় আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায়

প্রসঙ্গত, মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে জেডিইউ-এর নীতীশ কুমার পটনায় এই বৈঠক ডেকেছিলেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল প্রথম বৈঠক ৷ এ দিন বৈঠকের পর জানানো হয় পরবর্তী বৈঠক আগামী মাসে সিমলায় হবে ৷ সেই বিষয়টিও উল্লেখ করেন রাহুল গান্ধি ৷ তার পর বিরোধী ঐক্য নিয়ে সুস্পষ্টভাবে বলেন, ‘‘এটা একটা পদ্ধতি, বিরোধী ঐক্য তৈরির একটা পদ্ধতি, আর এটা খুব গভীরভাবে এগোতে চলেছে ৷’’

বৈঠকে রাহুল গান্ধির সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর কথায়, হিমাচল প্রদেশের সিমলায় পরবর্তী বৈঠক হবে ৷ আগামী 12 জুলাইয়ের কাছাকাছি সময়ে বৈঠক হবে ৷ সেখানে একটা অ্যাজেন্ডা তৈরি হবে ৷ আগামিদিনে কীভাবে কাজ করা হবে, তা ঠিক হবে ৷ প্রতিটি রাজ্যে পৃথক স্ট্রাটেজি নিয়ে কাজ করতে হবে ৷ আগামিদিনে এই ঐক্য বৃদ্ধির জন্য কাজ করা হবে ৷ একজোট হয়ে 2024 সালের ভোটে লড়াই হবে ৷ বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর লড়াই হবে ৷

আরও পড়ুন: পটনার বৈঠক থেকেই দেশে নতুন ইতিহাস তৈরি হবে, চূড়ান্ত আত্মবিশ্বাসী মমতা

বিরোধীদের বৈঠকের পর রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গের বক্তব্য

পটনা, 23 জুন: বিজেপিকে হারাতে গেলে বিরোধী ঐক্য়ের প্রয়োজনীয়তার কথা শোনা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধির মুখে ৷ শুক্রবার বিহারের পটনায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকের পর তিনি এই কথা বলেছেন ৷ একই সঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন যে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে পার্থক্য রয়েছে ৷ সেই পার্থক্য সরিয়ে নমনীয় হওয়ার কথাও এ দিন শোনা গিয়েছে তাঁর গলায় ৷

এ দিন বৈঠকের পর রাহুল গান্ধি বলেন, ‘‘দেখুন, যেমন আপনারা জানেন ভারতের মূল কাঠামোর উপর আক্রমণ হচ্ছে ৷ ভিত, প্রতিষ্ঠান, কণ্ঠস্বরের উপর বিজেপি ও আরএসএস আক্রমণ করছে ৷ আমি বৈঠকেও বলেছি, এটা বিচারধারার লড়াই ৷ আর এতে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছি ৷’’

এর পরই বিরোধী দলগুলির মধ্য়ে থাকা পার্থক্যের কথা শোনা যায় রাহুলের মুখে ৷ তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে অবশ্যই কিছু কিছু পার্থক্য আছে ৷ কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করব ৷ নমনীয়তার সঙ্গে কাজ করব ৷ আর আমাদের যা বিচারধারা রয়েছে, যার সঙ্গে আমরা সহমত, আমরা তার রক্ষা করব ৷’’

আরও পড়ুন: তেলেঙ্গানায় সরকার গড়বে কংগ্রেস, পটনায় আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায়

প্রসঙ্গত, মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে জেডিইউ-এর নীতীশ কুমার পটনায় এই বৈঠক ডেকেছিলেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল প্রথম বৈঠক ৷ এ দিন বৈঠকের পর জানানো হয় পরবর্তী বৈঠক আগামী মাসে সিমলায় হবে ৷ সেই বিষয়টিও উল্লেখ করেন রাহুল গান্ধি ৷ তার পর বিরোধী ঐক্য নিয়ে সুস্পষ্টভাবে বলেন, ‘‘এটা একটা পদ্ধতি, বিরোধী ঐক্য তৈরির একটা পদ্ধতি, আর এটা খুব গভীরভাবে এগোতে চলেছে ৷’’

বৈঠকে রাহুল গান্ধির সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর কথায়, হিমাচল প্রদেশের সিমলায় পরবর্তী বৈঠক হবে ৷ আগামী 12 জুলাইয়ের কাছাকাছি সময়ে বৈঠক হবে ৷ সেখানে একটা অ্যাজেন্ডা তৈরি হবে ৷ আগামিদিনে কীভাবে কাজ করা হবে, তা ঠিক হবে ৷ প্রতিটি রাজ্যে পৃথক স্ট্রাটেজি নিয়ে কাজ করতে হবে ৷ আগামিদিনে এই ঐক্য বৃদ্ধির জন্য কাজ করা হবে ৷ একজোট হয়ে 2024 সালের ভোটে লড়াই হবে ৷ বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর লড়াই হবে ৷

আরও পড়ুন: পটনার বৈঠক থেকেই দেশে নতুন ইতিহাস তৈরি হবে, চূড়ান্ত আত্মবিশ্বাসী মমতা

Last Updated : Jun 23, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.