ভোপাল, 10 অক্টোবর: লোকসভা নির্বাচনের আর কয়েকমাস বাকি ৷ তার আগে দেশব্যাপী জাতিগণনা নিয়ে যে কংগ্রেস কেন্দ্রের মোদি সরকারের উপর চাপ বৃদ্ধি করবে, তা মঙ্গলবার স্পষ্ট হল সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিয়ো থেকে ৷ সেখানে একটি ভিডিয়োতে রাহুল গান্ধিকে দাবি করতে দেখা গিয়েছে যে তাঁদের দল কেন্দ্রীয় সরকারকে জাতিগণনা করাতে বাধ্য করবে ৷
রাহুল গান্ধি গত 23 সেপ্টেম্বর রাজস্থানের জয়পুরের মহারানি কলেজের ছাত্রদের সঙ্গে তাঁর কথোপকথনের সময় এই মন্তব্য করেছিলেন ৷ সেই ভিডিয়ো মঙ্গলবার তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে । সেখানে জাতিশুমারি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাহুল বলেন, "বাস্তব পরিস্থিতি হল নিম্নবর্ণের সম্প্রদায়, ওবিসি, দলিত ও উপজাতিরা ক্ষমতার পরিকাঠামোর সঙ্গে যুক্ত নন । এবং কেউ জানে না কতজন ওবিসি আছে, কতজন দলিত, কতজন উপজাতি আছে ।"
কংগ্রেসের প্রাক্তন সভাপতি আরও বলেন, "যখন আপনি আঘাত পান, তখন আপনার প্রথম যে কাজটি করা হয় তা হল একটি এক্স-রে । এক্স-রে এর মাধ্যমে আমরা জানতে পারি হাড় ভেঙেছে কি না, কোথায় এবং কীভাবে ভাঙা হয়েছে । তাই জাতিশুমারি হল একটি এক্স-রে, যা আমাদের বলে দেবে সেখানে কতজন লোক আছে, কোন সম্প্রদায়ের, তারা কী করছে, ক্ষমতা পরিকাঠামোতে তাদের ভূমিকা কী ?"
কলেজে আলাপচারিতার সময় তিনি বলেন, "পরিস্থিতি কী, তা শুধু দেখতে হবে ৷ তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই পরিস্থিতিতে আমাদের কী করতে হবে ৷ আমি জাতিশুমারির পক্ষে 100 শতাংশ ৷"
দেশব্যাপী জাতিগণনার দাবি তোলার বিষয়ে সোমবারই কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে ৷ সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে রাহুল জানিয়েছিলেন কংগ্রেস দেশব্যাপী জাতিশুমারির দাবিকে সমর্থন করার জন্য সর্বসম্মতভাবে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ৷ এটি দরিদ্রদের মুক্তির জন্য একটি শক্তিশালী পদক্ষেপ বলে তিনি দাবি করেছিলেন । তার পর মঙ্গলবার এই ভিডিয়ো সামনে এল ৷
এদিকে কংগ্রেস সোমবার প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের নেতৃত্বে সরকার হলে, তা দেশব্যাপী জাতিগণনা পরিচালনা করবে এবং ওবিসি সম্প্রদায়ের মহিলাদের জন্য পর্যাপ্ত প্রতিনিধিত্ব-সহ লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ কার্যকর করবে ।
আরও পড়ুন: দেশ জুড়েই হবে জাতি শুমারি, ওয়ার্কিং কমিটির পর ঘোষণা সোনিয়া-রাহুলের