নয়াদিল্লি, 23 ডিসেম্বর: সদ্য পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যেই কংগ্রেসের চূড়ান্ত পরাজয় ঘটেছে। ওই রাজ্যগুলিতে দলের নেতৃত্ব বদল করতেও শুরু করেছে করেছে ৷ ইতিমধ্যেই মধ্যপ্রদেশ এবং রাজস্থানের প্রদেশ সভাপতি বদল করেছে এআইসিসি ৷ এবার দল রাজ্যগুলির পর্যবেক্ষকও বদল করল ৷ একই সঙ্গে, তাৎপর্যপূর্ণভাবে উত্তরপ্রদেশের এআইসিসি পর্যবেক্ষক পদ থেকে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকেও সরিয়ে দিল দল ৷ পাশাপাশি ছত্তিশগড়ে দলের তরফে শচীন পাইলটকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে ৷
ছত্তিশগড় এবং রাজস্তানে কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে। কংগ্রেস এই দুই রাজ্যেই ক্ষমতা ধরে রাখতে পারেনি ৷ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস নেতৃত্বে একাধিক পরিবর্তন করেছে ৷ সম্প্রতি, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কংগ্রেস প্রদেশ সভাপতি এবং বিরোধী দলের নেতার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এবার ছত্তিশগড় রাজ্যের ইনচার্জ নিয়েও বড় সিদ্ধান্ত নিল কংগ্রেস। রাজস্থানের টঙ্কের বিধায়ক এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির নেতা শচীন পাইলটকে ছত্তিশগড়ের রাজ্য ইনচার্জ করেছে কংগ্রেস। তবে উল্লেখযোগ্যভাবে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভঢরাকে উত্তরপ্রদেশ কংগ্রেসের এআইসিসি ইনচার্জের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে, রমেশ চেন্নিথালাকে মহারাষ্ট্রের এআইসিসি ইনচার্জ নিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সিকে কেরল, লক্ষদ্বীপের ইনচার্জ এবং তেলেঙ্গানা কংগ্রেসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কংগ্রেস নেতা জিএ মীরকে ঝাড়খণ্ডের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নতুন দল ঘোষণা করার সময় এই পরিবর্তনের কথাও ঘোষণা করেছেন। শচীন পাইলটকে পদোন্নতি দেওয়ার সময়, মল্লিকার্জুন খাড়গে তাঁকে জাতীয় সাধারণ সম্পাদক করার কথাও জানিয়েছেন ৷ সেই সঙ্গে শচীন পাইলটকে ছত্তিশগড় কংগ্রেসের রাজ্য ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও ভানওয়ার জিতেন্দ্র সিংকে অসমের ইনচার্জ করা হয়েছে। শুধু তাই নয়, ভানওয়ার জিতেন্দ্র সিংকে মধ্যপ্রদেশের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। সুখজিন্দর সিং রান্ধাওয়াকে রাজস্থান কংগ্রেসের দায়িত্বে রাখা হয়েছে। অন্যদিকে মোহন প্রকাশকে বিহার কংগ্রেসের রাজ্য ইনচার্জ করা হয়েছে।
আরও পড়ুন