ETV Bharat / bharat

Pegasus row : সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি কপিল সিবালের

সংসদের বাদল অধিবেশনে পেগাসাস স্পাইওয়্যার ঝড় তুলেছে ৷ অমিত শাহ স্পাইওয়্যার ব্যবহারের ঘটনা ভারতকে কলঙ্কিত করার চেষ্টা বলে পাশ কাটাতে চাইলেও, বিরোধীরা তাঁর ইস্তফার দাবিতে একসঙ্গে গলা মিলিয়েছে ৷ প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবাল এবার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চাইলেন ৷

পেগাসাস নিয়ে তদন্ত চান কপিল সিবাল
পেগাসাস নিয়ে তদন্ত চান কপিল সিবাল
author img

By

Published : Jul 21, 2021, 10:16 AM IST

নয়া দিল্লি, 21 জুলাই : ইজরায়েলের পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) আড়িপাতা কাণ্ডের তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে ৷ আর কেন্দ্রীয় সরকারও সংসদে (Parliament) সরকারি বিবৃতি (White Paper) দিয়ে স্পষ্ট করে জানাক যে তারা এই স্পাইওয়্যার ব্যবহার করেছে কি না ৷ এই দাবি জানিয়ে সরব হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল (Kapil Sibal) ৷ যদিও কেন্দ্রীয় সরকার সমস্ত অভিযোগকে অস্বীকার করে আড়ি পাতাকে "কুৎসা রটানো" (malign) বলে দাবি করেছে ৷

আরও পড়ুন : পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার এই ঘটনাকে শুধুমাত্র বিশ্বের কাছে ভারতকে অপদস্ত করার একটা চক্রান্ত বলেছেন, সেই প্রসঙ্গে কপিল বলেন, "দেশ কলঙ্কিত হচ্ছে না, কিন্তু আপনার সরকারের কার্যকলাপের জন্যই সরকারের বিরুদ্ধে কুৎসা রটছে ৷" তিনি অমিত শাহের "আপনারা ক্রোনোলজি বুঝুন"-এর ('Aap Chronology Samajhiye') পাল্টা জবাবে বলেন, "আমরা ক্রোনোলজি বুঝতে পারছি ৷ আমি অমিতজিকে বলতে চাই, আপনি এই বিষয়ের ক্রোনোলজিটা বুঝুন, এই আড়ি পাতার ঘটনাটা ঘটেছে 2017-19-এর মধ্যে ৷" জৈন হাওয়ালা (Jain Hawala) কেলেঙ্কারির তদন্তের মতো এর তদন্ত হওয়া উচিত, কারণ "আমরা এই সরকারের সংস্থাগুলির প্রতি আর আস্থা রাখতে পারছি না", দাবি করেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ যুগ্ম সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) ও সুপ্রিম কোর্ট (Supreme Court-monitored probe) একসঙ্গে তদন্ত করুক, আর এই তদন্তে স্বচ্ছতা আনতে ক্যামেরা ব্যবহার করা হোক, তিনি নিজে একজন সচেতন নাগরিক হিসেবে এই কথা জানিয়েছেন কপিল ৷

সরকারের কাছে তাঁর প্রশ্ন, "সরকারের বলা উচিত যে আমরা কখনও পেগাসাস ব্যবহার করিনি ৷ কিন্তু তারা এটা বলেনি ৷ অথচ ইজরায়েলি প্রযুক্তি সংস্থা এনএসও সরকারি সংস্থা ছাড়া কাউকে তাদের পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করে না বলে জানিয়েছে ৷ যদি সরকার বা তার কোনও সংস্থা ব্যবহার না করে থাকে, তাহলে কে করেছে?"

আরও পডু়ন : Pegasus Spyware : রিবুট বা ফ্যাক্টরি রিসেট করেও উৎখাত করা যায় না পেগাসাসকে

অতীতে এমন ঘটেছে বলে জানিয়েছে হোয়্যাটসঅ্যাপ (Whatsapp) ৷ সুপ্রিম কোর্টে হোয়্যাটসঅ্যাপের তরফে আইনজীবী হয়ে মামলা লড়েছিলেন কপিল সিবাল নিজে ৷ সেই প্রসঙ্গ টেনে তিনি এদিন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ করেন, "অশ্বিনী নিজে জানিয়েছেন অতীতে পেগাসাস নিয়ে এরকম বিতর্ক তৈরি হয়েছিল, অথচ সেই সময় সুপ্রিম কোর্টে সব দল বলেছিল সেরকম কিছু হয়নি ৷ যখন কেউ পেগাসাস নিয়ে অভিযোগ করেছিল, তখন প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন 'এটা হচ্ছে কি না' আর আমি বলেছিলাম 'সরকারকে জিজ্ঞাসা করুন' ৷" প্রসঙ্গত, 2011-র জানুয়ারি থেকে মে, 2014 পর্যন্ত তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্বে ছিলেন কংগ্রেস নেতা কপিল সিবাল ৷

নয়া দিল্লি, 21 জুলাই : ইজরায়েলের পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) আড়িপাতা কাণ্ডের তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে ৷ আর কেন্দ্রীয় সরকারও সংসদে (Parliament) সরকারি বিবৃতি (White Paper) দিয়ে স্পষ্ট করে জানাক যে তারা এই স্পাইওয়্যার ব্যবহার করেছে কি না ৷ এই দাবি জানিয়ে সরব হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল (Kapil Sibal) ৷ যদিও কেন্দ্রীয় সরকার সমস্ত অভিযোগকে অস্বীকার করে আড়ি পাতাকে "কুৎসা রটানো" (malign) বলে দাবি করেছে ৷

আরও পড়ুন : পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার এই ঘটনাকে শুধুমাত্র বিশ্বের কাছে ভারতকে অপদস্ত করার একটা চক্রান্ত বলেছেন, সেই প্রসঙ্গে কপিল বলেন, "দেশ কলঙ্কিত হচ্ছে না, কিন্তু আপনার সরকারের কার্যকলাপের জন্যই সরকারের বিরুদ্ধে কুৎসা রটছে ৷" তিনি অমিত শাহের "আপনারা ক্রোনোলজি বুঝুন"-এর ('Aap Chronology Samajhiye') পাল্টা জবাবে বলেন, "আমরা ক্রোনোলজি বুঝতে পারছি ৷ আমি অমিতজিকে বলতে চাই, আপনি এই বিষয়ের ক্রোনোলজিটা বুঝুন, এই আড়ি পাতার ঘটনাটা ঘটেছে 2017-19-এর মধ্যে ৷" জৈন হাওয়ালা (Jain Hawala) কেলেঙ্কারির তদন্তের মতো এর তদন্ত হওয়া উচিত, কারণ "আমরা এই সরকারের সংস্থাগুলির প্রতি আর আস্থা রাখতে পারছি না", দাবি করেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ যুগ্ম সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) ও সুপ্রিম কোর্ট (Supreme Court-monitored probe) একসঙ্গে তদন্ত করুক, আর এই তদন্তে স্বচ্ছতা আনতে ক্যামেরা ব্যবহার করা হোক, তিনি নিজে একজন সচেতন নাগরিক হিসেবে এই কথা জানিয়েছেন কপিল ৷

সরকারের কাছে তাঁর প্রশ্ন, "সরকারের বলা উচিত যে আমরা কখনও পেগাসাস ব্যবহার করিনি ৷ কিন্তু তারা এটা বলেনি ৷ অথচ ইজরায়েলি প্রযুক্তি সংস্থা এনএসও সরকারি সংস্থা ছাড়া কাউকে তাদের পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করে না বলে জানিয়েছে ৷ যদি সরকার বা তার কোনও সংস্থা ব্যবহার না করে থাকে, তাহলে কে করেছে?"

আরও পডু়ন : Pegasus Spyware : রিবুট বা ফ্যাক্টরি রিসেট করেও উৎখাত করা যায় না পেগাসাসকে

অতীতে এমন ঘটেছে বলে জানিয়েছে হোয়্যাটসঅ্যাপ (Whatsapp) ৷ সুপ্রিম কোর্টে হোয়্যাটসঅ্যাপের তরফে আইনজীবী হয়ে মামলা লড়েছিলেন কপিল সিবাল নিজে ৷ সেই প্রসঙ্গ টেনে তিনি এদিন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ করেন, "অশ্বিনী নিজে জানিয়েছেন অতীতে পেগাসাস নিয়ে এরকম বিতর্ক তৈরি হয়েছিল, অথচ সেই সময় সুপ্রিম কোর্টে সব দল বলেছিল সেরকম কিছু হয়নি ৷ যখন কেউ পেগাসাস নিয়ে অভিযোগ করেছিল, তখন প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন 'এটা হচ্ছে কি না' আর আমি বলেছিলাম 'সরকারকে জিজ্ঞাসা করুন' ৷" প্রসঙ্গত, 2011-র জানুয়ারি থেকে মে, 2014 পর্যন্ত তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্বে ছিলেন কংগ্রেস নেতা কপিল সিবাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.