নয়াদিল্লি, 27 জুলাই : সারা দেশের বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক করার কাজে গতকাল, সোমবার নয়াদিল্লিতে পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ মঙ্গলবার সকাল থেকে তিনি সেই জোট গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বলে তৃণমূল (Trinamool Congress) সূত্রে খবর ৷
এদিন দুপুরে তাঁর সঙ্গে দেখা করতে যান কংগ্রেস (Congress) নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ (Kamal Nath) ৷ বেশ কিছুক্ষণ দু’জনের আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷ পরে কমলনাথ ও মমতা দু’জনেই সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে মমতা অবশ্য বৈঠক নিয়ে তাঁর কোনও বক্তব্য জানাননি ৷ কিন্তু কমলনাথ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে ৷
আরও পড়ুন : দিল্লিতে শুরু 'পাওয়ার পলিটিক্স', বিরোধী জোট থেকে কি দূরে থাকছেন এনসিপি প্রধান ?
মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ সেই নিয়ে ধন্যবাদ দিতেই তিনি মমতার কাছে এসেছিলেন বলে কমলনাথের দাবি ৷ প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলিকে একছাতার তলায় আনতে যে চেষ্টা করছেন, তাতে কি কংগ্রেস সামিল হবে ? এই প্রশ্নের মুখোমুখি এদিন হতে হয় কমলনাথকেও ৷ তিনি জানিয়েছেন, এই বিষয়ে দল যা বলার বলবে ৷
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করার পর এই প্রথম নয়াদিল্লি সফরে মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁর দিল্লি সফরের সময় বিজেপি (BJP) বিরোধী সব দলের সঙ্গে তিনি বৈঠক করতে চান বলে জানিয়েছেন তিনি ৷ রাজনৈতিক মহলের মতে, মোদি-বিরোধী জোটের সলতে পাকাতেই তিনি হাজির হয়েছেন দেশের রাজধানীতে ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই কমলনাথের সঙ্গে সাক্ষাৎ ৷ এছাড়া কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গেও তিনি এদিন বৈঠক করেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : Mamata Banerjee : দু’বার মহাজোট গড়তে ব্যর্থ হওয়া মমতা কি এবার সফল হবেন ?
আগামিকাল তিনি দেখা করবেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে ৷ এছাড়া আজ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ৷ সেখানে রাজ্যে আরও বেশি ভ্যাকসিন পাঠানোর দাবি করেন মমতা ৷