ETV Bharat / bharat

Sonia Covid Positive : 8 জুন ইডি-হাজিরা, আজ সকালে কোভিড পজিটিভ সোনিয়া গান্ধি ! - Young Indian Pvt Ltd

বুধবার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা ইডি ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মামলায় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে সমন পাঠিয়েছে ৷ 8 জুন বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধির হাজিরা দেওয়ার কথা ৷ আজই তিনি কোভিড সংক্রামিত হয়েছেন (Sonia Gandhi Covid Positive) ৷

Covid infected Sonia Gandhi
কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি
author img

By

Published : Jun 2, 2022, 2:11 PM IST

নয়াদিল্লি, 2 জুন : কোভিডে আক্রান্ত কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি ৷ পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন ৷ বৃহস্পতিবার এ কথা জানালেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা (Congress Interim President Sonia Gandhi tests Covid Positive) ৷ তিনি বলেন, "কংগ্রেস সভানেত্রীর হালকা জ্বর রয়েছে ৷ আজ সকালে তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে ৷ আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন ৷ আবারও তাঁর কোভিড পরীক্ষা করানো হবে৷ আজ পর্যন্ত তাঁর ইডি দফতরে হাজিরার তারিখ 8 জুনই রয়েছে ৷"

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবং নেতা রাহুল গান্ধিকে সমনের নোটিস পাঠায় ৷ 75 বছরের সোনিয়া গান্ধির 8 জুন দিল্লিতে ইডির সদর দফতরে যাওয়ার কথা ৷ আর রাহুল গান্ধির আজই ইডি-হাজিরা থাকলেও তিনি দেশে নেই ৷ সে কথা কংগ্রেস সাংসদ ইডিকে জানিয়েছেন ৷

জাতীয় কংগ্রেসের মুখপত্র ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অর্থ জালিয়াতি মামলায় তলব করা হয়েছে বর্ষীয়ান সভানেত্রী সোনিয়া গান্ধি ও পুত্র রাহুল গান্ধিকে ৷ তাঁদের বিরুদ্ধে 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট'-এর (Prevention of Money Laundering Act, পিএমএলএ) আওতায় অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে ৷

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সাংবাদিক বৈঠকে জানান, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (Associated Journals Limited) ৷ এর মালিকানা 'ইয়ং ইন্ডিয়ান লিমিটেড'-এর (Young Indian Pvt Ltd), যা অলাভজনক কোম্পানি ৷ এই কোম্পানিতে অংশীদারি রয়েছে সোনিয়া ও রাহুল গান্ধির ৷ বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম স্বামী ইয়ং ইন্ডিয়ানের বিরুদ্ধে অর্থ তছনছের অভিযোগে প্রতারণার মামলা করেছিলেন ৷ তাঁর অভিযোগ গান্ধি পরিবার টাকা জালিয়াতি করেছে ৷ ইয়ং ইন্ডিয়ান মাত্র 50 লক্ষ টাকা দিতে পেরেছে, যেখানে এজিএলকে তাদের 90 কোটি টাকা দেওয়ার কথা ৷

  • Congress president Sonia Gandhi tests positive for COVID-19. She has developed mild fever & some symptoms & has isolated herself and has been given requisite medical attention. As of today, her date of appearance before ED on June 8th stands as it is: Congress' Randeep Surjewala pic.twitter.com/0eTTN1RhUn

    — ANI (@ANI) June 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Rahul-Sonia ED Summon : দেশে নেই রাহুল, আজ ইডি-দফতরে হাজিরা দিলেন না কংগ্রেস সাংসদ

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সাংবাদিক বৈঠকে জানান, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিক 'ইয়ং ইন্ডিয়ান লিমিটেড'-এর, যা অলাভজনক কোম্পানি ৷ তিনি বলেন, "এজিএল যা করেছে, তা ভারত এবং বিশ্বের প্রতিটি কোম্পানিই করে থাকে ৷ এজিএল-এর 90 কোটি টাকার দেনা মেটাতে একে ইকুইটিতে রূপান্তরিত করা হয়েছে ৷ ইয়ং ইন্ডিয়া একটা নতুন কোম্পানি, যার নামে 90 কোটি টাকার ইকুইটি দেওয়া হয়েছে ৷" ইয়ং ইন্ডিয়ায় সোনিয়া গান্ধি, রাহুল এবং অন্য কংগ্রেস নেতাদের অংশীদারি রয়েছে ৷ নেতার দাবি, ইয়ং ইন্ডিয়ান একটি অলাভজনক কোম্পানি হওয়ায় কোনও ছোট্ট সম্পত্তি, টাকা কিছুই লেনদেন করা হয়নি এই কোম্পানির নামে ৷ তিনি বলেন, "কোনও টাকার লেনদেন না হলেও অর্থ তছরূপের মামলা দায়ের করা হয়েছে ৷ ইয়ং ইন্ডিয়া কোনও ভাবে টাকার ব্যবহার করতে পারে না ৷ কারণ এটা ডিভিডেন্ট দিতে পারবে না ৷ এমনকি লাভের অংশ দেওয়া যাবে না ৷"

নয়াদিল্লি, 2 জুন : কোভিডে আক্রান্ত কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি ৷ পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন ৷ বৃহস্পতিবার এ কথা জানালেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা (Congress Interim President Sonia Gandhi tests Covid Positive) ৷ তিনি বলেন, "কংগ্রেস সভানেত্রীর হালকা জ্বর রয়েছে ৷ আজ সকালে তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে ৷ আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন ৷ আবারও তাঁর কোভিড পরীক্ষা করানো হবে৷ আজ পর্যন্ত তাঁর ইডি দফতরে হাজিরার তারিখ 8 জুনই রয়েছে ৷"

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবং নেতা রাহুল গান্ধিকে সমনের নোটিস পাঠায় ৷ 75 বছরের সোনিয়া গান্ধির 8 জুন দিল্লিতে ইডির সদর দফতরে যাওয়ার কথা ৷ আর রাহুল গান্ধির আজই ইডি-হাজিরা থাকলেও তিনি দেশে নেই ৷ সে কথা কংগ্রেস সাংসদ ইডিকে জানিয়েছেন ৷

জাতীয় কংগ্রেসের মুখপত্র ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অর্থ জালিয়াতি মামলায় তলব করা হয়েছে বর্ষীয়ান সভানেত্রী সোনিয়া গান্ধি ও পুত্র রাহুল গান্ধিকে ৷ তাঁদের বিরুদ্ধে 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট'-এর (Prevention of Money Laundering Act, পিএমএলএ) আওতায় অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে ৷

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সাংবাদিক বৈঠকে জানান, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (Associated Journals Limited) ৷ এর মালিকানা 'ইয়ং ইন্ডিয়ান লিমিটেড'-এর (Young Indian Pvt Ltd), যা অলাভজনক কোম্পানি ৷ এই কোম্পানিতে অংশীদারি রয়েছে সোনিয়া ও রাহুল গান্ধির ৷ বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম স্বামী ইয়ং ইন্ডিয়ানের বিরুদ্ধে অর্থ তছনছের অভিযোগে প্রতারণার মামলা করেছিলেন ৷ তাঁর অভিযোগ গান্ধি পরিবার টাকা জালিয়াতি করেছে ৷ ইয়ং ইন্ডিয়ান মাত্র 50 লক্ষ টাকা দিতে পেরেছে, যেখানে এজিএলকে তাদের 90 কোটি টাকা দেওয়ার কথা ৷

  • Congress president Sonia Gandhi tests positive for COVID-19. She has developed mild fever & some symptoms & has isolated herself and has been given requisite medical attention. As of today, her date of appearance before ED on June 8th stands as it is: Congress' Randeep Surjewala pic.twitter.com/0eTTN1RhUn

    — ANI (@ANI) June 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Rahul-Sonia ED Summon : দেশে নেই রাহুল, আজ ইডি-দফতরে হাজিরা দিলেন না কংগ্রেস সাংসদ

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সাংবাদিক বৈঠকে জানান, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিক 'ইয়ং ইন্ডিয়ান লিমিটেড'-এর, যা অলাভজনক কোম্পানি ৷ তিনি বলেন, "এজিএল যা করেছে, তা ভারত এবং বিশ্বের প্রতিটি কোম্পানিই করে থাকে ৷ এজিএল-এর 90 কোটি টাকার দেনা মেটাতে একে ইকুইটিতে রূপান্তরিত করা হয়েছে ৷ ইয়ং ইন্ডিয়া একটা নতুন কোম্পানি, যার নামে 90 কোটি টাকার ইকুইটি দেওয়া হয়েছে ৷" ইয়ং ইন্ডিয়ায় সোনিয়া গান্ধি, রাহুল এবং অন্য কংগ্রেস নেতাদের অংশীদারি রয়েছে ৷ নেতার দাবি, ইয়ং ইন্ডিয়ান একটি অলাভজনক কোম্পানি হওয়ায় কোনও ছোট্ট সম্পত্তি, টাকা কিছুই লেনদেন করা হয়নি এই কোম্পানির নামে ৷ তিনি বলেন, "কোনও টাকার লেনদেন না হলেও অর্থ তছরূপের মামলা দায়ের করা হয়েছে ৷ ইয়ং ইন্ডিয়া কোনও ভাবে টাকার ব্যবহার করতে পারে না ৷ কারণ এটা ডিভিডেন্ট দিতে পারবে না ৷ এমনকি লাভের অংশ দেওয়া যাবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.