ETV Bharat / bharat

Congress Lost in Five States : পাঁচ রাজ্যে ভরাডুবির পর কংগ্রেসের অন্দরে কোন্দল বৃদ্ধির আশঙ্কা - Priyanka Gandhi

বৃহস্পতিবার পাঁচ রাজ্যে বিধানসভার ফলাফল প্রকাশিত হয়েছে (Five States Assembly Poll Results 2022) ৷ চার রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি ৷ কংগ্রেসের ভরাডুবি হয়েছে সবক’টিতে ৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের অন্দরে কোন্দল বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে (Congress Inner Conflict may Increase after Five States Poll Debacle) ৷

congress inner conflict may increase after five states poll debacle
Congress Lost in Five States : পাঁচ রাজ্যে ভরাডুবির পর কংগ্রেসের অন্দরে কোন্দল বৃদ্ধির আশঙ্কা
author img

By

Published : Mar 10, 2022, 9:38 PM IST

নয়াদিল্লি, 10 মার্চ : 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়েছিলেন ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই সেই পথেই এগিয়েছে দেশের রাজনীতি ৷ বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে সেটাই আরও স্পষ্ট হল ৷

এই পরিস্থিতিতে কংগ্রেসের অন্দরের ফাটল আরও চওড়া হতে শুরু করেছে ৷ এদিন বিকেলে দলেরই এক নেতা জানিয়েছেন, কংগ্রেসের জি-23 গোষ্ঠভুক্ত নেতারা আগামী 48 ঘণ্টার মধ্যে বৈঠকে বসতে চলেছে (Congress to convene G-23 leaders' meeting) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন কংগ্রেসের জি-23 গোষ্ঠী বলতে সেই 23 জন নেতাকে বোঝানো হয়, যাঁরা চিঠি লিখে কংগ্রেসে স্থায়ী সভাপতি নির্বাচিত করার দাবি করেছিলেন ৷ এই অংশের নেতাদের অনেকেই প্রায়ই প্রকাশ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেন ৷ ফলে তাঁদের এই বৈঠক ঘিরে নতুন করে জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে ৷ তাঁরা এবার কী সিদ্ধান্ত নেন, তা জানতে উৎসুক সকলে ৷

  • Humbly accept the people’s verdict. Best wishes to those who have won the mandate.

    My gratitude to all Congress workers and volunteers for their hard work and dedication.

    We will learn from this and keep working for the interests of the people of India.

    — Rahul Gandhi (@RahulGandhi) March 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে পাঁচ রাজ্যে বিধানসভার হার নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক খুব শীঘ্রই হতে চলেছে (Congress Working Committee will Meet Soon) ৷ এদিন এই কথা জানিয়েছেন রণদীপ সিং সুরজেওয়ালা ৷

এদিকে এই হার থেকে নতুন করে শিক্ষা নেওয়ার বার্তা দিয়ে টুইট করেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi) ৷ তিনি হার স্বীকার করে নিয়েছেন ৷ আগামিদিনে কংগ্রেস বিরোধীর ভূমিকা সঠিক ভাবে পালন করবে বলেও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : Congress in Assembly Elections 2022 : পাঁচ রাজ্যে শূন্য, বেসামাল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, 10 মার্চ : 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়েছিলেন ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই সেই পথেই এগিয়েছে দেশের রাজনীতি ৷ বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে সেটাই আরও স্পষ্ট হল ৷

এই পরিস্থিতিতে কংগ্রেসের অন্দরের ফাটল আরও চওড়া হতে শুরু করেছে ৷ এদিন বিকেলে দলেরই এক নেতা জানিয়েছেন, কংগ্রেসের জি-23 গোষ্ঠভুক্ত নেতারা আগামী 48 ঘণ্টার মধ্যে বৈঠকে বসতে চলেছে (Congress to convene G-23 leaders' meeting) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন কংগ্রেসের জি-23 গোষ্ঠী বলতে সেই 23 জন নেতাকে বোঝানো হয়, যাঁরা চিঠি লিখে কংগ্রেসে স্থায়ী সভাপতি নির্বাচিত করার দাবি করেছিলেন ৷ এই অংশের নেতাদের অনেকেই প্রায়ই প্রকাশ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেন ৷ ফলে তাঁদের এই বৈঠক ঘিরে নতুন করে জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে ৷ তাঁরা এবার কী সিদ্ধান্ত নেন, তা জানতে উৎসুক সকলে ৷

  • Humbly accept the people’s verdict. Best wishes to those who have won the mandate.

    My gratitude to all Congress workers and volunteers for their hard work and dedication.

    We will learn from this and keep working for the interests of the people of India.

    — Rahul Gandhi (@RahulGandhi) March 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে পাঁচ রাজ্যে বিধানসভার হার নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক খুব শীঘ্রই হতে চলেছে (Congress Working Committee will Meet Soon) ৷ এদিন এই কথা জানিয়েছেন রণদীপ সিং সুরজেওয়ালা ৷

এদিকে এই হার থেকে নতুন করে শিক্ষা নেওয়ার বার্তা দিয়ে টুইট করেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi) ৷ তিনি হার স্বীকার করে নিয়েছেন ৷ আগামিদিনে কংগ্রেস বিরোধীর ভূমিকা সঠিক ভাবে পালন করবে বলেও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : Congress in Assembly Elections 2022 : পাঁচ রাজ্যে শূন্য, বেসামাল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.