হায়দরাবাদ, 26 অগস্ট : কেন্দ্রের ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ (NMP) কর্মসূচিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) ৷ তাঁর মতে, এটা ‘‘আইনসিদ্ধ লুঠ ও সংগঠিত লুণ্ঠন’’ ছাড়া আর কিছুই নয় ৷ জয়রাম বলেন, কয়েক দশকের চেষ্টায় যে সরকারি সম্পত্তি তৈরি হয়েছিল, তাকে পছন্দের কিছু মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ দীর্ঘদিন ধরেই মোদি বিরোধীদের অভিযোগ, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী গোটা দেশটাকেই বিক্রি করে দিচ্ছেন ৷ সেই সুরেই নরেন্দ্র মোদির (Narendra Modi) দল বিজেপিকে ‘‘বেচো জলদি পার্টি’’ বলে কটাক্ষ করেছেন জয়রাম ৷
আরও পড়ুন : National Monetization Pipeline : সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত প্রায় ছয় লক্ষ কোটি টাকার সম্পত্তি বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর মধ্যে রয়েছে সড়ক ও রেল পরিকাঠামো, খনি, টেলিকম, শক্তিসম্পদ, গ্য়াস, বিমানবন্দর ও নৌবন্দরের পরিকাঠামো, স্টেডিয়াম প্রভৃতি ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে বিমানবন্দরগুলির পরিকাঠামো বেসরকারি হাতে ছাড়া হবে হবে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) মালিকানাধীন সেই বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে চেন্নাই, ভোপাল, বারাণসী ও ভদোদরা ৷ রয়েছে বেশ কিছু রেল স্টেশন এবং রেল কলোনি ৷ বেসরকারি বিভিন্ন সংস্থা চাইলে এইসব জায়গার পরিকাঠামো উন্নত করে সেখানে বিনিয়োগ করে আয় করতে পারে ৷
কংগ্রেসের অভিযোগ, বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে কোটি কোটি টাকার এইসব সম্পত্তি তৈরি করা হয়েছে ৷ আর বিজেপি সরকার সেসব তাদের কোটিপতি বন্ধুদের হাতে তুলে দিচ্ছে ৷ এই প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন, ‘‘প্রথমে এল ডিমনিটাইজেশন ৷ ড. মনমোহন সিং (Manmohan Singh) যাকে সঠিকভাবেই ‘আইনসিদ্ধ লুঠ ও সংগঠিত লুণ্ঠন’ বলে অবিহিত করেছেন ৷ আর এবার হাজির হয়েছে ‘মনিটাইজেশন মেলা’ ৷ এত বছর ধরে তৈরি করা সম্পদ অল্প কয়েকজনের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷’’
আরও পড়ুন : Amit Mitra : রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদ, নির্মলাকে চিঠি অমিতের
-
"आत्मनिर्भर" का जुमला देते-देते पूरी सरकार को ही "अरबपति मित्रों" पर निर्भर कर दिया।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
सारा काम उन्हीं अरबपति मित्रों के लिए, सारी संपत्ति उन्हीं के लिए।
70 सालों में देश की जनता की मेहनत से बनी लाखों करोड़ रु की संपत्ति अपने अरबपति मित्रों को दे रही है ये सरकार।
">"आत्मनिर्भर" का जुमला देते-देते पूरी सरकार को ही "अरबपति मित्रों" पर निर्भर कर दिया।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 24, 2021
सारा काम उन्हीं अरबपति मित्रों के लिए, सारी संपत्ति उन्हीं के लिए।
70 सालों में देश की जनता की मेहनत से बनी लाखों करोड़ रु की संपत्ति अपने अरबपति मित्रों को दे रही है ये सरकार।"आत्मनिर्भर" का जुमला देते-देते पूरी सरकार को ही "अरबपति मित्रों" पर निर्भर कर दिया।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 24, 2021
सारा काम उन्हीं अरबपति मित्रों के लिए, सारी संपत्ति उन्हीं के लिए।
70 सालों में देश की जनता की मेहनत से बनी लाखों करोड़ रु की संपत्ति अपने अरबपति मित्रों को दे रही है ये सरकार।
গোটা বিষয়টি নিয়ে তোপ দেগেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi Vadra) ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার মুখে আত্মনির্ভর ভারতের কথা বলছে ৷ অথচ গোটা দেশকেই তার কোটিপতি বন্ধুদের উপর নির্ভরশীল করে দিচ্ছে ৷ একটি হিন্দি টুইটে প্রিয়াঙ্কার অভিযোগ, সরকার যত কাজ করছে, তার সবটুকুই করা হচ্ছে তাদের এই কোটিপতি বন্ধুদের স্বার্থে ৷ সব সম্পদ তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ প্রিয়াঙ্কার কথায়, ‘‘গত 70 বছর ধরে দেশে মানুষ যে সম্পদ তৈরি করেছেন, লক্ষ কোটি টাকার সেই সম্পদই আজ বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে ৷’’