ETV Bharat / bharat

Congress on Mehul Choksi Issue: চোকসিকে সুরক্ষা দেওয়া বিজেপির মুখে জাতীয়তাবাদের বুলি হাস্যকর, তোপ কংগ্রেসের - Interpol drops Mehul Choksi name

ইন্টারপোলের রেড লিস্ট থেকে মেহুল চোকসির নাম বাদ যাওয়া নিয়ে বিজেপির সমালোচনায় সরব কংগ্রেস ৷ এই নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge on Mehul Choksi Issue) ৷

Congress on Mehul Choksi Issue
Congress on Mehul Choksi Issue
author img

By

Published : Mar 21, 2023, 1:24 PM IST

নয়াদিল্লি, 21 মার্চ: ইন্টারপোল তাদের রেড লিস্ট থেকে বাদ দিয়েছে মেহুল চোকসির নাম (Interpol Removes Mehul Choksi Name from Red List) ৷ এই নিয়ে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস (Congress hits out at BJP on Mehul Choksi Issue) ৷ আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত পলাতক এই ব্যবসায়ীকে কেন্দ্রের সরকার সুরক্ষা দিচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Prez Mallikarjun Kharge Slams BJP) ৷ তাঁর কটাক্ষ, এই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়ার পর বিজেপি জাতীয়বাদ নিয়ে কথা বললে, তা হাস্যকর শোনায় ৷

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির দেওয়া কিছু বক্তব্য নিয়ে হইচই চলছে দেশের রাজনীতিতে (Controversy on Rahul Gandhi Remark) ৷ বিদেশে বসে রাহুল দেশবিরোধী কথা বলেছে বলে অভিযোগ বিজেপির ৷ এই নিয়ে কংগ্রেস ও বিজেপির বাকযুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে ৷ তার মধ্যে মেহুল চোকসিকে নিয়ে এই সংবাদ কংগ্রেসের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে ৷ বিজেপির বিরুদ্ধে সেই অস্ত্র ব্যবহারে বিন্দুমাত্র কালবিলম্ব করেনি কংগ্রেসও ৷

এদিন সংসদ থেকে বেরিয়ে যাওয়ার মুখে কংগ্রেসের সভাপতি বলেন, "তারা (বিজেপি) আসল বিষয়গুলি থেকে নজর ঘোরানোর জন্য নানা কাজ করছে । আমাদের দূতাবাসে হামলা হচ্ছে । মেহুল চোকসির যারা ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়েছে, যারা এই ধরনের লোকদের সুরক্ষা দেয়, তারা দেশপ্রেমের কথা বলে, এটা খুবই হাস্যকর ।" তিনি এই নিয়ে সরকারের জবাবদিহি চেয়েছেন ৷

মেহুল চোকসি পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 13 হাজার কোটি টাকা দুর্নীতিতে জড়িত (PNB Fraud) ৷ তাঁর নাম সম্প্রতি ইন্টারপোলের রেড নোটিস ডেটাবেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ মেহুলের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত ইন্টারপোল নিয়েছে বলে জানা গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সেখানে মেহুলের আবেদনের বিরোধিতা কেন ভারত সরকারের তরফে করা হয়নি ? আর এই প্রশ্নই বর্তমানে বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপির দিকে ছুঁড়ে দিচ্ছে ৷

মল্লিকার্জুন খাড়গে টুইট করে এই ইস্যুতে সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Narendra Modi) ৷ টুইটে তিনি লেখেন, "বিরোধী নেতাদের জন্য ইডি-সিবিআই৷ কিন্তু মোদীজির 'আমাদের মেহুল ভাই'-এর জন্য ইন্টারপোল থেকে মুক্তি । যখন 'বেস্ট ফ্রেন্ড'-এর জন্য সংসদ স্থগিত হতে পারে৷ তখন 'পুরোনো বন্ধু'-কে কীভাবে সাহায্য করা যায় যে পাঁচ বছর আগে পালিয়েছে ৷" মোদির বলা ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’-র প্রসঙ্গও তুলেছেন খাড়গে ৷ লিখেছেন, ‘‘দেশের হাজার হাজার কোটি টাকা যখন লোপাট হয়ে গেল, তখন 'না খানে দুঙ্গা' হয়ে গেল আরেকটা 'জুমলা' (রসিকতা) ।’’

অন্যদিকে বিজেপিও রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে অনড় ৷ কিন্তু মঙ্গলবার খাড়গে আরও একবার স্পষ্ট করেছেন যে রাহুলের ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷ কিন্তু এই নিয়ে সংসদের অধিবেশন বাধাপ্রাপ্ত হচ্ছে ৷ বিরোধীদের অভিযোগ, আদানি ইস্যু থেকে নজর ঘোরাতেই মোদি সরকার সংসদে অচলাবস্থা তৈরি করে রেখেছে ৷

আরও পড়ুন: ধাক্কা ভারতের ! ইন্টারপোলের রেড নোটিশ থেকে বাদ মেহুল চোকসির নাম

নয়াদিল্লি, 21 মার্চ: ইন্টারপোল তাদের রেড লিস্ট থেকে বাদ দিয়েছে মেহুল চোকসির নাম (Interpol Removes Mehul Choksi Name from Red List) ৷ এই নিয়ে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস (Congress hits out at BJP on Mehul Choksi Issue) ৷ আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত পলাতক এই ব্যবসায়ীকে কেন্দ্রের সরকার সুরক্ষা দিচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress Prez Mallikarjun Kharge Slams BJP) ৷ তাঁর কটাক্ষ, এই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়ার পর বিজেপি জাতীয়বাদ নিয়ে কথা বললে, তা হাস্যকর শোনায় ৷

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির দেওয়া কিছু বক্তব্য নিয়ে হইচই চলছে দেশের রাজনীতিতে (Controversy on Rahul Gandhi Remark) ৷ বিদেশে বসে রাহুল দেশবিরোধী কথা বলেছে বলে অভিযোগ বিজেপির ৷ এই নিয়ে কংগ্রেস ও বিজেপির বাকযুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে ৷ তার মধ্যে মেহুল চোকসিকে নিয়ে এই সংবাদ কংগ্রেসের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে ৷ বিজেপির বিরুদ্ধে সেই অস্ত্র ব্যবহারে বিন্দুমাত্র কালবিলম্ব করেনি কংগ্রেসও ৷

এদিন সংসদ থেকে বেরিয়ে যাওয়ার মুখে কংগ্রেসের সভাপতি বলেন, "তারা (বিজেপি) আসল বিষয়গুলি থেকে নজর ঘোরানোর জন্য নানা কাজ করছে । আমাদের দূতাবাসে হামলা হচ্ছে । মেহুল চোকসির যারা ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়েছে, যারা এই ধরনের লোকদের সুরক্ষা দেয়, তারা দেশপ্রেমের কথা বলে, এটা খুবই হাস্যকর ।" তিনি এই নিয়ে সরকারের জবাবদিহি চেয়েছেন ৷

মেহুল চোকসি পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 13 হাজার কোটি টাকা দুর্নীতিতে জড়িত (PNB Fraud) ৷ তাঁর নাম সম্প্রতি ইন্টারপোলের রেড নোটিস ডেটাবেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ মেহুলের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত ইন্টারপোল নিয়েছে বলে জানা গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সেখানে মেহুলের আবেদনের বিরোধিতা কেন ভারত সরকারের তরফে করা হয়নি ? আর এই প্রশ্নই বর্তমানে বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপির দিকে ছুঁড়ে দিচ্ছে ৷

মল্লিকার্জুন খাড়গে টুইট করে এই ইস্যুতে সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Narendra Modi) ৷ টুইটে তিনি লেখেন, "বিরোধী নেতাদের জন্য ইডি-সিবিআই৷ কিন্তু মোদীজির 'আমাদের মেহুল ভাই'-এর জন্য ইন্টারপোল থেকে মুক্তি । যখন 'বেস্ট ফ্রেন্ড'-এর জন্য সংসদ স্থগিত হতে পারে৷ তখন 'পুরোনো বন্ধু'-কে কীভাবে সাহায্য করা যায় যে পাঁচ বছর আগে পালিয়েছে ৷" মোদির বলা ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’-র প্রসঙ্গও তুলেছেন খাড়গে ৷ লিখেছেন, ‘‘দেশের হাজার হাজার কোটি টাকা যখন লোপাট হয়ে গেল, তখন 'না খানে দুঙ্গা' হয়ে গেল আরেকটা 'জুমলা' (রসিকতা) ।’’

অন্যদিকে বিজেপিও রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে অনড় ৷ কিন্তু মঙ্গলবার খাড়গে আরও একবার স্পষ্ট করেছেন যে রাহুলের ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷ কিন্তু এই নিয়ে সংসদের অধিবেশন বাধাপ্রাপ্ত হচ্ছে ৷ বিরোধীদের অভিযোগ, আদানি ইস্যু থেকে নজর ঘোরাতেই মোদি সরকার সংসদে অচলাবস্থা তৈরি করে রেখেছে ৷

আরও পড়ুন: ধাক্কা ভারতের ! ইন্টারপোলের রেড নোটিশ থেকে বাদ মেহুল চোকসির নাম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.